Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত Horoscope: পুজোর এই সপ্তাহ কেমন কাটবে? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Weekly Horoscope from 6th October to 12th October
Published by: Suparna Majumder
  • Posted:October 6, 2024 9:00 am
  • Updated:October 6, 2024 9:00 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কল‌্যায় রবি, বুধ এবং কেতু, তুলায় চন্দ্র ও শুক্র, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু। ৯ অক্টো. বেলা ১২.৩৪ মিঃ বৃহস্পতি বক্রী হবেন। ১০ অক্টোবর বুধ তুলায় প্রবেশ করবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। এই সময়ে শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা আসতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পাবেন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। পরিবারে নিজের মতামত সবার উপর চাপিয়ে দেবেন না। এই সময় অপচয় কমিয়ে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ের দিকে নজর দিন।

Advertisement

বৃষ

taurusসপ্তাহটি উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। কতিপয় ব্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে- চলুন। এই সময় কলেজ-পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। এই সময় জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। ভালো কোনও যোগাযোগে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি। নিজের উদাসীনতার জন‌্য ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে।

মিথুন

jeminiএই সপ্তাহে আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ধরা দেবে। সন্তানের ভিন রাজ্যে কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা। লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। পৈত্রিক সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। নিজের অভিজ্ঞতা ও কর্মকৌশল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাষিভাইরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে।

কর্কট

cancerসপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ‌্য খুব একটা ভালো যাবে না। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। কর্মপ্রার্থীদের জন‌্য কোনও সুখবর আসতে পারে। মধ‌্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধ্যে স্বাস্থ‌্য পরীক্ষা করান। ব‌্যবসায়ীদের ঋণসংক্রান্ত সমস‌্যার জন‌্য উদ্বেগ থাকতে হতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফললাভ। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য কাজের প্রতি অনীহা আসতে পারে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। শ্বশুরকুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পারিবারিক বিবাদের জন‌্য ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না।

সিংহ

leoখরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে সন্তানের স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। চাকরীজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিবাদ বহুদূর গড়াতে পারে। আপনার সন্তানের উন্নতি দেখে নিকট আত্মীয়রা ঈর্ষান্বিত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। অসময়ের জন‌্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মজীবনে কিছু সমস‌্যা থাকলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে।

কন্যা

virgoএই সপ্তাহে নতুন উদ‌্যমে ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। চিকিৎসক, অধ‌্যাপক ও অাইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠীবিচার করে নেবেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। দংশক প্রাণী থেকে সাবধানে থাকুন। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে।

তুলা

leoকর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগের জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ আদালত পর্যন্ত যেতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা মুনশিয়ানার সুবাদে বৃহৎ সংস্থায় কাজের খোঁজ পাবেন। নিতান্তই খুব প্রয়োজন না হলে সন্তানদের দূরবর্তী স্থানে পাঠাবেন না। খাওয়াদাওয়ার ‌ব‌্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।

বৃশ্চিক

scorpioকর্ম পরিবর্তনের জন‌্য সময়টি শুভ। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মানসম্মান বাড়িয়ে তুলুন। সন্তানদের অন‌্যায় আবদার কখনও মেনে নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন‌্য সময়টি শুভ। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। মাতৃস্থানীয়া কারওর সঙ্গে মতবিরোধ হতে পারে। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারওর স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ।

ধনু

saggetariusব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য চাকরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। এই সময় দূরে বদলির সম্ভাবনা। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন‌্য বিদেশযাত্রার যোগ। এই সময় কর্মপরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সময়টি শুভ। কর্মপ্রার্থীরা নতুন পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন।

মকর

capricornশিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে সাফল‌্য ধরে রাখতে পারবেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান। ছোট সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর দিকে নজর দিন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। আপনার বিপদে ভাইবোনদের কাছ থেকে সাহায‌্য পাওয়ার আশা রাখবেন না।

কুম্ভ

aquariusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকাদের মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দান-ধ‌্যান করতে হতে পারে। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। তীর্থভ্রমণের জন‌্য সময়টি শুভ। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। অবিবাহিতরা নতুন সম্পর্ক জড়িয়ে পড়তে পারেন। বন্ধুবান্ধবকে এই সময় অর্থ ধার না দেওয়াই শ্রেয়। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে।

মীন

piscesকর্মজীবনে আপনার ব‌্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। লটারি ফাটকা ব‌্যবসায় কোনও রকম বিনিয়োগ করবেন না। চাকরি প্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন গৃহ, জমি ক্রয়ের আগে কাগজপত্র ভালো করে দেখে নেবেন। যানবাহন চালকেরা অতীব-সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। হঠাৎ গৃহে অতিথির আগমন হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement