Advertisement
Advertisement

Breaking News

মোটের উপর সব রাশিরই ভাল কাটবে এই সপ্তাহ, তবে খেয়াল রাখুন কয়েকটি বিষয়

কোন কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

Read what your zodiac sign predicts this week
Published by: Bishakha Pal
  • Posted:August 19, 2018 9:11 am
  • Updated:September 8, 2023 6:12 pm  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সপ্তাহে কাজের ক্ষেত্রে বেশিরভাগ রাশির ক্ষেত্রেই চিন্তার কোনও কারণ নেই। তবে নজর রাখতে হবে বেশ কয়েকটি ক্ষেত্রে। কী বললেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়?

Advertisement
 
মেষ
aries1

পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি কোনও সদস্যের বিরূপ আচরণের কারণে প্রতিকূল হতে পারে। এ সপ্তাহে দায়িত্বপূর্ণ কোনও কাজ নিজেই করে নিন। কর্মক্ষেত্রে নিজের সুনাম অক্ষুণ্ণ থাকলেও আর্থিক দিক থেকে নিজেকে বঞ্চিত ভাবতে পারেন। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও কাছ থেকে কোনও দামি সামগ্রী উপহার পেতে পারেন।

 
বৃষ
taurus

এ সপ্তাহে প্রতিটি পদক্ষেপে সতর্কতার প্রয়োজন। কোনও ঝুঁকিবহুল বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন। পারিবারিক পরিবেশ শুভ। স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হতে পারেন। নতুন কোনও শুভ খবর আপনাকে আনন্দ দিতে পারে। সরকারি কর্মচারীদের ব্যস্ততার বৃদ্ধি ও অতি পরিশ্রমে ক্লান্তি বৃদ্ধির যোগ। দেবদ্বিজে ভক্তি বৃদ্ধি পেতে পারে।

 
মিথুন

jemini

শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। নতুন কোনও কর্ম পরিকল্পনাকে ঘিরে ব্যস্ততা বাড়তে পারে। পুরনো কোনও ঘটনাকে নিয়ে পারিবারিক পরিস্থিতির পরিবর্তন আপনাকে ব্যথিত রাখতে পারে। আর্থিক দিক শুভ তবে ব্যয়াধিক্যের কারণে সঞ্চয়নাশের সম্ভাবনা। নারীজাতিকাদের প্রেমের প্রস্তাব আসলেও তা ভেবেচিন্তে গ্রহণ করা উচিত। দূরের কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগে আনন্দ।

 

কর্কট

cancerসময়োচিত সিদ্ধান্তের কারণে কর্মক্ষেত্রের কোনও জটিলতার অবসান আপনাকে উদ্বেগমুক্ত রাখবে। পারিবারিক পরিবেশ শুভ এবং গুরুজনস্থানীয় কারও অসুস্থতার থেকে মুক্তিলাভের যোগ। পেশাদারদের এ সপ্তাহে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে খুশি করবে। ফাটকা ব্যবসায়ে লাভবান হওয়ার যোগ।

 
সিংহ

leoঅযথা মানসিক জটিলতা পরিহার করাই ভাল। কর্মক্ষেত্রে বহু ব্যস্ততা ও ভ্রমণযোগ দেখা যায়। পারিবারিক পরিস্থিতি আপাত শান্ত হলেও পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। এ সপ্তাহে বকেয়া পাওনা টাকাপয়সা উদ্ধার হতে পারে। বিলাসব্যসনে আগ্রহ বৃদ্ধির যোগ। বন্ধুস্থানীয় কাউকে সাহায্য করতে পারেন।

 
 
কন্যা

virgo

নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ অসম্ভব নয়। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ দেখা যায়। পারিবারিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বৃদ্ধি পাবে ও কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। সন্তানের গবেষণামূলক কর্মে সাফল্য নিশ্চিত হতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন।

 
তুলা

libra

পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। ভ্রাতা অথবা ভ্রাতৃস্থানীয় কারও স্বাস্থ্যহানি আপনাকে উদ্বেগে রাখবে। ছোট ব্যবসায়ীদের নতুন যোগাযোগ উৎসাহিত করবে। নিকট বন্ধুর সঙ্গে মনোমালিন্য আপনাকে ব্যথিত করবে। কর্মক্ষেত্রে নিজের ভাবমূর্তি বজায় রাখলেও আর্থিক পাওনা আদায়ে বিলম্ব হতে পারে।

 
 
বৃশ্চিক

scorpio

কারিগরি কূশলতার বৃদ্ধি। এ সপ্তাহে নতুন নতুন কর্মের যোগাযোগ আপনাকে উৎসাহিত করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল। নতুন গৃহনির্মাণ অথবা বাড়ি কেনার পরিকল্পনার শুরু করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যলাভ আপনাকে আনন্দিত করবে। স্ত্রীর শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। আয়ের দিক এ সপ্তাহে যথেষ্ট শুভ।

 
ধনু

saggetarius

কর্মক্ষেত্রে নিজের সাফল্য বজায় থাকবে। অংশীদারি ব্যবসায়ে লাভের বৃদ্ধি ও নতুন বিনিয়োগ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকলেও প্রতিবেশী কারও সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। সন্তানের লেখাপড়ায় সাফল্য ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে আনন্দিত করবে। কাউকে যেচে উপকার করে বিড়ম্বনা বাড়াতে পারেন।

 
 
মকর

capricorn

রক্তচাপের হেরফেরে শারীরিক ক্লেশভোগের যোগ। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজ নিয়ে চিন্তায় থাকতে পারেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সন্তানের চঞ্চল মানসিকতা আপনার উদ্বেগ বৃদ্ধি করতে পারে। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক কোনও সমস্যার সমাধান আপনাকে খুশি করবে। আর্থিক দিক চলনসই।

 
কুম্ভ

aquarius

কর্মক্ষেত্রে সামান্য জটিলতা আসলেও তা দ্রুত কেটে যাবে। অনিয়মের কারণে নিজের শারীরিক ক্লেশভোগের সম্ভাবনা। কোনও বন্ধুস্থানীয় কারও প্ররোচনায় কোথাও আর্থিক বিনিয়োগ না করাই ভাল। এ সপ্তাহে যানবাহন চালকদের চলাফেরায় সতর্ক থাকার প্রয়োজন। প্রেমের ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ অর্থাগমের যোগ রয়েছে।

 
মীন

pisces

পরিবারে কোনও সদস্যের অসুস্থতার কারণে উদ্বেগে থাকতে পারেন। আয় মোটামুটি হলেও অতিরিক্ত খরচে জেরবার থাকবেন। নীতিগত ব্যাপারে আপস না করাই ভাল। নতুন কোনও ব্যবসার চিন্তা-ভাবনা ফলপ্রসূ হতে পারে। অগ্রজ কোনও ব্যক্তির সাহচর্য লাভ পেতে পারেন। বহুদিনের বকেয়া পাওনা আদায় হতে পারে।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement