Advertisement
Advertisement
Weekly Horoscope

১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত Horoscope: চাকরিস্থানে ভালো খবর মেষ রাশির জন্য, আপনার ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Weekly Horoscope from 12th January to 18th January 2025
Published by: Biswadip Dey
  • Posted:January 12, 2025 10:15 am
  • Updated:January 12, 2025 10:16 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন‌্যায় কেতু, ধনুতে রবি ও বুধ, কুম্ভে শনি, শুক্র ও চন্দ্র এবং মীনে রাহু। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। অংশীদারি ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা। কন্যা সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করুন। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না।

Advertisement

বৃষ

taurusএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পরেন। ঠিকাদারী ব্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বন্ধু-বান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ করা যায়। পরিবারে কারও চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

মিথুন

jeminiসপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখাতে পারেন।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকারা নিজের শরীরের ব্যাপারে যত্নবান হোন। নতুন ব‌্যবসা শুরু করার জন্য সময়টি উপযুক্ত। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। মায়ের স্বাস্থে‌্যর অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। দুর্জন প্রতিবেশীর সঙ্গ ত‌্যাগ করুন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যার মুখে পড়তে পারেন। বয়স্কদের সামাজিক কাজে থাকার জন‌্য সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুর বিপদে সাহায‌্য করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অপরিচিত ব‌্যক্তির পরামর্শে কোনও অর্থ বিনিয়োগ না করাই ভালো। স্ত্রীর কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা।

সিংহ

leoকর্মে পদোন্নতি, তবে আর্থিক উন্নতি এই সময় খুব একটা ভালো হবে না। ব্যবসায়ীদের অতিরিক্ত ঋণের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। ছোটোখাটো সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মত-বিরোধের জন্য গৃহত্যাগ করতে হতে পারে। ব্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ লক্ষ করা যায়। স্ত্রীর রূঢ় আচরণের জন্য দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের উপযুক্ত মূল্য পাবেন। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা।

কন্যা

virgoসপ্তাহের প্রারম্ভে দ্বিমুখী আয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। অংশীদারি ব্যবসায় অংশীদারের অসততায় ব্যবসায় অধোগতি। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা বিকল্প উপার্জনের পরিকল্পনায় সফল হতে পারেন। শারীরিক সমস্যার জন্য ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। সন্তানদের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। সপ্তাহের শেষে স্ত্রীর বিলাসিতার জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন।

তুলা

leoকর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও আপনার শ্রম ও বুদ্ধির বলে আপনার সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। ব‌্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। পিতার শরীর খুব একটা ভালো যাবে না। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। বয়স্করা ঘরে-বাইরে সাবধানে থাকুন। নিজের বিবাহিত জীবনে বহু ঘাত-প্রতিঘাত থাকলেও আগামিদিনে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। কলকারখানায় কর্মরত কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কর্মপ্রার্থীদের জন‌্য সময়টি শুভ। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। আপনার ভালোমানুষি অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। বাইরের ঝামেলার মধে‌্য নিজেকে জড়াবেন না। ব‌্যবসায় কোনও কর্মচারী আপনাকে বিপদে ফেলতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। অাপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন‌্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। অনে‌্যর প্ররোচনায় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবেন না। সপ্তাহের মধ‌্যভাগে আর্থিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। এই সময় আপনার কর্মপরিবর্তনের সুযোগ এলেও কর্ম পরিবর্তন না করাই শ্রেয়।

ধনু

saggetariusচাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রী তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। সন্তানের কৃতিত্বে আপনার মুখ উজ্জ্বল হবে। ঘরে-বাইরে কথাবার্তায় সংযম বজায় রাখুন। অার্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে তবে ব‌্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। ব‌্যবসায়ীদের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মপ্রার্থীদের ভালো কাজের সুযোগ পেলেও নিজের উদাসীনতার জন‌্য হাতছাড়া হতে পারে। রাজনীতিবিদরা এই সময় সতর্ক থাকবেন। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। ভাই-বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ।

মকর

capricornএই সপ্তাহে নতুন উদ‌্যমে ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ করা যায়। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। মায়ের স্বাস্থে‌্যর অবনতির জন‌্য মানসিক ক্লেশ।

কুম্ভ

aquariusআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জনহিতকর কাজে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারেন। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান।

মীন

piscesটাকা-পয়সার ব্যাপারে সতর্ক থাকুন। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নব-বিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তঁাদের সাফল্য ধরে রাখতে পারবেন। ছেলে-মেয়েদের লেখাপড়ায় গাফিলতি ও অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। সপ্তাহের শেষের দিকে আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত ব্যয় করবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement