Advertisement
Advertisement

Breaking News

‘ফিল্মি কেরিয়ার ব্যর্থ, তাই রাজনীতিতে আক্ষেপ মেটাচ্ছে’, হিরণকে তুলোধোনা দেবের!

টলিউডের 'চ্যাম্পিয়ন' বনাম 'মাচো মস্তানা'র 'খেলা হবে' ঘাটালে!

Lok Sabha polls 2024: TMC candidate Dev criticized BJP's Hiraan Chatterjee
Published by: Sandipta Bhanja
  • Posted:March 29, 2024 9:42 am
  • Updated:March 29, 2024 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘাটালে দেব-হিরণের মহারণ। চব্বিশের লোকসভা ভোটে ঘাটাল নিঃসন্দেহে হাইভোল্টেজ কেন্দ্র। যে এলাকা টলিউড সুপারস্টার দেবের (Dev) গড় বলে পরিচিত, সেখানেই বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাসফুলের জমিতে পদ্ম ফোটানোর মরিয়া চেষ্টায় তিনি। টলিউডের ‘চ্যাম্পিয়ন’ বনাম ‘মাচো মস্তানা’র ব্লকবাস্টার প্রচারে মজেছেন ঘাটালের মানুষও। বহুবার হিরণ আক্রমণ করেছেন দেবকে। তবে বারবার হাসিমুখে বিষয়টা এড়িয়ে গিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ। কিন্তু এবার হিরণের ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’ প্রসঙ্গ তুলে তোপ টলিউড সুপারস্টারের।

বিগত কয়েক বছর ধরেই সিনেপর্দায় অনুপস্থিত হিরণ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির লাইমলাইট থেকেও দূরে। শেষমেশ একুশের বিধানসভা নির্বাচনে দলবদলে রাজনৈতিক কেরিয়ারে কপাল খোলে খড়গপুরের তারকা বিধায়কের। অন্যদিকে দেব দুবারের ঘাটাল সাংসদ। ইন্ডাস্ট্রি, বক্স অফিসেও দাপিয়ে ব্যাট করছেন। এবার জিতলে সাংসদ হিসেবে হ্যাট্রিক করবেন। দেব কিন্তু চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়েও বেশ আত্মবিশ্বাসী। তবে বারংবার প্রতিদ্বন্দী হিরণ চট্টোপাধ্যায়ের আক্রমণে সম্ভবত বেজায় বিরক্ত হয়েছেন এবার তিনি। তাই প্রতিপক্ষের ব্যর্থ ফিল্মি কেরিয়ার নিয়ে কথা বলতেও পিছপা হলেন না।

Advertisement

[আরও পড়ুন: পদ্ম, ঘাসফুল বা কাস্তে-হাতুড়ি নয়! ভোটের বাজারে বারাকপুরে দেওয়াল জুড়ে উত্তম-সত্যজিৎ]

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দেব। তাঁর মন্তব্য, “হিরণের কোথাও একটা সমস্যা আছে। ও আমার থেকে একটু সিনিয়র হতে পারে, তবে টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই সম্ভবত একসঙ্গে শুরু হয়েছিল। আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি। ও হয়তো পৌঁছতে পারেনি। সেই আক্ষেপটাই এখন মেটাচ্ছে।”

নিত্যদিন দেবের প্রচারে জনঅরণ্য। ভোট প্রচারের ময়দানে তিনি তারকা দেব নন, আরও বেশি করে ঘাটালের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে খোশমেজাজে দাপিয়ে ব্যাটন চালাচ্ছেন দেব। অনুরাগীরা বলছেন, আসল ‘খেলা হবে’ ঘাটালে।

[আরও পড়ুন: ‘দাদা তুমি মুসলিম?’, নুসরতের সঙ্গে জমিয়ে ইফতার করতেই যশের দিকে ধেয়ে এল কটাক্ষ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement