সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই আশার আলো। নতুন স্বপ্ন দেখার পালা। জীবনের নতুন পরিকল্পনার দিকে পা বাড়ানো। অনেক সময়ই আমরা প্রচুর পরিশ্রম করলেও, সেই অনুযায়ী, সাফল্যে পাই না। আর নেপথ্যে থাকে আমাদের ভাগ্য ও গ্রহ। যার নড়ন-চড়নেই বদলাতে থাকে সময় ও ভাগ্য। আসুন জেনে নিন, নতুন বছরে কোন রাশির ভাগ্যে কী রয়েছে।
মেষ- মেষ রাশির জাতক-জাতিকারা, স্বাস্থ্যের দিক থেকে ২০২৫ সাল আপনার জন্য মিশ্র বা কিছুটা দুর্বল হতে পারে। তাই এ বছর স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া জরুরি। মেষ রাশিফল ২০২৫ অনুসারে, বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে। ব্যাবসার সাথে জড়িত জাতক,জাতিকাদের জন্য এই বর্ষ মিশ্রিত পরিনাম প্রতীত হবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ হতে দেখা যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভাল দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন। প্রেম জীবনের ব্যাপারে সাল ২০২৫ মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ভাবে শনি গ্রহের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকদের ক্ষতি করবে না, তবে অন্যান্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে।
মিথুন – ২০২৫ সাল জুড়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। সুখে ভরপুর হবে বছরটি। সব ধরনের ইচ্ছাপূরণ হবে। যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল, ২০২৫-এর শুরুতেই সফল হতে থাকবে সেই কাজ। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে। জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগও আসবে।
সিংহ – নতুন বছর সিংহ রাশির জাতকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। কেরিয়ারে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা ছিল সেগুলো মিটে যাবে। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে। ২০২৫ সালটি সিংহ রাশির ব্যবসায়ীদের জন্য খুব ভাল, তাদের ব্যবসা বিদেশে প্রসারিত হবে। বড় অর্ডার পাবেন। আপনি দূর-দূরান্তে ভ্রমণ করবেন, যা অত্যন্ত ফলদায়ক হবে। তবে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা হতে পারে। তোমার স্বভাবে নম্রতা থাকলে অসুবিধা হবে না তেমন।
তুলা- ২০২৫ সালটি তুলা রাশির লোকদের অনেক স্বপ্ন পূরণ হবে, পেশাদার জীবনে আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা অর্জন করবেন। আপনাকে ব্যাপকভাবে প্রশংসা করা হবে। কর্মক্ষেত্রে নতুন অধিকার পাবেন। উচ্চ পদ পাবেন। বেতন বৃদ্ধি হবে, যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। ধর্মীয় সফরে যেতে পাবেন। ব্যক্তিগত জীবনেও প্রেম ও সুখ থাকবে।
ধনু- টাকার জন্য যে সমস্ত কাজ আটকে রয়েছে, তা সম্পন্ন হতে পারে। ব্যবসায় লাভ হবে। ২০২৫ সালের শেষের দিকে শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের শুভ সময়। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা শেষ হবে। নানান রকমের আনন্দ জীবনে পাবেন।
কুম্ভ- কুম্ভ রাশির জাতকদের দিকেও মুখ তুলে তাকাবে ২০২৫ সাল। জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং আগের চেয়ে ভাল অবস্থা থাকবে। মনে খুশি এবং পরিবারে সুখ আসতে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে ২০২৫ সাল ভাল যাবে। এই বছরটি আপনার জন্য বাড়তি লাভের হবে।
বৃষ- ২০২৫ সালে বৃষ রাশির জাতকদের দারুণ হতে চলেছে। বলা ভালো ২০২৫ তাঁদের কাছে গোল্ডেন টাইম। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। আসছে বছরে প্রচুর ভাল খবর পাবেন। যা আপনার জীবনকে সুন্দর করে তুলবে। আর্থিক সমস্যা দূর হবে এবং লাভের যথেষ্ট সুযোগ থাকবে। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে। নতুন বছর আপনাদের জন্য উন্নতির বছর।
কর্কট – কর্কট রাশির জাতকদের নতুন বছর খুব ভালো হতে চলেছে। এই বছরটি আপনাকে আপনার কর্মজীবনে বহু প্রতীক্ষিত অগ্রগতি দেবে। আপনি আপনার পছন্দের চাকরি, পদ এবং বেতন পাবেন। সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে। খ্যাতি ছড়িয়ে পড়বে বহুদূরে। বিয়ের যোগও রয়েছে।
কন্যা– ২০২৫ সালে কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্য সহায় হবে। যে কাজেই হাত দেবেন না কেন, তা সম্পন্ন হবে। কর্মে অগ্রগতি রয়েছে। নতুন সুযোগ আসবে। সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
বৃশ্চিক– ২০২৫ সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব ভালো যাবে। আপনি বহু বছর ধরে যে সমস্যাগুলির সাথে লড়াই করেছিলেন তার ইতি ঘটবে। কর্মক্ষেত্রে ভালো সময় আসবে। আপনার আয় বৃদ্ধি করে। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আসলে, আপনি সঞ্চয় করতেও সফল হবেন। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে।
মকর – ২০২৫ সাল সাফল্যে ভরপুর হবে মকর রাশির জাতক জাতিকাদের জীবন। আপনার স্বপ্ন পূরণ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে এবং সারা বছর মন খুশি থাকবে। চাকরিজীবীরা নতুন কাজের সুযোগ পাবেন। ব্যবসায় ক্রমাগত লাভ।
মীন– কর্মজীবন ও ব্যবসায় একের পর এক সাফল্য আসবেই। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক লাভের সুযোগ বাড়বে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। নতুন বছর মীন রাশির জাতকদের জন্য সাফল্যে পূর্ণ হবে। এ বছর বাড়ি-গাড়ির সুখ। তবে ভ্রমণ করুন সাবধানে। বিশেষ করে বছরের শুরুর তিনমাস ভ্রমণ করার সময় চোখকান খোলা রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.