Advertisement
Advertisement

Breaking News

Purba Bardhaman

ছেলেকে খুনের চেষ্টা মায়ের! সন্তানকে বাঁচাতে স্ত্রীকে ‘হত্যা’ স্বামীর, তুমুল চাঞ্চল্য জামালপুরে

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A Purba Bardhaman woman allegedly killed by husband
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 30, 2025 4:04 pm
  • Updated:January 30, 2025 4:04 pm  

সৌরভ মাজি, বর্ধমান: রাগের বশে ছেলেকে মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা মায়ের! সন্তানকে বাঁচাতে স্ত্রীকে গলা টিপে হত্যা স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। পুলিশের দাবি, দোষ কবুল করে নিয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই অরূপ দলুই নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্রেফ এই কারণেই স্ত্রীকে খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম পূজা মণ্ডল। বছর চারেক আগে বর্ধমানের জামালপুরের বাসিন্দা অরূপ দলুইয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। দম্পতির তিনবছরের একটি সন্তান রয়েছে। প্রতিবেশী সূত্রে খবর, শিশুকে প্রায়ই মারধর করতেন পূজা। তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তিও হত। মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে যেতেন বধূ। বুধবার তিনজনই কালনা গিয়েছিলেন। রাতে ফিরে খেতে বসেন তাঁরা। ছেলে খাওয়া নিয়ে বায়না করতেই সমস্যার শুরু। তখন পূজা তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে নাকি বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করেন বধূ। তখনই মেজাজ হারায় অরূপ। রাগে স্ত্রীর গলা টিপে ধরে। তখনই মৃত্যু হয় পূজার।

Advertisement

বৃহস্পতিবার সকালে বিষয়টা জানাজানি হয়। পুলিশ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, এদিন অরূপ দলুই গোটা ঘটনার কথা কবুল করে নিয়েছে। সে জানিয়েছে, স্ত্রী ছেলেকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করতে গিয়েছিল। ছেলেকে বাঁচাতে গলা টিপে শ্বাসরোধ করে সে খুন করে স্ত্রীকে। স্রেফ ছেলেকে বাঁচাতেই এই ঘটনা? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতার বাপের বাড়ির তরফে স্বামী অরূপ দলুইয়ের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub