Advertisement
Advertisement
Murshidabad

স্বামী-সন্তান ছেড়ে প্রেমিককে বিয়ে! স্ত্রীর দ্বিতীয় স্বামীকে ‘খুন’ যুবকের

খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

A youth allegedly killed in Murshidabad

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 11, 2024 4:27 pm
  • Updated:September 11, 2024 4:27 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: স্ত্রীকে নিয়ে টানাপোড়েনের জের। প্রথম পক্ষের স্বামীর হাতে খুন দ্বিতীয় পক্ষের স্বামী। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার জামুয়ার গ্রামপঞ্চায়েতের প্রসাদপুরের দাসপুরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশাল দাস। বয়স ২৩ বছর। অভিযুক্তের নাম শুভ মাঝি। রঘুনাথগঞ্জ থানার সেলালপুরের বাসিন্দা ওই যুবক। সূত্রের খবর, কয়েকবছর শুভর বিয়ে হয় স্থানীয় কুড়লি গ্রামের বাসিন্দা শ্রাবনী দাসের সঙ্গে। তাঁদের এক সন্তান রয়েছে। স্বামী সন্তান থাকা সত্ত্বেও শ্রাবনী এলাকার যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে খবর। মাস দু’য়েক আগে সন্তান-স্বামী ছেড়ে প্রেমিক বিশালের সঙ্গে ঘর ছাড়েন শ্রাবণী। বিষয়টি জানাজানি হতেই গ্রামে সালিশি সভা বসে। শ্রাবনী স্বামী শুভ মাঝির কাছে ফিরে যান। কিন্তু শ্রাবণী শুভর সঙ্গে সংসার করতে নারাজ ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ঘুম উড়বে পাকিস্তানের, আওতায় চিনও, এবার ৯০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

দিন ১৮ আগে আবার শ্রাবনী সন্তানকে স্বামীর কাছে রেখে বিশালের কাছে চলে যান। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করেন। অভিযোগ, বুধবার মধ্যরাতে শুভ মাঝি ধারালো অস্ত্র নিয়ে বিশালের বাড়ি চড়াও হয়। ঘুমন্ত অবস্থায় বিশালের গলায় কোপ মারে বলে অভিযোগ। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বিশাল দাসের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এঘটনায় পুলিশ অভিযুক্ত শুভ মাঝিকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement