Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

১১-১৭ ডিসেম্বর Horoscope: আর্থিক সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতকরা, বাকিদের সপ্তাহ কেমন কাটবে?

অপ্রত্যাশিত প্রাপ্তিযোগের সম্ভাবনা কুম্ভরাশির জাতকদের।

Weekly Horoscope for 11 to 17 December
Published by: Paramita Paul
  • Posted:December 11, 2022 11:02 am
  • Updated:December 11, 2022 11:05 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1 চাকরি বা ব‌্যবসা যাই করুন না কেন, এই সপ্তাহে সতর্কভাবে থাকবেন। গোপন শত্রু ক্ষতি করবার চেষ্টা করবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার সুযোগ আসবে। অত‌্যধিক কাজের চাপের জন‌্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন।

Advertisement

বৃষ

taurusভাল-মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। সপ্তাহের শুরুতে আর্থিক পরিস্থিতি কিছুটা খারাপ হলেও আগামিদিনে উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের ফল উপভোগ করতে পারবেন। সন্তানের কর্মজীবন গড়তে খুবই পরিশ্রম করতে হবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় তীর্থযাত্রায় যেতে পারেন। এই সময় শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের শেষে খরচ নিয়ন্ত্রণে রাখুন।

মিথুন

jemini

সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই সময় শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালই হবে। ঘরোয়া সমস‌্যার জন‌্য মন চঞ্চল থাকবে। কর্মপ্রার্থীদের ভাল চাকরির সুযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাঁদের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। পিতা-মাতার স্বাস্থ‌্য খুব একটা ভাল যাবে না। সপ্তাহের মধ‌্যভাগে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।

কর্কট

cancerসপ্তাহের শুরুতে বন্ধুর সহায়তায় ব‌্যবসার অগ্রগতি। দাম্পত‌্য জীবনে অশান্তি থাকলেও সন্তানের ভবিষ‌্যতের কথা ভেবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রীর কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। ব‌্যবসায় কর্মচারীর অসততার জন‌্য লোকসান বৃদ্ধি পেতে পারে। পৈত্রিক বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে।

সিংহ

leo

ব‌্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। সংসারে সুখশান্তি বজায় থাকবে। পিতামাতার প্রতি কর্তব‌্য করলেও তাঁদের দিক থেকে সব সময় ভাল ব‌্যবহার পাবেন না। সন্তানের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। নিজের ও পরিবারের বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের খেল নৈপুণ্যের জন‌্য নামী সংস্থায় সুযোগ পেতে পারেন।

কন্যা

virgo

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে। এই সময় দ্বিমুখী আয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় কর্মচারীর দায়িত্বহীনতার জন‌্য লোকসান বৃদ্ধি। নব-বিবাহিতরা প্রেম ও ভালবাসার মাধ‌্যমে জীবন উপভোগ করুন। নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন। স্ত্রীর মিথ‌্যা অপবাদের জন‌্য শ্বশুরকুলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

তুলা

leoসপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। তবে অর্থনৈতিক উন্নতি খুব একটা ভাল হবে না। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য এখনই কর্মক্ষেত্র পরিবর্তনের চেষ্টা করা দরকার। পিতা-মাতা কারও অসুস্থতার জন‌্য ভ্রমণে বাধা। রাজনীতিবিদদের জনহিতকর কাজের মাধ‌্যমে মান-মর্যাদা বৃদ্ধি।

বৃশ্চিক

scorpio

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা একটু সাবধানে সপ্তাহটি কাটাবেন। সন্তানের পড়াশোনায় অাশানুরূপ সাফল্যের জন‌্য মানসিক শান্তি। দাম্পত‌্যজীবন সুখের হলেও কিছু সমস‌্যা থাকবে। চিকিৎসক, আইনজ্ঞ ও শিক্ষকদের জন‌্য সপ্তাহটি শুভ। বন্ধু জগতে কোনও বন্ধুর আচরণে দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।

ধনু

saggetariusবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় ব‌্যবসায়িক সমস‌্যার সমাধান খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে উদ্ধত আচরণ কর্তৃপক্ষ মেনে নেবে না। গৃহ-সংক্রান্ত মামলার রায় আপনার অনুকূলে যেতে পারে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি লাভ করতে পারবেন।

মকর

capricornনিজের ও পরিবারের ভোগ-বিলাসে খরচ করার জন‌্য ব‌্যবসায় অর্থাভাব দেখা দিতে পারে। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। কর্মপ্রার্থীরা নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। স্ত্রীর প্রচেষ্টার জন‌্য বাড়িতে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। পৈত্রিক বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য অধিক ব‌্যয় হতে পারে। নতুন যানবাহন চালানোর আগে ভালভাবে প্রশিক্ষণ নিয়ে নেবেন।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। ব‌্যবসায় ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন। বন্ধুর বিরূপ আচরণের জন‌্য সম্পর্কের অবনতি। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধের জন‌্য বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অর্থ উপার্জন করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। দাম্পত‌্য জীবনে ছোটখাটো সমস‌্যা থাকবে।

মীন

pisces

ব‌্যবসায় উত্থান-পতন থাকলেও আগামিদিনে উন্নতি লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীরা এই সময় নতুন কাজের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। পরিবারে কারও প্ররোচনায় অত‌্যধিক লোভের জন‌্য বড় বিপদে পড়তে পারেন। বয়ঃসন্ধির সন্তানদের দিকে বাড়তি নজর রাখুন। কর্মক্ষেত্রে কোনও বিতর্কিত বিষয় নিয়ে অালোচনা করবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement