Advertisement
Advertisement

লেখাপড়ায় মনোযোগ কেমন, বলবে রাশিফল

আপনি জানেন কি আপনার লেখাপড়ার উপর গ্রহ-নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে?

What your zodiac sign tells about your reading habit?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 5:19 pm
  • Updated:September 8, 2023 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেখাপড়ায় মনোযোগ প্রত্যেকের এক রকম হয় না৷ কারও লেখাপড়ায় মনোযোগ থাকে বেশি৷ কারও লেখাপড়ার বিশেষ আগ্রহ থাকে না৷ কেউ আবার খুবই চেষ্টা করেন লেখাপড়া করার৷ কিন্তু অমনোযোগী হয়ে পড়েন৷ আপনি জানেন কি আপনার লেখাপড়ার উপর গ্রহ-নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে?  আর সেই প্রভাবেই কখনও লেখাপড়া এবং কেরিয়ারে খুব উন্নতি হয়, কখনও আবার ছাত্রজীবনে বাধা সৃষ্টি হয়৷ জানলে অবাক হবেন, এই গ্রহ-নক্ষত্রের প্রভাব কোন রাশিতে জন্ম, তার উপর বেশ খানিকটা নির্ভর করে৷ তাই আপনার লেখাপড়ায় মনোযোগ কী ভাবে কাজ করে, জেনে নিন এই প্রতিবেদনে৷

জেমিনি, স্যাজিটেরিয়াস, পাইসেস:

Advertisement

এই রাশির জাতক-জাতিকারা পরীক্ষার আগের রাতে লেখাপড়া করতে পছন্দ করেন৷ সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সাজেশন বানিয়ে পড়ে ফেলায় এঁদের তুলনা হয় না৷ চটপট স্টেজে মাত দিতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত৷

ক্যানসার, ভার্গো, ক্যাপ্রিকর্ন:

এই রাশির জাতক-জাতিকারা লেখাপড়ার ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান হন৷ প্রতিদিন নিয়ম করে লেখাপড়া করেন৷ শুধু তাই নয়,  লেখাপড়া করতে তাঁরা ভালবাসেন এবং পড়ার চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷

লিব্রা, এরিস, স্করপিও:

লেখাপড়া নিয়ে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রাথমিক স্তরে আগ্রহ লক্ষ্য করা যায়| কিন্তু অল্প সময় পড়ার পরেই তাঁরা ধৈর্য হারান৷ লেখাপড়া ছেড়ে তখন তাঁরা অন্যান্য বিষয় নিয়ে ভাবতে শুরু করেন৷

টরাস, লিও, অ্যাকোয়ারিয়াস:

লেখাপড়া থেকে যত দূরে থাকা যায়, এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে ততই যেন মঙ্গল৷ এবার বুঝতেই পারছেন লেখাপড়া নিয়ে এঁদের আগ্রহ কতটা?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement