Advertisement
Advertisement

Breaking News

Siliguri forest

শিলিগুড়িতে রাস্তার পাশের জঙ্গলে মিলল নাবালিকার দেহ, প্রেমিকের ভূমিকা নিয়ে ধোঁয়াশা

উত্তরের প্রশাসনিক ভবন উত্তরকন্যার নিকটবর্তী জঙ্গল থেকে কিশোরীর দেহ উদ্ধার করে তার প্রেমিক।

14 yrs old teenager body recovered from Siliguri forest

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 1, 2025 8:38 pm
  • Updated:April 1, 2025 8:39 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাস্তার পাশের জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে শোরগোল ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, উত্তরের প্রশাসনিক ভবন উত্তরকন্যার নিকটবর্তী জঙ্গল থেকে কিশোরীর দেহ উদ্ধার করে তার প্রেমিক। কিন্তু সে কীভাবে সেখানে পৌঁছল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মৃত নাবালিকার বয়স ১৪ বছর। শান্তিপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয় স্কুলের ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল দিয়া। তবে অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎ সেই নাবালিকার প্রেমিক ছাত্রীর পরিবারকে ফোন করে জানায়, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেই নাবালিকাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ইতিমধ্যে এই ঘটনায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পরিবারের দাবি, নাবালিকার প্রেমিক দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন, নাবালিকা কীভাবে উত্তরকন্যা পার্শ্ববর্তী জঙ্গলে পৌঁছলো? মেয়েটির প্রেমিকই বা সে কথা কীভাবে জানল? কিশোরীর মৃত্যু হল কীভাবে? সেই ধোঁয়াশা এখনও কাটছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement