আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন্যায় কেতু ও চন্দ্র, ধনুতে বুধ, মকরে রবি, কুম্ভে শনি ও শুক্র এবং মীনে রাহু। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। অংশীদারি ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা। কন্যা সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করুন। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না।
কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কিছু করার চেষ্টা করুন। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতরা কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাবার সুযোগ আসতে পারে। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন।
খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব্যবসায় কোনও কর্মচারীর জন্য লোকসান বাড়তে পারে। ভাইবোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব্যবহারে মানসিক ক্লেশ। যানবাহনের চালকদের গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। বয়স্ক জাতক-জাতিকারা পথেঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অংশীদারী ব্যবসায় এখনই মোটা টাকা বিনিয়োগ করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা থাকবে।
বিগত সপ্তাহগুলির ন্যায় এই সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক শান্তি। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে্য তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। পরিবারের একাকীত্ব দূর করার জন্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। এই সময় সর্দিকাশি, জ্বরজারিতে কষ্ট পেতে পারেন।
ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেন নিয়ে সমস্যায় পড়তে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। এই সময় লটারি বা শেয়ারে বিনিয়োগ না করাই শ্রেয়। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্-বিতণ্ডায়- জড়িয়ে পড়বেন না। পশুপালন ও মৎস্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। খেলাধুলায় আপনার কন্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। অতিরিক্ত মুনাফা হাতে আসবে। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। জমি, ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের বরাত মিলতে পার। গৃহশান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন।
এই সপ্তাহে আপনার জন্মদিন হলে নিকট আত্মীয়ের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্যের জেরে বাবা-মার সঙ্গে সব সম্পর্ক নষ্ট হতে পারে। একাধিক উপায়ে সপ্তাহের মধ্যভাগে আয়বৃদ্ধির সুযোগ এলেও নিজের অবহেলায় সেই সুযোগ নষ্ট করবেন না। অর্থ উর্পাজনের জন্য অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্বাস্থ্যহানি হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল্য আসবেই। বয়স্করা কিডনি ও মূত্রজনিত রোগে কষ্ট পেতে পারেন। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগবৃদ্ধি। সংসারে সুখশান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেবেন না।
সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উর্পাজন হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। ব্যবসায়ে আয়বৃদ্ধির সম্ভাবনা। স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য বিনিয়োগ করা যেতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করা দরকার। আপনার ভালমানুষি পরিবারের অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর প্রচেষ্টায় একাধিক উপায়ে উর্পাজনের সুযোগ আসবে। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন।
সপ্তাহের প্রারম্ভে ভবিষ্যতের জন্য অর্থসঞ্চয়ে মন দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে। সৃজনশীল কাজে উন্নতি। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অগ্রসর হতে পারেন। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। আয় ভালো হবে, ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। জীবনযাত্রার মান উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে মাওয়ার চেষ্টা কর করুন।
সপ্তাহটি আপনাকে শুভাশুভ ফল প্রদান করবে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভালো। তাদের সহায়তায় অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সন্তানের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে অশান্তি দেখা দেওয়ার জন্য আপনার মানসিক অস্থিরতা বাড়বে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। অকারণে প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। বয়ঃসন্ধির সন্তানের উদ্ধত আচরণ কখনওই সমর্থন করবেন না।
কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক এই সময় খুলতে পারে। এই সময় কর্মে উন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। অতিরিক্ত পরিশ্রমের জন্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সুস্থ থাকার জন্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে। এই সময় কিছু প্রাপ্তিযোগের লক্ষণ দেখতে পাওয়া যায়।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.