Advertisement
Advertisement

Breaking News

Malda

মালদহে সরকারি অফিসে মধুচক্র! হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা

তিনজনকে আটক করেছে পুলিশ।

3 people arrested from Malda

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 19, 2024 6:02 pm
  • Updated:August 19, 2024 6:03 pm  

বাবুল হক, মালদহ: আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। সরকারি অফিস থেকে হাসপাতাল সর্বত্র রাত্রিকালীন নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি উঠছে। এরই মাঝে সরকারি অফিসে মধুচক্রের হদিশ! ঘটনাস্থল মালদহের হরিশচন্দ্রপুর। দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম এবং মদ-বিরিয়ানির ফোয়ারা।

গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়টি গ্রামের একপ্রান্তে। আর এই সুযোগ কাজে লাগিয়েই প্রতি শনি-রবিবার সন্ধ্যে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন নাইট গার্ড। এর পরই বাইরে থেকে যুগলরা নিরাপত্তারক্ষীর মদতে দপ্তরে প্রবেশ করতেন। তার পরই চলতো অশালীন কাজকর্ম। গতকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনের লাইট বন্ধ হয়ে যায়। এর পরই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরে ঢুকল। গ্রামবাসী ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি করলে আরও লোক জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: মায়ের গুলিতে ঝাঁজরা মেয়ের ধর্ষক-খুনি! আর জি করের ঘটনায় ফিরছে অ্যানার স্মৃতি]

এর পর উত্তেজিত জনতার কাছ থেকে কোনওরকম অভিযুক্ত নিরাপত্তারক্ষী ও যুবক-যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর পুলিশ। প্রসঙ্গত, আর জি কর ইস্যুর মাঝে সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ভূমি সংস্কার আধিকারিক, রেভিনিউ অফিসার দেবরাজ মুখোপাধ্যায় বলেন, “কী ঘটেছে খোঁজ নিয়ে দেখছি।”

[আরও পড়ুন: গণধর্ষণের শিকার আর জি করের তরুণী চিকিৎসক, বলছে ময়নাতদন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement