আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, মিথুনে বক্রী মঙ্গল, কন্যায় কেতু, বৃশ্চিকে চন্দ্র, মকরে রবি ও বুধ, কুম্ভে শনি ও শুক্র এবং মীনে রাহু। ২৮ জানু দিবা ৭.০৩ মিঃ শুক্র মীনে প্রবেশ করবে।
সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামীদিনে পরিস্থিতি ভালো হবে। নতুন ব্যবসা করার সুযোগ আসবে তবে বুঝেশুনে ব্যবসা শুরু করবেন। যঁারা সমাজজীবনে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। নব-বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। বড় আর্থিক লেনদেন করার আগে সব দিক বিবেচনা করে নেবেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সঙ্গীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়।
এই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে উন্নতির সম্ভাবনা। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফলে তাদের কাজের বিস্তার করবে। অত্যধিক কাজের চাপের জন্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। সপ্তাহের মধ্যভাগে কোনও শুভ সংবাদ পেতে পারেন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। খুচরো ব্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি শুভ।
এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি খুব বেশি আশা করবেন না। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপরে করবেন না। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগের আগে ভাল করে চিন্তা-ভাবনা করে নেওয়া উচিত। দংশক প্রাণীর থেকে সাবধানে থাকুন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। প্রতিবেশীর সঙ্গে চলা বহুদিনের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না।
কর্মক্ষেত্রে গোপন শক্র সম্পর্কে সচেতন ও সাবধান থাকতে হবে। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, কফ ও ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। নতুন যানবাহন কেনার জন্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। ছোট-সন্তানের জন্য এখন থেকে পরিকল্পনা তৈরি করুন। বন্ধু-বান্ধবের উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। এই সপ্তাহে বিভিন্ন বাধার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়।
গতানুগতিকভাবে সপ্তাহটি চলবে। এই রাশির জাতক-জাতিকাদের নিজের স্বাস্থে্যর দিকে আরও যত্নবান হতে হবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিরোধ বহুদূর অবধি গড়াতে পারে। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। অতিরিক্ত ভাবাবেগের জন্য অনেক সময় কষ্ট পেতে পারেন। এই সময় চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থলাভ হবে অনেক বেশি। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না।
সপ্তাহের শুরুতে পারিবারিক সম্পত্তি থেকে আয় হবার সম্ভাবনা। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। ব্যবসায়ীদের ব্যবসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা। বাবা-মার একাকীত্ব দূর করবার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। কর্মরত মহিলাদের জন্য সপ্তাহটি শুভ। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকে বিশেষ নজর দিতে হবে। সব সময় নিজের মতামত অনে্যর উপর চাপিয়ে দেবেন না। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। অনে্যর কথায় কোনও বেনামী সংস্থায় কোনও বিনিয়োগ করবেন না।
এই রাশির গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। দ্বিচক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আও আসবে।
সপ্তাহটি পেশাদারদের জন্য খুবই শুভ। কর্মক্ষেত্রে আপনি আপনার ব্যবহার ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন। বন্ধুবান্ধরের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের রোজগারের মধ্যে সংসার চালানোর চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য জাতকের স্বাস্থ্যহানি হতে পারে। গোপন শত্রু কর্মক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।
কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি। সরকারি চাকরিতে অন্য শহরে বদলি হওয়ার যোগ। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ব্যবসায় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। সন্তানদের লেখাপড়া ও পরীক্ষার ফল আপনার আনন্দের কারণ হবে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। জমি-জমা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হাতে বাড়তি অর্থ আসতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উর্পাজন হতে পারে।
নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। অংশীদারী ব্যবসায় অংশীদারের অসততায় ব্যবসায় অধোগতি। সড়কপথে ভ্রমণ এড়িয়ে চলুন। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও আপনার শ্রম ও বুদ্ধির বলে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে, সন্তানের ভিন রাজ্যে বদলি হওয়ার সম্ভাবনা। বয়স্করা ঘরে-বাইরে সাবধানে থাকুন। নিজের উদাসীনতার জন্য ভালো কোনও- সুযোগ হাতছাড়া হতে পারে।
সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। সমাজে উচ্চপদস্থ ব্যক্তির বদান্যতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। অপরের উপকার করার সময় ভালমন্দ বিচার করে নিন। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। নব-বিবাহিতদের একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। সপ্তাহের শেষে শ্বশুরকুল থেকে আর্থিক আনুকূল্য লাভের যোগ প্রবল। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তিতে থাকার চেষ্টা করুন।
এই রাশির এই সপ্তাহে ধনাভাব অতিশয় শুভ। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন্য ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। স্ত্রীর স্বাস্থ্য এই সময় ভালো যাবে না। স্বাধীন পেশাগত ক্ষেত্রে অর্থ-সমস্যা সাময়িক। আগামিদিনে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.