Advertisement
Advertisement
Alipurduar

আলিপুরদুয়ারে নিষিদ্ধপল্লিতে ফিল্মি কায়দায় শুটআউট, খুন ‘যৌনকর্মী’

ভরসন্ধ্যায় আলিপুরদুয়ারের যৌনপল্লিতে শুটআউট। গুলি করে যৌনকর্মীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছে এক নাবালকও। পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলে উত্তেজিত জনতা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। 

A woman of Alipurduar shoot to death
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 17, 2024 7:58 pm
  • Updated:December 17, 2024 8:09 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ভরসন্ধ্যায় আলিপুরদুয়ারের যৌনপল্লিতে শুটআউট। গুলি করে যৌনকর্মীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছে এক নাবালকও। পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলে উত্তেজিত জনতা। বেধড়ক মারধর করা হয় তাঁকে।  ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আলিপুরদুয়ারের সমাজপাড়ায় বরাবরই সমাজবিরোধীদের আনাগোনা লেগে থাকে। মঙ্গলবার সন্ধ্যেয় আচমকাই সেখানে গুলির শব্দ পান আশপাশের লোকেরা। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে এক মহিলা। গুলিবিদ্ধ এক নাবালক। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্ত। তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা। গণধোলাই দেওয়া হয় তাকে। পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মহিলার দেহ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। অভিযুক্তকে আটক করা হয়েছে। 

Advertisement

কিন্তু কেন এই খুন? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা যৌনকর্মী ছিলেন। অভিযুক্তের বিরোধী দলের কাউকে সম্ভবত আশ্রয় দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই এই গুলি। তবে নাবালকের এর সঙ্গে কোনও যোগ নেই। কোনওভাবে ঘটনাস্থলে চলে আসায় সে গুলিবিদ্ধ হয়েছে। যদিও আদতে কী কারণে এই কাণ্ড, তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দ্রুতই আসল তথ্য প্রকাশ্যে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement