সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারে অশান্তির আবহ তৈরি হতে পারে। আর্থিক সমস্যাও হওয়া অসম্ভব নয়। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে কোনও জটিল সমস্যা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। পারিবারে অকারণ ভুল বোঝাবুঝির কারণে অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। বেকাররা অপ্রত্যাশিত কোনও সুখবর পেতে পারেন। আর্থিক দিক চলনসই তবে ব্যয়ের চাপ থাকবে। কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। দেবদ্বিজে ভক্তিবৃদ্ধির যোগ।
শারীরিক অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনায় ক্লেশ ভোগের যোগ আছে। পারিবারিক পরিবেশ অনুকূল এবং স্ত্রীর বুদ্ধির দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক সমস্যাগুলির সমাধান আপনাকে উদ্বেগমুক্ত করবে। সপরিবার দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্যের যোগ রয়েছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের ইচ্ছা পূরণ হতে পারে।
পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগের পূর্বে পর্যালোচনার প্রয়োজন। দাম্পত্য সম্পর্ক অটুট থাকলেও সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বজায় থাকবে। বন্ধুরূপী শত্রু থেকে সতর্ক থাকুন। এ সপ্তাহে গৃহ পরিবর্তনের যোগ দেখা যায়। স্বজনদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে আপনার শান্তি বিঘ্নিত করতে পারে। চাকরিজীবীদের ব্যস্ততা বৃদ্ধির যোগ।
কর্মক্ষেত্রে বহুদিনের পড়ে থাকা কিছু কাজ শেষ হওয়ায় নিশ্চিন্তে থাকবেন। কর্মের কারণে স্থানান্তরে যেতে হতে পারে। পারিবারিক পরিবেশ গুরুজনস্থানীয় কারও অসুস্থতায় উদ্বেগপূর্ণ থাকবে। নারীদের প্রেমের প্রস্তাব এলে ভেবেচিন্তে এগোনোর প্রয়োজন। কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে ভুল করতে পারেন। কারও প্ররোচনায় কোথাও আর্থিক বিনিয়োগ না করাই ভাল।
নতুন কোনও পরিকল্পনা ঘিরে কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। কোনও আত্মীয়ের মন্দ ব্যবহারে মানসিক দিক থেকে ব্যথিত বোধ করবেন। বিলাসব্যসনে বহু ব্যয়ের যোগ রয়েছে। সন্তানের চলাফেরার পরিবর্তন আপনাকে চিন্তিত রাখবে। পিতা অথবা পিতৃস্থানীয় কারও পরামর্শে ব্যবসায়িক দিক থেকে লাভবান হতে পারেন।
পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ততা ও ব্যয় দুই-ই বৃদ্ধি পেতে পারে। কাউকে যেচে উপকার করতে না যাওয়াই ভাল। সন্তানের ভবিষ্যৎ বিষয়ে চিন্তা দূর হতে পারে। সমাজকল্যাণে জড়িয়ে সুনাম অর্জন করবেন। এ সপ্তাহে কোনও বাহন ক্রয়ের যোগ দেখা যায়। পারিবারিক দিক অনুকূল থাকলেও দাম্পত্য সম্পর্কে মাঝেমধ্যেই বনিবনার অভাব হতে পারে।
কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। কর্তৃপক্ষের সঙ্গে কোনওরকম দ্বন্দ্ব এড়িয়ে চলাই ভাল। প্রেমজ ব্যাপারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক পরিবেশ শুভ তবে সন্তানের কারণে ব্যয়বৃদ্ধির যোগ রয়েছে। এ সপ্তাহে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার না নেওয়াই ভাল। পিতার শারীরিক দিক নিয়ে চিন্তার যোগ। ব্যবসায়ীদের শুভ সময়।
সপ্তাহটিতে আর্থিক দিক থেকে চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য বজায় থাকলেও পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। পিতৃসম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে আলোচনা সফল হতে পারে। বাড়তি অর্থ আয় করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। শারীরিক দিক থেকে যত্নবান হওয়া আবশ্যক। ব্যবসায়ীদের এ সপ্তাহে নতুন যোগাযোগ আশান্বিত করতে পারে।
কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার যোগ দেখা যায়। কোনও তৃতীয় ব্যক্তির ইন্ধনে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে সতর্কতার প্রয়োজন। বিতর্কিত মন্তব্য করে ফেলে বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি। সন্তানের সুখবরে পারিবারিক আনন্দ ও গর্ব। প্রেমজ ব্যাপারে যা কিছু জটিলতা কেটে যেতে পারে।
পারিবারিক শান্তি বজায় থাকবে তবে সন্তানের শরীর নিয়ে উদ্বেগে থাকতে হতে পারে। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনার সফল রূপায়ণ আপনাকে আনন্দিত করবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি আপনাকে মানসিক চাপে রাখতে পারে। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। কোনও বন্ধুর সঙ্গে আর্থিক লেনদেনকে ঘিরে বিবাদের আশঙ্কা। চাকরিজীবীদের উন্নতি।
নিজের বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত করতে পারেন। নারী জাতিকাদের এ সপ্তাহে কোনও বিশেষ খবর আনন্দিত করতে পারে। পারিবারিক সমস্যাগুলির সমাধান আপনাকে চাপমুক্ত করবে। আর্থিক দিক ভাল হলেও অতিরিক্ত ব্যয়ের কারণে চিন্তা বাড়বে। সন্তানের গবেষণামূলক কর্মে সাফল্য আপনাকে গর্বিত করবে। দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে।
গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্ব অন্যকে দিয়ে ভুল করতে পারেন। কারিগরি কুশলতা বৃদ্ধি ও রোজগারের একাধিক সুযোগ সামনে আসতে পারে। গৃহে অতিথি সমাগমে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কথাবার্তায় সংযমী হওয়ার প্রয়োজন দেখা যায়। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি পদক্ষেপ করতে পারেন। প্রেমজ ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে ।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.