Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja

ফের বাংলাদেশে হামলার মুখে সনাতন ধর্ম! পুজোর আগের দিনই সরস্বতী মূর্তি ভাঙচুর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর একই কাণ্ড ঘটিয়েছিল ধৃত যুবক।

Saraswati Puja: In Bangladesh one arrested allegedly ransacking idol just before the day of puja

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 1, 2025 7:49 pm
  • Updated:February 1, 2025 8:00 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: দুর্গা প্রতিমার পর এবার সরস্বতী পুজোতেও বাংলাদেশে হামলার মুখে সনাতম ধর্ম! ফরিদপুরে এক মন্দিরে মূর্তি নির্মাণের সময় তা ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবক আগেও একই কাণ্ড ঘটিয়েছিল। গতবছরে ইসকনের সরস্বতী মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। তখন তাকে ‘পাগল’ অ্যাখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে এবার কঠিন শাস্তি হবে বলে আশ্বাস পুলিশের।

শুক্রবার রাত ১১টা নাগাদ ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার কালীমন্দিরে এই ঘটনা ঘটে। সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সমর মণ্ডল বলেন, ”আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) হবে সরস্বতী পূজা। তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে এই প্রতিমাটি বানানো হচ্ছিল। আমরা এই মন্দিরের পাশের একটি ছাত্রাবাসে থাকি। এখানে আমরা অনেক ছাত্ররা মিলে সরস্বতী পুজো করতে চেয়েছিলাম। অনেক বন্ধুকে নিমন্ত্রণও দিয়েছি। কিন্তু এই প্রতিমা এমন এক সময় ভাঙা হল যে সংস্কারের সময়ও পাওয়া যাবে না।”

Advertisement

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পরে রাত সাড়ে ১২টার দিকে ধৃত যুবককে আটক করে থানায় নিয়ে এসে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমার কথায়, “এই ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পেশ করা হবে।”

যদিও হাসিনার আমলেও এমন মূর্তি ভাঙচুর কম হয়নি। গতবারও ফরিদপুর শহরের শোভারামপুরে ইসকনের রাধাগোবিন্দ মন্দির চত্বরে নির্মীয়মাণ একটি সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়। ধৃত ব্যক্তি নানা রকম অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। সঙ্গে সঙ্গে মন্দিরের পূজারী ও ভক্তরা তাকে ধরে একটি গাছে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তখন তাকে ‘পাগল’ বলে ছেড়ে দেওয়া হয়েছিল।” ২০২১ সালে এই মন্দিরেই কালীমূর্তি ভাঙচুর হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement