Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope Update

৮-১৪ জানুয়ারির Horoscope: কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বৃষ রাশির জাতকরা, সপ্তাহটি কেমন কাটবে আপনার?

মকর রাশির জাতকদের কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Weekly Horoscope Update for 8 to 14 January 2023 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 8, 2023 10:39 am
  • Updated:January 8, 2023 10:41 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। দাম্পত‌্য ক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। এ সপ্তাহে ভ্রমণের সুযোগ আসবে। তবে জঙ্গলে ভ্রমণ না করাই শ্রেয়। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৃষ

taurusকর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। এই সময় ধৈর্য্য ধরে চলতে হবে। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। এই রাশির জাতক-জাতিকাদের বন্ধুভাগ‌্য ভাল বলেই দেখা যাচ্ছে সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা। দ্বিচক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সপ্তাহের মধ‌্যভাগে বিনিয়োগের ব‌্যাপারে সতর্ক হতে হবে। প্রতারকের পাল্লায় পড়ে অর্থনাশের সম্ভাবনা।

মিথুন

jeminiসপ্তাহটি পেশাদারদের জন‌্য খুবই শুভ। এই সময় বিভিন্ন সূত্রে অর্থ হাতে আসতে পারে। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। কর্মক্ষেত্রে আপনি-আপনার ব‌্যবহারেও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন। জমি-জমার বিনিয়োগ করা এই সময় লাভদায়ক হবে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে।

কর্কট

cancer রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পরিবারের অন‌্যায় আবদার সবসময় মেনে নেবেন না। নিজের রোজগারের মধ্যে সংসার চালানোর চেষ্টা করুন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। আগামিদিনে উন্নতি অনস্বীকার্য। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। বন্ধুর সঙ্গে সামান‌্য কারণে মতবিরোধের জন‌্য সম্পর্ক নষ্ট হতে পারে।

সিংহ

leoএই সপ্তাহে নতুন উদ‌্যমে ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পারিবারিক কারণে মানসিক অস্থিরতা কাজের বড় ক্ষতি করতে পারে। গোপন শত্রু কর্মক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার মধুর ব‌্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছে সম্মান পাবেন। সপ্তাহের মধ‌্যভাগে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠীবিচার করে নেবেন।

কন্যা

virgoনিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। স্ত্রীর স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভাল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। পিতার সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন।

তুলা

leoকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। পিতার শরীর এই সময় খুব একটা ভাল যাবে না। তবে বড় কোনও দুর্ঘটনার যোগ নেই। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। অত‌্যধিক লোভ সম্বরণ করুন। না হলে আগামিদিনে সমস‌্যায় পড়তে পারেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন।

বৃশ্চিক

scorpioপূর্ববর্তী সপ্তাহের তুলনায় আর্থিক পরিস্থিতির এই সপ্তাহে উন্নতি হবে। দ্বিমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য সপ্তাহের শেষের দিকে অর্থে টান পড়তে পারে। ব‌্যবসায়ীরা মানসিক শান্তির জন‌্য ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপ মেনে নেবেন না। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে।

ধনু

saggetariusএই সপ্তাহে আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। যাঁরা কর্মক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে কাজ করেন তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। এই সময় মিথ‌্যা অপবাদের সম্ভাবনা রয়েছে। হস্তশিল্পীরা তাঁদের শিল্প সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন।

মকর

capricornএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মজীবনে পরিবর্তন লক্ষ‌ করা যায়। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কন‌্যা-সন্তানের বিবাহ ঠিক করার আগে ভাল করে খেঁাজখবর নিয়ে নেবেন। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। এ সময় তাঁরা ছোটখাটো ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। বয়স্ক বাবা-মার একাকীত্বের জন‌্য কিছুটা সময় তাঁদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। বন্ধুকে সাহায‌্য করতে গিয়ে বড় কোনও সমস‌্যায় পড়তে পারেন। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফল্যের জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে।

মীন

piscesএই রাশির অধিপতি বৃহস্পতি। এই সময় সংসারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। বহুদিন ধরে চলা দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। এই রাশির জাতক-জাতিকার অর্থ রোজগারের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। কর্মক্ষেত্রে অন‌্য সহকর্মীদের সঙ্গে কোনও সমালোচনায় অংশ গ্রহণ করবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement