Advertisement
Advertisement

Breaking News

রাশিফল

ব্যবসায় শুভ যোগ মিথুন-কর্কট রাশির জাতকদের, দেখে নিন আপনার ভাগ্যে কী আছে

জানুন আপনার সাপ্তাহিক রাশিফল।

Know your horoscope this week, be careful and stay happy
Published by: Sucheta Sengupta
  • Posted:June 14, 2020 11:38 am
  • Updated:November 4, 2020 3:58 pm  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতিতে কতটা ভাল কাটবে আপনার চলতি সপ্তাহ? শরীর সুস্থ থাকবে তো? এ সপ্তাহের রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

 
মেষ
aries1

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীদের ব‌্যবসায়িক যোগাযোগ ও ব‌্যবসা বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুর মাধ‌্যমে বিকল্প রোজগারের সন্ধান পেতে পারেন। সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সদা সতর্ক থাকুন। বেকারদের নতুন কর্মলাভের যোগ আছে।

 
বৃষ
taurus

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীদের ব‌্যবসায়িক যোগাযোগ ও ব‌্যবসা বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুর মাধ‌্যমে বিকল্প রোজগারের সন্ধান পেতে পারেন। সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সদা সতর্ক থাকুন। বেকারদের নতুন কর্মলাভের যোগ আছে।

 
মিথুন

jemini

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীদের ব‌্যবসায়িক যোগাযোগ ও ব‌্যবসা বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুর মাধ‌্যমে বিকল্প রোজগারের সন্ধান পেতে পারেন। সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সদা সতর্ক থাকুন। বেকারদের নতুন কর্মলাভের যোগ আছে।

কর্কট

cancer

সপ্তাহের শুরুতে একাধিক পথে অর্থাগম ও নতুন ব‌্যবসার সুযোগ আসতে পারে। শরিকী সমস‌্যা সমাধানের জন‌্য শরিকদের নিয়ে আলোচনা করুন। স্ত্রীর প্রচেষ্টার মাধ‌্যমে সংসারের শ্রীবৃদ্ধি ও অর্থাগম হতে পারে। নিজের শরীরের দিকে লক্ষ‌্য রাখুন।

 
সিংহ

leo

পিতার দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তিলাভ আপনার উদ্বেগ দূর করবে। সপ্তাহের দ্বিচক্র যান ক্রয়ের সুযোগ আসতে পারে এবং সেক্ষেত্রে অর্থের সংস্থান হতে পারে। কর্মক্ষেত্রে জটিল কোনও সমস‌্যার সমাধান সম্ভব। দাম্পত‌্য কলহে তৃতীয় ব‌্যক্তিকে উপেক্ষা করুন।

কন্যা

virgo

মৌলিক চিন্তা ও সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। প্রেমের ব‌্যাপারে যা জটিলতা ছিল তা কেটে যেতে পারে। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না।

 
তুলা

libra

পৈতৃক সম্পত্তি নিয়ে বহুদিন চলা মনোমালিন্যের অবসান হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা যথেষ্ট সাবধানে সপ্তাহটি অতিবাহিত করবেন, আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব‌্যবসায়ীদের বিকল্প রোজগারের সুযোগ আসতে পারে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে।

 
বৃশ্চিক

scorpio

কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। এতে হতোদ্যম না হয়ে নিজেকে সচেষ্ট রাখুন। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় সুফল পাবেন। বিদ‌্যার্থীদের বিদ‌্যার্জনে নতুন উদ‌্যম সৃষ্টি হতে পারে। সংসারে নিকট পরিজনের শারীরিক অসুস্থতায় ব‌্যয় বৃদ্ধি হতে পারে। দাম্পত‌্য সম্পর্ক অটুট রাখতে নিজেকেই মানিয়ে নিতে হবে।

 
ধনু

saggetarius

কর্মস্থানে কর্ম সংকোচনের জন‌্য উদ্বেগ বৃদ্ধি পাবে। অন্যের কথায় প্ররোচিত হয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। নতুন গৃহনির্মাণে এই সময় অর্থ বিনিয়োগ না করাই শ্রেয়। ডাক্তার ও চিকিৎসা শাস্ত্রে যুক্ত ব‌্যক্তিদের পারিপার্শ্বিক চাপের জন‌্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে।

 
মকর

capricorn

কর্মক্ষেত্রে আটকে থাকা বেতন প্রাপ্তির যোগ লক্ষ‌্য করা যায়। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সামাজিক প্রতিষ্ঠালাভে সক্ষম হবেন। খাদ্যে বিষক্রিয়ায় কষ্ট পেতে পারেন। চাষের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের এইসময় অর্থলোভে সাফল‌্য। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল‌্য লাভে কৃতকার্য হবে।

 
কুম্ভ

aquarius

সপ্তাহের শুরুতে শারীরিক সমস‌্যার সমাধান সম্ভব। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তারাই আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার অনুজের ব‌্যবহারে আপনার মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নতুন গৃহনির্মাণের আগে আইনজ্ঞের দ্বারা কাগজপত্র পরীক্ষা করে নেবেন।

 
মীন

pisces

অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে হৃদরোগ ও অন‌্যান‌্য রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র ব‌্যাপার নিয়ে সাংসারিক অশান্তি করবেন না। নতুন যানবাহন ক্রয়ের ক্ষেত্রে অর্থের সংস্থান হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন ব‌্যবসার চেষ্টা করলে সাফল‌্য সম্ভব।

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement