Advertisement
Advertisement

Breaking News

Bangaon

মামাবাড়ি নিয়ে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! কাঠগড়ায় সহপাঠী

পলাতক অভিযুক্ত।

A minor girl allegedly physically assulted by classmate

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 18, 2024 5:02 pm
  • Updated:August 18, 2024 5:03 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: আর জি কর কাণ্ডের মাঝেই ফের বাংলায় নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাঁড়াপোতা এলাকায়। পলাতক অভিযুক্ত।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর গাঁড়াপোতা এলাকার ভরতপুরের বাসিন্দা ওই নাবালিকা। অষ্টম শ্রেণির ছাত্রী সে। ঘটনার সূত্রপাত দিন ছয়েক আগে। ওইদিন টিউশন পড়তে গিয়েছিল সে। ফেরার সময় এক সহপাঠী তাঁকে মামাবাড়ি নিয়ে যায়। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে ধর্ষণ করা হয় নাবালিকাকে। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েকে নিয়ে ধরনা, ‘দোষীর জনসমক্ষে ফাঁসি হোক’, দাবি ফিরহাদের]

নির্যাতিতা ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এর পর তাঁকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল তথ্য। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তার পর ছ দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। এতেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে নির্যাতিতার পরিবার। অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: কনভয়ে দুর্ঘটনা, মহিলাকে ফেলেই গাড়ি নিয়ে চলে গেলেন দিলীপ! প্রতিবাদ সিউড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement