সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের কথাবার্তা এগোতে পারে মিথুন রাশির জাতিকাদের। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন তুরা রাশির জাতকরা। আগে থেকেই জেনে নিন কী আছে আপনার ভাগ্যে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
পারিবারিক জটিলতাগুলি কেটে যেতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি আপনার উদ্বেগ দূর করবে। কর্মক্ষেত্রে ব্যস্ততার বৃদ্ধি ও পড়ে থাকা কিছু কাজ নিয়ে চাপ বাড়তে পারে। কোনও পরিচিত নারীর দ্বারা প্ররোচিত হয়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা, বহুদিনের চলা কোনও আইনি জটিলতা থেকে মুক্তি, আর্থিক দিক মোটামুটি শুভ তবে ব্যয়বাহুল্যের যোগও আছে।
শারীরিক কারণে কোনও কর্মপরিকল্পনা পিছিয়ে যেতে পারে। ছোট ব্যবসায়ীদের লাভের বৃদ্ধি ও ব্যবসায়ে নতুন যোগাযোগ উৎসাহিত করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল। সন্তানের মেধার বিকাশে গর্ব ও আনন্দিত হবেন। বাহন চালকদের এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে মানসিক আনন্দ ও সমৃদ্ধি।
কর্মক্ষেত্রের কোনও জটিলতা আপনাকে মানসিক দিক থেকে চাপে রাখতে পারে। বকেয়া পাওনা নিয়ে উদ্বেগ। নীতিগত ব্যাপারে আপস করবেন না। নিজের স্পষ্ট বক্তব্য ও স্বচ্ছ মানসিকতার কারণে অন্যের প্রশংসা পেতে পারেন। নারীজাতিকাদের পছন্দের ব্যক্তির সঙ্গে বিবাহের কথাবার্তা এগিয়ে যেতে পারে। নিকট ভ্রমণে মানসিক উৎফুল্লতা।
প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। গৃহ নির্মাণ নিয়ে সমস্যার কারণে আইনি পদক্ষেপ নিতে হতে পারে। পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও দূর ভ্রমণের যোগ দেখা যায়। চলাফেরায় সতর্কতার প্রয়োজন। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে তবে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। নিকট কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
কর্মক্ষেত্রে বহুব্যস্ততার কারণে পারিবারিক দিকে তেমন সময় দিতে পারবেন না। প্রিয়জনের শুভ সংবাদ আপনাকে আনন্দিত ও গর্বিত করবে। বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভাল, চলাফেরায় সতর্ক থাকুন। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। দানধ্যানে আগ্রহ বৃদ্ধি ও পূজাপাঠে আগ্রহ বৃদ্ধির যোগ। আর্থিক দিক শুভ।
বহুদিনের ব্যবসায়িক জটিলতা কেটে যেতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগের যোগ। চাকরিজীবীদের উন্নতি ও স্থানান্তরে বদলির সম্ভাবনা। গুরুজনের শারীরিক অবস্থার উন্নতি আপনার উদ্বেগ দূর করবে। প্রিয়জনের মন্দ ব্যবহারে মানসিক বেদনা। পেটের কোনও সমস্যায় শারীরিক ক্লেশভোগ। সন্তানের খেলাধূলায় সাফল্যের কারণে সরকারি স্বীকৃতি মিলতে পারে।
অংশীদারি ব্যবসায়ে লাভ বাড়তে পারে ও ব্যবসায়ে নতুন বিনিয়োগ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল তবে কোনও দামি দ্রব্য খোয়া যেতে পারে। পিতার বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যহানি আপনাকে চিন্তায় রাখবে। বিদেশে কর্মরত কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ আপনাকে আনন্দ দেবে। দীর্ঘমেয়াদি সঞ্জয় প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনার বাস্তবায়ন।
সপ্তাহটি সবদিক থেকেই শুভ হতে পারে। কর্মক্ষেত্রের অতিরিক্ত ব্যস্ততা যা ছিল তার থেকে সাময়িক মুক্তিলাভের যোগ। নতুন কোনও প্রেমজ প্রস্তাব আপনাকে আনন্দ দেবে। বাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে কোনও সদস্যের বিশেষ শুভ সংবাদ মিলতে পারে। আয় বৃদ্ধি পাবে তবে বিলাসব্যসনে ব্যয়বৃদ্ধির কারণে সঞ্চয় কম হবে।
শারীরিক ক্লেশভোগের অবসান ও নতুন উদ্যমে কর্মক্ষেত্রে ব্যস্ততার বৃদ্ধি করতে পারেন। আর্থিক লেনদেনের ব্যাপারে এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন, নিজের উপকারী মনোভাবের কারণে ঠকতে হতে পারে। পরিবারে নতুন সন্তানের আগমন অথবা সন্তানের কৃতিত্বে আনন্দ ও গর্ব। দূর ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।
পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তার আধিক্য বজায় থাকতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে ব্যয়বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আর্থিক পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। কোনও বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার যোগ। পুরনো কোনও চোটাঘাতের কারণে শারীরিক ক্লেশভোগ। সন্তানের চঞ্চল মানসিকতার কারণে চিন্তায় থাকবেন।
পারিবারিক শান্তির দিকে খেয়াল রাখুন, অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব ক্ষতি করতে পারে। আয়ের দিক শুভ হলেও ব্যয়বৃদ্ধির কারণে চিন্তায় থাকবেন, অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ অসম্ভব নয়। প্রবাসী সন্তান ঘরে ফিরতে পারে। নিজের কথাবার্তায় সংযমের প্রয়োজন। মাতৃস্থানীয়া কারও কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।
বহুদিনের কোনও মনোবাঞ্ছা পূরণের যোগ। মামলা মোকদ্দমার ফলাফল অনুকূলে আসতে পারে। গৃহনির্মাণ অথবা নতুন বাসগৃহ কেনার পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক পরিবেশে শান্তির আগমন, কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও কাজের সুষ্ঠু সম্পাদন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, আয়ের দিক শুভ তবে গুরুজনস্থানীয় কারও জন্যে ব্যয় বৃদ্ধি পাবে।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.