Advertisement
Advertisement

Breaking News

ভাল-মন্দ মিশিয়ে কাটবে এই সপ্তাহ, কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

জেনে নিন এই সপ্তাহের রাশিফল।

This week’s Horoscope
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 9:23 am
  • Updated:September 8, 2023 6:12 pm  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটের উপর এই সপ্তাহে সব রাশিরই ভাল যোগ রয়েছে। তবে কোনও কোনও রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কারওর আবার ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে কেমন কাটবে এই সপ্তাহের রাশিফল?

Advertisement
 
মেষ
aries1

শারীরিক দিকে নজরদানের প্রয়োজন, শারীরিক কারণে কোনও কর্ম পরিকল্পনা পিছিয়ে যেতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়ের যোগ। গৃহে নতুন সন্তানের আগমন অথবা বর্তমান সন্তানের কৃতিত্বে গর্ব ও পারিবারিক আনন্দ। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। বিলাসব্যসনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কোনও শুভ সংবাদ আপনাকে আনন্দিত করবে।

 
 
বৃষ
taurus

কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির কারণে মানসিক চাপে থাকতে পারেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি যথেষ্ট শুভ হতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারে। দাম্পত্য জীবনে সমঝোতার বৃদ্ধি ও সাংসারিক সমৃদ্ধির যোগ রয়েছে। গুরুজন স্থানীয় কারও অসুস্থতার কারণে ব্যয় ও উদ্বেগ দুই-ই বৃদ্ধি পেতে পারে। নিজের স্বাস্থ্য চলনসই।

 
 
মিথুন

jemini

উত্তেজক পরিবেশ এড়িয়ে চলাই ভাল। এ সপ্তাহে কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর অসহযোগিতা আপনাকে বিব্রত করবে। তৃতীয় কোনও ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তির ছায়া দেখা দিতে পারে। সন্তানের সাফল্যে আনন্দিত ও গর্বিত হবেন। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসতে পারে। আর্থিক দিক মোটামুটি হলেও বহু ব্যয়ের কারণে সঞ্চয় সম্ভব নাও হতে পারে।

 

 
কর্কট

cancerকর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপে থাকতে পারেন। আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। শারীরিক দিক থেকে চিন্তার কোনও কারণ নেই। তবে আচমকা চোট-আঘাত পেতে পারেন। পুরনো কোনও পারিবারিক বিরোধের অবসান আপনাকে স্বস্তি দেবে। ধর্ম-কর্মে আগ্রহ বৃদ্ধির যোগ।

 
 
সিংহ

leoপৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ মিটে যেতে পারে। এ সপ্তাহে জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সাংসারিক দায়িত্ব পালনে ব্যস্ততা বাড়তে পারে। স্ত্রীর শারীরিক অবস্থার পরিবর্তন আপনাকে উদ্বেগে রাখবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ স্থগিত রাখাই ভাল। সরকারি কর্মচারীরা অপ্রত্যাশিত বদলির খবর পেতে পারেন।

 
 
 
কন্যা

virgo

শারীরিক অবস্থায় উন্নতি তবে চলাফরায় সতর্কতার প্রয়োজন। পুরনো কোনও ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে ত্রুটি রাখবেন না। বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে দায়িত্বশীলতার প্রয়োজন দেখা যায়। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক সমস্যার সমাধান।

 
 
তুলা

libra

পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তা থাকতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে পারেন। হৃদরোগীদের এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবেন। নারীদের প্রেমে যোগ রয়েছে। সপ্তাহের শেষে বকেয়া পাওনা ফেরত পেতে পারেন।

 
 
বৃশ্চিক

scorpio

চলাফেরায় সতর্ক থাকুন। আচমকা চোটা পেতে পারেন। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ রয়েছে। প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতি আপনাকে খুশি করবে। ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে এবং নতুন যোগাযোগে উৎসাহ পাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। গুরুজনের পরামর্শে লাভবান হবেন।

 
ধনু

saggetarius

শরীর নিয়ে বিব্রত থাকতে পারেন। কর্মক্ষেত্রে কিছু পড়ে থাকা কাজ নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। পারিবারিক দিক শুভ। সন্তানের সাফল্যের যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কেউ বিপদে পড়তে পারেন। বেকারদের নতুন চাকরির যোগাযোগ আসতে পারে।

 
 
 
মকর

capricorn

কর্মস্থলে ব্যস্ততার বাড়বে। অতিরিক্ত পরিশ্রমের কারণে এ সপ্তাহে শারীরিক ক্লান্তি ও অবসন্ন বোধ করতে পারেন। পারিবারের দিকে খেয়াল রাখুন। প্রিয়জনের মন্দ ব্যবহার আপনাকে ব্যথিত করতে পারে। আর্থিক দিক শুভ হলেও বহু ব্যয়ের কারণে চিন্তা বজায় থাকতে পারে। উত্তেজক পরিবেশ এড়িয়ে চলাই ভাল। রক্তচাপের হেরফেরে শারীরিক সমস্যা হতে পারে।

 
 
কুম্ভ

aquarius

পরিবারে কোনও সদস্যের শারীরিক অবস্থার হানি আপনার উদ্বেগ বৃদ্ধি করতে পারে। বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে হতে পারে। এ সপ্তাহে কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। পেশাদারদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বেশি রোজগারের যোগ রয়েছে। সন্তানের মতিগতি আপনাকে উদ্বেগে রাখবে।

 
 
মীন

pisces

ছোট ব্যবসায়ীদের লাভ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধান আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত করবে। অংশীদারি ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। কর্মস্থলে ব্যস্ততা বজায় থাকলেও পাওনা আদায়ে বিলম্বের কারণে চিন্তায় পড়তে পারেন। ভাই বা বোনের কোনও সুখবর আপনাকে আনন্দিত করবে। নিজের শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। কথাবার্তায় সংযমের প্রয়োজন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement