Advertisement
Advertisement

রাশিফলেই লুকিয়ে প্রিয় ফ্লেভারের আইসক্রিমের হদিশ!

এবার আপনি বলুন তো আপনার রাশি অনুযায়ী আপনার আইসক্রিমের ফ্লেভার মিলছে কি না?

The Best Ice Cream For Your Zodiac Sign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 3:39 pm
  • Updated:June 15, 2022 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশি অনুযায়ী ভিন্ন স্বাদ পছন্দ করেন ভিন্ন রাশির জাতক-জাতিকারা৷ আইসক্রিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ ভিন্ন রাশিফলের জাতক-জাতিকারা ভিন্ন ফ্লেভারের আইসক্রিম পছন্দ করেন৷

জেনে নিন রাশিফল অনুযায়ী আপনার আইসক্রিম ফ্লেভার কী?

Advertisement

এরিস: সাহসী এরিসরা নতুন জিনিস পরখ করতে পছন্দ করেন৷ তাই আইসক্রিমের ক্ষেত্রেও তাঁরা নতুন ফ্লেভার টেস্ট করার পক্ষপাতী৷ গ্রিন টি ফ্লেভারের আইসক্রিম এই রাশির জাতক-জাতিকাদের পছন্দের তালিকায় থাকে৷

6a00d8341c6a0853ef0134892eacdd970c

টরাস: ‘ক্লাসি’ টরাসরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই ক্লাস বজায় রাখেন৷ তাই হট ফাজ উইথ চকোলেট ক্রিম তাঁদের পছন্দের তালিকায় থাকতে পারে৷ সঙ্গে যদি চেরি থাকে তবে তো আর কথাই নেই৷

34eae85e669f52fccd7c05a6b5bc8f42

জেমিনি: জেমিনিরা মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতিতে এক্সপার্ট৷ আইসক্রিমের ক্ষেত্রেও তাঁরা একই পন্থায় বিশ্বাসী৷ চকোলেট আর পিনাট বাটার ফাজ তাঁদের পছন্দের আইসক্রিম৷

????????????????????????????????????

ক্যানসার: বাইরে শক্ত কিন্তু মন থেকে খুব নরম৷ এটাই ক্যানসারের ধাঁচ৷ তাই ক্যানসার রাশির জাতক-জাতিকাদের চকোলেট কোন আইসক্রিম জুতসই মনে হতে পারে৷

chocolate-banana-soft-serve

লিও: বিলাসবহুল লিওদের জীবনযাপন হয় একদম গ্র্যান্ড৷ তাঁদের কাছে বেঁচে থাকার কারণ হল সেলিব্রেশন৷ আর তাই তাঁদের পছন্দও সবসময় হয় গ্র্যান্ড৷ ব্যানানা ফ্লেভারের স্কুপ-কাপ আইসক্রিম তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই৷

6a0112796f38d028a4015391bfed32970b-800wi

ভার্গো: স্বাস্থ্য-সচেতন ভার্গো রাশির জাতক-জাতিকারা ভেষজ খাবার খেতে পছন্দ করেন৷ কোনওভাবেই তাঁরা ওজন বৃদ্ধি করতে চান না৷ তাঁদের জন্য ফ্রোয়ো আইসক্রিম আদর্শ৷ মিষ্টি হলে ওএই আইসক্রিম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে৷

YogurtCups

লিব্রা: এই রাশির জাতক-জাতিকারা খুবই ব্যালান্সড হন৷ জীবনে সব ধরনের স্বাদই তাঁরা চান৷ আইসক্রিমের ক্ষেত্রেও এর অন্যথা হয়না৷ ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম উইথ কুকিজ তাঁদের পছন্দের তালিকায় থাকতে পারে৷

38c5a4d01b0f094c48391618a4590eeaef490575

স্করপিও: ডার্ক এবং মিস্টিরিয়াস – এই শব্দ দুটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবহৃত সেরা বিশেষণ। এদের মাথায় ঠিক কী চলছে তা সহজে বোঝা যায় না। ডার্ক চকোলেট আইসক্রিম তাঁদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।

Mexican-Chocolate-Ice-Cream-8467

স্যাজিটেরিয়াস: এরিস রাশির জাতক-জাতিকাদের মতো আপনারাও বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। রোমাঞ্চপ্রিয় স্যাজিদের মন কাড়তে কফি আইসক্রিমেরে জুড়ি মিলবে না।

vietcoffeeicecream

কেপ্রিকর্ন: ওল্ড স্কুল এবং ক্লাসি কেপ্রিকর্নরা নিজেদের পছন্দের সঙ্গে কোনও সমঝোতা করতে চান না। একই ভাললাগার থাকাই তাঁদের কাছে পছন্দের। আইসক্রিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভ্যানিলা ফ্লেভারের কোন আইসক্রিম উইথ রেইনবো স্প্রিংকেল তাঁদের বিশেষ পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

dsc_2401

অ্যাকোয়ারিয়াস: যে কোনও ভাল জিনিস আপনারা সানন্দে গ্রহণ করে নেন৷ চেরি কোকোনাট উইথ অ্যাভোকাডো আইসক্রিম আপনার স্বভাবের সঙ্গে সবচেয়ে বেশি মানায়৷ কারণ উভয়ই বেশ মিষ্টি৷

54da077a745af19d0caef684daedae40

পাইসেস: ক্রিয়েটিভ পাইসেসরা সবসময় চান নতুন কিছু৷ আইসক্রিমের ক্ষেত্রেও এমন চাওয়ার অন্যথা হয়না৷ তাই তাঁদের স্বভাবের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচের রেনবো ফ্লেভার আইসক্রিম সবচেয়ে বেশি মানানসই হয়৷

900d818aed5ac53149e68093a06ebeb6

এবার আপনি বলুন তো আপনার রাশি অনুযায়ী আপনার আইসক্রিমের ফ্লেভার মিলছে কি না?

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement