Advertisement
Advertisement

জানেন কি, রেগে গেলে কোন রাশির জাতক-জাতিকা কী করেন?

রাগকে নিয়ন্ত্রণ করতে হলে আগে জানতে হবে এর ধরনটা! রাশি অনুযায়ী একেকজনের রাগের ধরন এবং প্রকাশ একেক রকমের হয়।

What the zodiac signs do specially when they get angry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 11:42 am
  • Updated:September 8, 2023 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাগ বড় অদ্ভুত জিনিস! কখন কী ভাবে কোথায় এ বিস্ফোরণ ঘটাবে, বলা মুশকিল!
আর বিস্ফোরণ ঘটলে?
মন্দ বই ভাল হয় না!
তাই রাগকে আয়ত্তে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।
কিন্তু, রাগকে নিয়ন্ত্রণ করতে হলে আগে জানতে হবে এর ধরনটা! রাশি অনুযায়ী একেকজনের রাগের ধরন এবং প্রকাশ একেক রকমের হয়।
তাই জেনে নিন, আপনার রাগের ধরন ঠিক কেমন!

এরিসaries
এই রাশির জাতক-জাতিকারা চোয়াল শক্ত করে ফেলেন রেগে গেলে। অসম্ভব মাথা গরম হলে জিনিসপত্র ভাঙচুরও করেন এই রাশির ব্যক্তিরা।

Advertisement

টরাসtaurus
অসম্ভব একগুঁয়ে হয়ে ওঠেন টরাসরা মাথা গরম হলে। কাছের মানুষকে এক মুহূর্তে অনেক দূরে সরিয়ে দিতে পারেন রাগ হলে।

জেমিনিgemini
এই রাশির ব্যক্তিরা রেগে গেলে অধৈর্য হয়ে পড়েন। কথার খেই হারিয়ে ফেলেন। রাগ হলে জেমিনিরা বুঝে পান না তাঁদের ঠিক কী করা উচিত। অগত্যা অদ্ভুত ব্যবহার করেন।

ক্যানসারcancer
মাথা গরম হলে এই রাশির জাতক-জাতিকারা খুবই মুডি হয়ে পড়েন। রেগে থাকলে তখন তাঁদের ব্যবহারের মাথামুণ্ডু খুঁজে পাওয়া মুশকিল।

লিওleo
লিওরা এমনিতেও বেশ আগ্রাসী মনোভাবাপন্ন হন। রেগে গেলে তাঁরা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন। এই সময়ে তাঁরা ছোট-বড় জ্ঞান করেন না।

ভার্গোvirgo
মন খারাপ থাকলে ঘ্যানঘ্যান করা এই রাশির জাতক-জাতিকাদের একটা অদ্ভুত অভ্যেস। এই সময় তাঁরা নানা রকম দাবি করতে থাকে নিজের কাছের মানুষের কাছে। সময়, আদর, ঘুরতে যাওয়ার বায়না সেই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য।

লিব্রাlibra
এমনিতে শান্ত স্বভাবের লিব্রারা রেগে গেলে কিন্তু খুবই প্রতিহিংসাপরায়ণ। কোনও খারাপ ব্যবহারকে তাঁরা ভোলেন না। রেগে গেলে তখন বিশেষ বুঝতে না দিলেও, পরবর্তী সময়ে নিজেদের রাগের ফল লিব্রারা শত্রুদের পাইয়ে দেন যথাযথ ভাবে।

স্করপিওscorpio
অধৈর্য হয়ে পড়া এই রাশিদের মুড খারাপ থাকার লক্ষণ। একদম বেপরোয়া হয়ে যান স্করপিওরা রেগে গেলে।

স্যাজিটেরিয়াসsagitarious
রাগ হলে এই রাশির জাতক-জাতিকারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। চরম তার্কিক হয়ে ওঠেন মাথা গরম হলে।

ক্যাপ্রিকর্নcapricorn
এই রাশির মুড অফ ভীষণ ভয়ের কারণ| একবার মাথা গরম হলে তখন এঁরা আর কারও পরোয়া করেন না। যা মনে আসে তাই বলে দেন। তাই বচসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

অ্যাকোয়ারিয়াসaquarious
রেগে গেলে খুব সংযত হয়ে যান এই রাশির মানুষ। মন খারাপ হলে তখন খুব কাছে মানুষের সঙ্গেও অত্যন্ত মেপে কথা বলেন এবং যথেষ্ট তফাৎ রেখে চলেন।

পাইসেসpisces
রেগে গেলে কিংবা মুড খারাপ থাকলে এই রাশির জাতক-জাতিকারা খুবই ধৈর্যচ্যুত হয়ে পড়েন। কোনওরকম যুক্তি তখন তাঁরা মানতে চান না।

বুঝতে পারছেন তো ব্যাপারটা?
তাই একটু ভাল করে লক্ষণগুলো মাথায় রেখে দিন। নিজের এবং অন্যেরও!
দেখবেন, রাগটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সহজ হয়ে এসেছে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement