Advertisement
Advertisement

Breaking News

Sheikh Hasina

‘আগুন নিয়ে খেলবেন না, নিজেকেও পুড়তে হবে’, ইতিহাস বিস্মৃত ইউনুসকে হুঁশিয়ারি হাসিনার!

আবু সইদকে কারা মেরেছিল? কী চক্রান্ত ছিল? প্রশ্ন উসকে দিলেন মুজিবকন্যা।

'If you play with fire...', Sheikh Hasina's strong messege to Muhammad Yunus

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 14, 2025 1:29 pm
  • Updated:April 14, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নববর্ষের এতদিনকার রীতি ভাঙা হয়েছে বাংলাদেশে। ঐতিহ্যের ‘মঙ্গল শোভাযাত্রা’র নামবদল আসলে যে ইতিহাস মুছে দেওয়ারই একটা পন্থা, পরোক্ষে হিন্দুত্ববিরোধী, তা দিনের আলোর মতো স্পষ্ট ইতিমধ্যে। বাংলাদেশের সেই ইতিহাস, ঐতিহ্য বিস্মৃতির অতলে তলিয়ে দেওয়ার চেষ্টা দেখে ফের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগের এক ভারচুয়াল সমাবেশে ৮ মিনিটের ভিডিও বার্তায় হাসিনার হুমকি, ”আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনাকেও পুড়তে হবে।”

গত আগস্টে গণঅভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে দেশছাড়া মুজিবকন্যা শেখ হাসিনা। আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। দলকে চাঙ্গা করতে দেশে ফিরে প্রতিশোধের বার্তা দিয়েছেন। নিয়মিত ভারচুয়াল সভায় একাধিক ভোকাল টনিক দিয়ে আওয়ামি লিগের নেতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রবিবার তেমনই এক ভারচুয়াল বার্তায় হাসিনা বলেন, ”বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মনে রাখছে না। আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সৌধ তৈরি করেছিলাম, আর ওরা জ্বালিয়ে দিচ্ছি! ইউনুস, আপনি এসবের কী জবাব দেবেন?” এরপরই তাঁর হুঁশিয়ারি, ”মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে।”

Advertisement

ইউনুসকে ‘ক্ষমতালোভী হাঙর, অর্থলোলুপ, স্বার্থপর’ বলে আক্রমণ করতে ছাড়েননি হাসিনা। গত জুলাইয়ে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিতে মৃত্যু হয়েছিল ছাত্র আবু সইদের। তাঁর মৃত্যুতেই আন্দোলনের আগুনে ঘি পড়ে। রাষ্ট্রসংঘের তথ্য অনুসন্ধান কমিটি জানায়, সইদের মৃত্যু বিচারবহির্ভূত হত্যা। পরবর্তী সময়ে ইউনুসের অন্তর্বর্তী সরকার সইদকে ‘এই প্রজন্মের হিরো’র অ্যাখ্যা দেয়। সইদের গ্রামেও যান ইউনুস। রবিবারের ভারচুয়াল বৈঠকে হাসিনা প্রশ্ন তোলেন, সইদকে কারা মেরেছিল? কী ষড়যন্ত্র ছিল? তাঁর মৃত্যু নিয়ে এখন সংশয় হচ্ছ বলে মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement