সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক সমস্যায় পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। বৃষ রাশির নারীদের বিয়ের যোগ রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
প্রতিযোগিতার মধ্যে দিয়ে ব্যবসায়ে সাফল্য নিশ্চিত হবে। নতুন লগ্নির পূর্বে পর্যালোচনার প্রয়োজন। সরকারি কর্মচারীদের বদলির আদেশ আসতে পারে। প্রিয়জনের জন্যে উদ্বিগ্ন থাকতে পারেন। বেকারদের এ সপ্তাহে শুভ খবর আনন্দ দিতে পারে। মুখের সমস্যায় শারীরিক ক্লেশের যোগ আছে। নতুন বন্ধুলাভ হতে পারে। আর্থিক দিক শুভ তবে চেনা কোনও প্ররোচনায় কিছু আর্থিক ক্ষতি হতে পারে।
মামলা মোকদ্দমার শুভ খবর আপনাকে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে কোনও দুরূহ সমস্যার সমাধান করে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করে নেবেন। পারিবারিক দিক থেকে এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের চলাফেরার পরিবর্তনের কারণে দুশ্চিন্তা। নারীদের পছন্দের ব্যক্তির সঙ্গে বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে। আর্থিক দিক চলনসই।
শরীর নিয়ে বিড়ম্বনায় থাকতে হতে পারে। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যস্ততা ও ব্যয় দুই-ই বাড়তে পারে। তৃতীয় কোনও ব্যক্তির ইন্ধনে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পিতৃ সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতের অমিল হতে পারে। সন্তানের গবেষণামূলক কর্মে সাফল্য আপনাকে গর্বিত ও আনন্দিত করবে বিলাস দ্রব্যের প্রতি আগ্রহ বৃদ্ধির যোগ, বিতর্ক বিবাদ থেকে দূরে থাকুন।
কর্মক্ষেত্রের বহু ব্যস্ততা আপনাকে শারীরিক দিক থেকে ক্লান্ত করবে। আচমকা চোটাঘাতে ক্লেশভোগের আশঙ্কা, বহুদিনের বকেয়া টাকাপয়সা আদায় হতে পারে। নতুন প্রেমজ যোগাযোগ এলেও সতর্কতার প্রয়োজন। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। সমাজকল্যাণে দানধ্যান করতে পারেন। খেলাধুলার জগতের ব্যক্তিদের স্বীকৃতি লাভের যোগ।
কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও পাওনা আদায়ে বিলম্বের কারণে দুশ্চিন্তা। পারিবারিক পরিবেশ সন্তানকে কেন্দ্র করে প্রতিকূল হতে পারে। পিতার শারীরিক সুস্থতা আপনার উদ্বেগ দূর করবে। সপ্তাহের শেষের দিকে কোনও খবর আপনাকে বিচলিত করতে পারে। একগুঁয়েমির কারণে বিশেষ কোনও সুযোগ হারাতে পারেন। দাম্পত্য সম্পর্ক শুভ। স্ত্রীর বুদ্ধির দ্বারা কোনও সমস্যার সমাধান আপনাকে খুশি করবে।
সপ্তাহটিতে বিশেষ কোনও শুভ খবর আপনাকে আনন্দিত করবে। বেকারদের নতুন চাকরিলাভের যোগ দেখা যায়। পারিবারিক পরিবেশ অনুকূল, পিতা ও মাতাকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শারীরিক দিক শুভ তবে সতর্কতার প্রয়োজন। বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারেন। কর্মক্ষেত্রের জটিলাবস্থা যা চলছিল তা কেটে যাবে।
শারীরিক ক্লেশের কারণে কর্ম পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। নিকটজনের কারও শুভ খবরে পারিবারিক আনন্দের বৃদ্ধি। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে খুশি করবে। পেশাদারদের এ সপ্তাহে বাড়তি কিছু টাকা আয় হতে পারে। জমি ক্রয়-বিক্রয়ের ব্যাপারে সপ্তাহটি শুভ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভাল।
নতুন কোনও কর্মলাভের সুযোগ আসতে পারে। পুরনো কোনও সম্পর্ক ফিরে আসতে পারে। শারীরিক দিক থেকে পেটের কোনও গোলমালে ক্লেশবৃদ্ধির যোগ। প্রেমজ জটিলতা যা ছিল কেটে যেতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়ের কারণে সঞ্চয়ে হাত পড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিয়ে সচেতন থাকুন। আইনি জটিলতা কেটে যাবে।
পারিবারিক কোনও সমস্যা আপনার মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। গুরুজনের পরামর্শে লাভবান হতে পারেন। কর্মব্যস্ততার কারণে দূরভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। সপ্তাহটিতে শারীরিক দিক থেকে সতর্কতার প্রয়োজন। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়বেন। আর্থিক দিক শুভ। কোনও বাহন কেনার যোগ দেখা যায়।
কর্মক্ষেত্রে বহু ব্যস্ততা ও ভ্রমণযোগ দেখা যায়। সৃষ্টিশীল কোনও কাজে উন্নতির যোগ আছে। নারীদের প্রেমজ ব্যাপারে জটিলতা বাড়তে পারে। আর্থিক দিক শুভ। তবে প্রিয়জনের অসুস্থতার কারণে ব্যয়বৃদ্ধি পেতে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দ দেবে। সন্তানের চঞ্চল মানসিকতার কারণে চিন্তা। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি সাহায্য নিতে পারেন।
শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। অনিয়মের কারণে শারীরিক ক্লেশের যোগ। সপ্তাহের শুরুতে ব্যবসার কোনও জটিলতা থেকে মানসিক চাপ বৃদ্ধি। গোপন কথা বলে ফেলে বিড়ম্বনা বৃদ্ধি করতে পারেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকবেন। স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হতে পারেন। পরিবারে নতুন কারও আগমনে দায়িত্ব ও ব্যয় বৃদ্ধি পেতে পারে। দেবদ্বিজে ভক্তিবৃদ্ধির যোগ।
নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সাফল্য পেতে পারে। গৃহনির্মাণকে ঘিরে প্রতিবেশীর সঙ্গে বিতর্ক বিবাদে মানসিক চাপ। পারিবারিক দিক শুভ হলেও মাতা অথবা মাতৃস্থানীয়া কারও অসুস্থতায় উদ্বেগ। প্রেমজ ব্যাপারে সপ্তাহটি শুভ হতে পারে। আর্থিক দিক শুভ। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। অতিরিক্ত ভাবপ্রবণতা পরিত্যাজ্য৷ বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.