Advertisement
Advertisement

Breaking News

Gaighata

পিকনিকে গিয়ে বিদ্যুৎদপ্তরের কর্মীর রহস্যমৃত্যু! দুর্ঘটনা নাকি অন্য কিছু?

পরিবার সূত্রে খবর, ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

A youth of Gaighata died mysteriously
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 22, 2024 5:22 pm
  • Updated:December 22, 2024 5:22 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়াই কাল! ছাদ থেকে পড়ে বিদ্যুৎদপ্তরের কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামপুর সরকার পাড়ায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য রহস্য? খতিয়ে দেখছে তদন্তকারীরা।

জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ দেব। বয়স ৩৫ বছর। বিদ্যুৎদপ্তরের কর্মী ছিলেন তিনি। থাকতেন গাইঘাটা থানার রামপুর সরকার পাড়া এলাকায়। বছর শেষের পথে, এই সময় সকলেই পিকনিক করেন। শনিবার রাতে এলাকারই সুব্রত দাসের বাড়িতে পিকনিকের প্ল্যান করেছিলেন সুদীপবাবু। সঙ্গে স্ত্রী ও মেয়েও গিয়েছিল। ছাদে পিকনিকের আয়োজন হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রচুর খাওয়াদাওয়া, হুল্লোড় চলছিল। এসবের মাঝেই ঘটে দুর্ঘটনা। ছাদের রেলিংয়ের উপর বসতে গিয়ে সুদীপ পড়ে যান একেবারে নিচে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মীয় ডলি মজুমদার বলেন, “আমরা জানতে খবর পেয়েছি, রাত বারোটা নাগাদ সুদীপ ছাদ থেকে পড়ে গিয়েছে। পিকনিকের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, ভাবতে পারিনি।” কান্নায় ভেঙে পড়েছে মৃতের স্ত্রী ও মেয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement