Advertisement
Advertisement

পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে এই সপ্তাহে, জেনে নিন কী বলছে আপনার রাশিফল?

রইল এই সপ্তাহের রাশিফল।

What is your horoscope in this week
Published by: Bishakha Pal
  • Posted:October 7, 2018 8:34 am
  • Updated:October 7, 2018 9:39 am  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর কথা শুনে চললে সমস্যা সমাধানের সম্ভাবনা। কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কি ও বিবাদ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নতুন কোনও কর্মের দায়িত্ব নিয়ে ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। পারিবারিক পরিবেশ সন্তানের কারণে অশান্ত হওয়ার আশঙ্কা। কোনও বন্ধুর পরামর্শে লাভবান হতে পারেন। কর্মের কারণে দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। নিজের শারীরিক দিকে খেয়াল রাখুন।

 
বৃষ
taurus

অজানা কোনও ব্যক্তির দ্বারা আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। এ সপ্তাহে সব ধরনের কাজে বিশেষ সতর্কতা প্রয়োজন। শারীরিক দিক শুভ। তবে চলাফেরায় সতর্কতা প্রয়োজন। সামাজিক উন্নয়নমূলক কর্মে অর্থদান করতে পারেন। সন্তানের বহুমুখী প্রতিভার বিকাশের কারণে গর্ব ও আনন্দিত হবেন। আর্থিক দিক শুভ। তবে বহুব্যয়ের কারণে সঞ্চয় যোগ নেই বললেই চলে।

 
মিথুন

jemini

কর্মক্ষেত্রের পরিবেশ সামান্য জটিল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, নতুন কোনও কর্মলাভের চেষ্টা সফল হতে পারে। স্বজনদের মধ্যে কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক কোনও সমস্যার সমাধান হবে। গুরুজন স্থানীয় কারও স্বাস্থ্যের অবনতি আপনাকে চিন্তায় রাখবে। বিলাসব্যসনে বহুব্যয়ের কারণে সঞ্চয়নাশের যোগ।

 

কর্কট

cancer

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ। কর্ম পরিকল্পনার সফল বাস্তবায়নের কারণে মানসিক দিক থেকে চাপমুক্ত থাকবেন। আপনার সুস্পষ্ট ও যুক্তিপূর্ণ বক্তব্যের কারণে অন্যের প্রশংসা লাভ করতে পারেন। পারিবারিক পরিস্থিতির দিকে নজর রাখুন। সন্তানের চঞ্চল মানসিকতা আপনাকে চিন্তায় রাখতে পারে। একাধিক উপায়ে এ সপ্তাহে অর্থাগমের যোগ রয়েছে। সঞ্চয় যোগ ভালই।

 
সিংহ

leo

কর্মক্ষেত্রে বহুব্যস্ততা আপনাকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত করতে পারে। পিতার বার্ধক্যজনিত অসুস্থতা থেকে মুক্তিলাভের কারণে উদ্বেগ দূর হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য আপনাকে গর্বিত ও আনন্দিত করবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয়ে মানসিক আনন্দ। আয়ের ক্ষেত্র বেশ ভাল তবে ব্যয়বাহুল্যেরও যোগ রয়েছে। বাড়িতে আত্মীয় সমাগমে আনন্দ। দেবদ্বিজে ভক্তি বৃদ্ধি।

 
 
কন্যা

virgo

আইনি জটিলতাগুলো এড়িয়ে চলা প্রয়োজন। এ সপ্তাহে যে কোনও কাজেই সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মীরা যতই উত্ত্যক্ত করুক না কেন মাথা ঠান্ডা রেখে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। পারিবারিক পরিবেশ অনুকূল। ব্যবসায়ীরা নতুন নতুন যোগাযোগের দ্বারা লাভবান হতে পারেন। নারী জাতিকাদের প্রেমজ যোগাযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি বেশ শুভ।

 
তুলা

libra

ব্যবসায়ীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে সাফল্য আশা করা যায়। সরকারি চাকরিজীবীদের ব্যস্ততা বৃদ্ধি ও বহুভ্রমণযোগ দেখা যায়। পারিবারিক শান্তি বৃদ্ধি ও স্ত্রীর বুদ্ধির দ্বারা সাংসারিক সমৃদ্ধির বিকাশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে পারেন। নতুন কোনও বাসগৃহ অথবা জমি কেনার পরিকল্পনা সফল হতে পারে। নিজের শারীরিক দিক শুভ।

 
বৃশ্চিক

scorpio

অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের আশঙ্কা। হৃদরোগীদের এ সপ্তাহে সতর্কতা প্রয়োজন। পারিবারিক শান্তির অভাব পরিলক্ষিত হয়। নিকটজনের মন্দ ব্যবহার আপনাকে মানসিকভাবে ব্যথিত করবে। কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী চললে সাফল্য নিশ্চিত হবে। একাধিক উপায়ে অর্থাগমের যোগ রয়েছে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন।

 
ধনু

saggetarius

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব রেখে চলুন। অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব এড়িয়ে যাওয়াই ভাল। পারিবারিক দিক শুভ হলেও স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। বিতর্কিত পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি আপনাকে খুশি করবে। এ সপ্তাহে দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

 
 
মকর

capricorn

স্বজনদের মধ্যে কারও ব্যবহারে অসঙ্গতি আপনাকে মানসিক দিক থেকে ব্যথিত করবে। নতুন কোনও কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। এ সপ্তাহে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয়নাশের যোগ রয়েছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজরদান  প্রয়োজন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি পরামর্শ নিতে হতে পারে। বকেয়া টাকা উদ্ধারে বিলম্বের কারণে উদ্বেগ।

 
কুম্ভ

aquarius

শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। কর্মক্ষেত্রে এ সপ্তাহটিতে তেমন কোনও পরিবর্তন দেখা যায় না। পারিবারিক দিক শুভ। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। কর্মপ্রার্থীদের এ সপ্তাহে নতুন কোনও খবর অাশান্বিত করতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তদের এ সপ্তাহে স্বীকৃতি ও সম্মানলাভের যোগ আছে। আর্থিক দিক বেশ শুভ।

 
মীন

pisces

কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি। এ সপ্তাহে একাধিক উপায়ে অর্থাগমের যোগ দেখা যায়। অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে কোনও বিশেষ সুযোগ হাতছাড়া করতে পারেন। নারীজাতিকাদের এ সপ্তাহটি কোনে শুভ খবর বয়ে আনতে পারে। বাহন চালকদের এ সপ্তাহে সতর্কতা প্রয়োজন। বহুদিনের হারানো কোনও দামি দ্রবে্যর পুনরুদ্ধার হতে পারে। মানসিক জটিলতা পরিত্যজ্য।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement