Advertisement
Advertisement

Breaking News

Horocope

সাবধান মেষ রাশির জাতকরা, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

কী আছে আপনার ভাগ্যে?

See whats in your fate in this week, lets check weekly horoscope | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 4, 2021 11:07 am
  • Updated:September 8, 2023 6:09 pm  

কর্মক্ষেত্রে পদোন্নতি নাকি ব্যবসায় বড় ধাক্কা? পরিবারের অবস্থাই বা থাকবে কেমন? সপ্তাহজুড়ে ভাল থাকবে তো শরীর স্বাস্থ্য? কোন চমক লুকিয়ে আছে গ্রহ-নক্ষত্রের যোগাযোগে? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

মেষ

aries1

সপ্তাহের শুরুতে প্রতারকের পাল্লায় পড়ে অর্থনাশ। নিজ গৃহ নির্মাণের জন‌্য অর্থের সংস্থান হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি ও অকারণ বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অকারণে বেশি চিন্তা করবেন না। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন।

বৃষ

ব‌্যবসায়ীদের সময়টি শুভ। বিগত দিনের তুলনায় এই সময় ব‌্যবসা-বৃদ্ধির যোগ লক্ষ‌ করা যায়। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সাবধানতার সঙ্গে নিজের কাজ সম্পন্ন করুন। কতিপয় সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন।

Advertisement
taurus

মিথুন

jemini

নিজ যোগ‌্যতা ও প্রচেষ্টায় কর্মক্ষেত্রে সাফল‌্য লাভ। ব‌্যবসায় সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ বাড়ান। সন্তানদের পরীক্ষার ফল আশাতীত ভাল হতে পারে। কন‌্যা সন্তানদের প্রতি বাড়তি সতর্কতা বাঞ্ছনীয়। বাড়িতে গুরুজনদের স্বাস্থ‌্যহানিতে উদ্বেগ ও চঞ্চলতা বৃদ্ধি পাবে।

কর্কট

সপ্তাহের শুরুতে আপনার আর্থিক সমস‌্যাগুলির সমাধান হতে পারে। বাড়তি অর্থ উপার্জনের জন‌্য চাকরির সঙ্গে ব‌্যবসার পরিকল্পনা গ্রহণ করুন। সংসারের ছোটখাটো সমস‌্যায় মাথা গলাবেন না। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক হতাশাকে দূরে সরিয়ে রেখে আধ‌্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

cancer

সিংহ

leo

সপ্তাহের প্রথমে বিভিন্ন সূত্রে হাতে অতিরিক্ত অর্থ এলেও অতিরিক্ত খরচের দিকে না যাওয়াই শ্রেয়। ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ের চেষ্টা করুন। গুরুজনদের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন। উচ্চশিক্ষায় সন্তানদের আশাতীত সাফল‌্য আপনার মান ও যশ বৃদ্ধিতে সাহায‌্য করবে।

কন্যা

নিজের উপর আস্থা রেখে সামনের দিকে এগিয়ে চলুন। কাজের সূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। তৃতীয় ব‌্যক্তির জন্য সংসারে অশান্তি করবেন না। খাওয়া-দাওয়ার অনিয়মের ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। বিদেশে কর্মরত সন্তানের অসুস্থতার জন‌্য মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে।

virgo

তুলা

libra

আপনার রাশির অধিপতি শুক্র। তুলা রাশির জাতক-জাতিকারা সাধারণত দয়ালু ও স্নেহপরায়ণ হয়ে থাকেন। কর্মক্ষেত্রে তাঁদের সরলতার সুযোগ নিয়ে কতিপয় ব‌্যক্তি অনিষ্ট করার চেষ্টা করেন। দাম্পত‌্য জীবন খুব একটা সুখের হবে না। উচ্চ-রক্তচাপ, রক্তে শর্করা বৃদ্ধি ও বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক

মানসিক চঞ্চলতা থাকার জন‌্য কর্মক্ষেত্রে সমস‌্যার সৃষ্টি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা নিজের হাতে ব‌্যবসা পরিচালনা করুন। কর্মচারীর হাতে সম্পূর্ণ ছেড়ে দেবেন না। রাস্তা-ঘাটে সতর্কভাবে চলাফেরা করবেন। অযথা ঝুঁকি নিয়ে কোনও কাজ করবেন না।

scorpio

ধনু

saggetarius

গোপন শত্রুরা আপনার অনিষ্ট করার চেষ্টা করলেও সফলতা পাবে না। সন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে অশান্তির জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা করুন। পিতামাতার কাছ থেকে সম্পত্তি লাভের ফলে আপনার হাতে বাড়তি অর্থ আসতে পারে।

মকর

সপ্তাহের শুরুতে সংক্রমণজনিত রোগে কষ্ট পেতে পারেন। দ্বি-চক্রযানের চালকরা দুর্ঘটনায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের জন‌্য মানসিক চাপ সৃষ্টি হতে পারে। চাপ দূর করতে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করুন। বিদ‌্যার্থীরা পরীক্ষার ফল ভালই করবে।

capricorn

কুম্ভ

aquarius

ব‌্যবসায় আর্থিক লাভ বৃদ্ধি পেলেও খরচের দিকে নজর দিন। সপ্তাহের মধ‌্যভাগে বহুমুখী অর্থ উপার্জনের পথ সুগম হবে। অযথা প্রতিবেশীদের সঙ্গে কটু কথা বলবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন।

মীন

কর্মক্ষেত্রে সহকর্মীদের জন‌্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সুসম্পর্ক গড়ে তুলুন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করার আগে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। বাড়ির সামাজিক অনুষ্ঠানে কোনও আত্মীয় অশান্তির সৃষ্টি করতে পারে। গৃহে নতুন বৈদ্যুতিক পণ‌্য আসার সম্ভাবনা প্রবল।

pisces

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement