Advertisement
Advertisement
Taslima Nasrin

‘ভারত যদি চাল, ডাল, জল বন্ধ করে দেয়… কী খেয়ে বাঁচবে!’ ফের ইউনুসকে আক্রমণ তসলিমার

আর কী লিখলেন তসলিমা?

Taslima Nasrin facebook post on Muhammad Yunus goes viral
Published by: Akash Misra
  • Posted:November 28, 2024 12:15 pm
  • Updated:November 28, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগামছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনও উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় ফের ইউনুসকে কটাক্ষ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

ফেসবুকে ভারত থেকে বাংলাদেশে রপ্তানির প্রসঙ্গ তুলে তসলিমা লিখলেন, ”ইউনুস এবং তাঁর জ ঙ্গি বন্ধুরা প্রচণ্ড ভারতবিদ্বেষী। ভারত যদি চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি গরু খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কী খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছে করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়?”

Advertisement

এখানে শেষ করলেন না তসলিমা। ফেসবুক পোস্টে আরও লিখলেন, ”যদি ওদিকে ট্রাম্প এমবারগো দেয়? ট্রেড বন্ধ করে দেয় যদি? জ ঙ্গি পোষার অপরাধে যদি পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি-পোশাক না কেনে? একবার দেখতে ইচ্ছে করে মানুষ কীভাবে ও-দেশে জ ঙ্গি-পেশা কনটিনিউ করে।”

গত বুধবারই তসলিমা আরেকটি পোস্টে লিখেছিলেন, ”ইউনুস সাহেব,আপনি তো দেখছি দেশে কেয়ামত শুরু হলেও চোখ বুজে থাকেন। জনপ্রিয় হিন্দু নেতাকে গ্রেফতার করেন তাঁর কোনওরকম দোষ ছাড়াই। নিরীহ হিন্দুদের রাতের অন্ধকারে আর্মি লেলিয়ে হামলা করেন। অগুনতি নিরপরাধ মানুষকে গ্রেফতার করছেন হত্যা মামলায় ফাঁসিয়ে। আপনার প্রিয় জেনজি ছাত্ররা মারামারি হানাহানি লুটতরাজ করেই চলেছে, এদের উদ্দেশে আপনার কোনও উপদেশবাণী বর্ষিত হয় না। একবার মুক্তিযুদ্ধ মানেন না, একবার বেশ মানেন। একবার ভারত বিদ্বেষ দেখান, একবার ভারত প্রেম। আপনি আসলে কোন নীতিতে বিশ্বাস করেন? সন্ত্রাসকে আপনি তো আবার বিজয়- উৎসব বলে মনে করেন। মানুষের সামান্য ভিড় দেখলেই ভাবেন আওয়ামীলীগ বুঝি চলে আসছে। তাদের পিটিয়ে তাড়িয়ে হটিয়ে হত্যা করে, জেলে ঢুকিয়ে নিষিদ্ধ করেও ভয় যায়নি, এমনই শাক্তিশালী ভাবেন তাদের? লীগ এলে প্রতিশোধ নেবে, এই ভয়ে মনে হয় রাতে ঘুমোতে পারেন না! আপনি কি জানেন বাংগালির যে শ্রদ্ধা ছিল আপনার প্রতি, সেটি অনেকটাই আর নেই? আফশোস হয় না? নাকি ভাবেন শ্রদ্ধা যত সুখ দেয়, ক্ষমতা দেয় তার চেয়ে বেশি!”

অন্যদিকে, মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে, সংখ্যালঘুদের উপর আক্রমণ, অতি সম্প্রতি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিরুদ্ধে জামিন অযোগ্য রাষ্ট্রদ্রোহের মামলা, পালটা সনাতনীদের প্রতিরোধ, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশের এমন অরাজক পরিস্থিতি নিয়ে সরব হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর কথায়, “তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গিয়েছে। এ কোন বাংলাদেশ!” ঘুরিয়ে হাসিনার মতোই ইউনুস সরকারকেও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন আলমগীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement