Advertisement
Advertisement

স্পাইসি যৌনতায় রাশির গুরুত্ব কতটা?

এক এক রাশির জাতকের সঙ্গে এক এক রাশির জাতিকাই যৌনজীবনে সুখী হন৷

zodiac-sign-sexual-compatibility
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 8:04 pm
  • Updated:June 12, 2018 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতায় সন্তুষ্টি আসে কীভাবে? এর উত্তর সহজ নয়৷ শারীরিকভাবে যৌনতা যেমন এক জটিল প্রক্রিয়া, তেমনই আরও নানাকিছুর যোগ থাকে এই সন্তুষ্টিতে৷ সবথেকে বড় ব্যাপার যৌনতায় শরীরের মতোই মনের ভূমিকাও অনেকখানি৷ সঙ্গী বা সঙ্গিনীর পছন্দ-অপছন্দ, ভাল লাগা-মন্দ লাগা অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করে যৌনতায় সন্তুষ্টির ব্যাপারটা৷ কিন্তু তা জানা যাবে কীভাবে? আপাতভাবে মেলামেশায় কিছুটা আন্দাজ পাওয়া যায় ঠিকই৷ কিন্তু অজানা থেকে যায় আরও অনেক কিছু৷ অথচ রাশি অনুযায়ী দেখলে কিন্তু সহজেই এর আঁচ পাওয়া যায়৷ প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ব্যবহারের নির্দিষ্ট ধরন আছে৷ যৌনতার ক্ষেত্রেও তাঁরাও সেরকমই ব্যবহার করেন৷ তাঁদের প্রত্যাশাও থাকে সেরকম৷  তাই এক এক রাশির জাতকের সঙ্গে এক এক রাশির জাতিকাই যৌনজীবনে সুখী হন৷

রাশি অনুযায়ী এই জুড়ি কীরকম?

Advertisement

 এরিজ ও লিব্রা

এই দুই রাশির জাতক-জাতিকারা খুব এনার্জেটিক প্রকৃতির হয়৷ সুতরাং একে অপরকে এঁরা এ কারণে বেশ পছন্দ করেন৷ যৌনতার ক্ষেত্রেও এঁদের প্রত্যাশা সেরকম৷ ফ্লার্ট করা অন্যদের পছন্দ নাও হতে পারে, কিন্তু লিব্রাদের বেশ মনে ধরে৷ এদিকে এরিজরা আবার ফ্লার্টিংয়ে বেশ পটু৷ অতএব এদের জোড়ি যে যৌনতায় বাজিমাত করবে তা সহজেই অনুমান করা যায়৷

টরাস ও স্করপিও

এরা প্রকৃতিতে একটু মন্থর৷ সব কাজ ধীরেসুস্থে কিন্তু প্যাশনেটলি করতে ভালবাসেন৷ যৌনতার ক্ষেত্রেও এরা সেই পথ নিতেই পছন্দ করেন৷ অর্থাৎ তড়িঘড়ি যৌনতা বা উদ্দাম যৌনতা এঁদের না-পসন্দ৷ বরং ধীরেসুস্থে ফোর প্লে-তে সময় দিতে এঁরা পছন্দ করেন৷ দুই রাশির জাতকরাই যৌনতার আগে রোম্যান্টিক পরিবেশ খুব পছন্দ করেন৷

Sexy-Pillow-Fight-Couple-Boudoir-5-of-15-600x400

জেমিনি ও স্যাজিটেরিয়াস

যৌনতার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ নির্দিষ্ট ঘেরাটোপ ও নির্দিষ্ট স্থান পছন্দ করেন৷ কিন্তু ব্যতিক্রমও আছে৷ কারা বিভিন্ন জায়গায় যৌনতা পছন্দ করেন? এই দুই রাশির জাতকরা৷ আসলে এটাও কিন্তু তাঁদের প্রকৃতিগত কারণেই৷ এই দুই রাশির জাতকরাই একটু স্বাধীন থাকতে বা হটকে কিছু করতে পছন্দ করেন৷ সেই ছায়াই দেখা যায় যৌনতার ক্ষেত্রেও৷ আর তাই বেশিরভাগ মানুষের মতোই এঁরা নির্দিষ্ট একটা জায়গা পছন্দ করেন না, বরং পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন৷

il_570xN.643847422_jie7

ক্যানসার ও ক্যাপ্রিকর্ন

যৌনতার ক্ষেত্রে রাশির গুরুত্ব যে কতখানি তা এই জোড়িকে দেখলেই বোঝা যায়৷ আপাতভাবে এরা শান্ত প্রকৃতির৷ কিন্তু বন্ধ দরজার ওপারে কিন্তু এঁরা যথেষ্ট উদ্দাম হয়ে উঠতে পারেন৷ ক্যানসার রাশির জাতকরা চুপচাপ প্রকৃতির এবং বেশ রহস্যময়৷ যৌনতার ক্ষেত্রে এরা অনেক দূর যেতে রাজি৷ অপরদিকে ক্যাপ্রিকর্নরাও বেশ ‘কিঙ্কি’ প্রকৃতির৷ অর্থাৎ বেশ অন্যরকম সেক্স পছন্দ করেন৷ সুতরাং এ দুয়ের জোড়ি যৌনতায় সুপারহিট৷

Cute-Sexy-Couple-In-Bed

লিও ও অ্যাকুয়ারিয়াস

এঁরা আত্মবিশ্বাসী এবং নিজেদের সত্তায় বিশ্বাস করেন৷ সুতরাং এঁরা একে অন্যকে প্রশংসা করে, নিজেদের সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে৷ যৌনতার ক্ষেত্রেও এঁরা একটু বিলাসিতাই পছন্দ করেন৷

sexy1_2

ভার্গো ও পাইসেস

এই দুই রাশির জাতিকারা এমনিতেই প্রেমিক প্রকৃতির৷ সুতরাং এঁরা পাশাপাশি এলে যৌনতার ক্ষেত্র মসৃণ হয়ে ওঠে৷ দুই রাশির মানুষই এক অপরের ঘনিষ্ঠ হতে পছন্দ করে৷ শরীরের গোপন স্থানে একে অন্যের আগ্রহ থাকে তুঙ্গে৷

তাহলে নিজের রাশি অনুযায়ীই বেছে নিন সঙ্গী বা সঙ্গিনী৷ আর যাঁদের তা নির্বাচন হয়ে গিয়েছে? তাতেও ক্ষতি নেই৷ রাশি অনুযায়ী সঙ্গী-সঙ্গিনীর যৌনতার ক্ষেত্রে প্রকৃতি ও প্রত্যাশাটুকু জেনে নিন৷ নিজেটার জানিয়ে দিন তাঁকে৷ তাতেই সমস্যার সমাধান৷ আসলে একে অন্যকে ঠিকঠাক জেনে নিতে পারলেই যৌনতার ষোলকলায় বাজিমাত৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement