Advertisement
Advertisement

Breaking News

Canning

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর অশ্লীল ছবি ভাইরাল! পুলিশের জালে ‘গুণধর’

তরুণীর বোনের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ধৃত।

A youth of canning arrested

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2024 7:55 pm
  • Updated:May 8, 2024 7:55 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার শাস্তি। তরুণীর অশ্লীল ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের নাম দেবাশিস সর্দার। অভিযোগ, ক্যানিং (Canning) থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের এক তরুণীকে দিনের পর দিন উত্যক্ত করত দেবাশিস। প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তরুণী। অভিযোগ, এতেই ক্ষোভ বাড়ে অভিযুক্তের। প্রত্যাখ্যাত হয়ে নানাভাবে ওই তরুণীকে হুমকি দিতে শুরু করে সে। প্রতিবাদে সরব হয় তরুণীর মাসতুতো বোন। অভিযোগ, এর পর ওই তরুণীর মাসতুতো বোনের ছবিও বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক। এলাকার অন্য এক যুবক রাজু নস্করের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অশ্লীল ছবি ছড়ানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ফুলকুমারি’ সেজেই মেট গালায়, ‘লাপাতা লেডিজ’-এর নিতাংশিকে দেখে আপ্লুত নেটপাড়া]

গত এক সপ্তাহ ধরে সেই ছবি বিভিন্ন জায়গায় ছড়ায়। ফলে খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন ঐ তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই তরুণী। তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়। 

[আরও পড়ুন: ‘পুবের লোকেরা যেন চিনা, দক্ষিণেররা আফ্রিকানদের মতো’, ফের বোমা ফাটালেন পিত্রোদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement