Advertisement
Advertisement

ভাল আয় ও সঞ্চয় হবে মেষ রাশির জাতকদের, আপনার ভাগ্যে কী রয়েছে?

জেনে নিন এ সপ্তাহের রাশিফল।

Know your horoscope from 25 Nov to 1 Dec
Published by: Bishakha Pal
  • Posted:November 25, 2018 11:29 am
  • Updated:November 25, 2018 11:29 am  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সপ্তাহটা মোটের উপর ভালই কাটবে সব রাশির জাতকদের। তবে পরিস্থিতি বুঝে চলুন। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

বহু প্রতীক্ষিত সাফল্য নিশ্চিত হতে পারে। ছোট ব্যবসায়ীদের নতুন যোগাযোগ সাফল্য দিতে পারে। পারিবারিক পরিবেশ সন্তানের কারণে বিঘ্নিত হবার আশঙ্কা, স্বজনদের মধ্যে কেউ কেউ আপনার বিরোধিতা করায় মানসিক দিক থেকে চাপে থাকবেন। আয়ের ক্ষেত্র শুভ এবং সঞ্চয় যোগও মন্দ নয়। নতুন প্রেমের প্রস্তাব আসলেও তা যাচাই করে নেওয়া ভাল।

 
বৃষ
taurus

দূরের কোনও বন্ধুর বিশেষ খবর আপনাকে আনন্দ দেবে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। অকারণ বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই প্রতিবেশীর সঙ্গে গৃহনির্মাণ নিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলেও তা বড় আকার নেবে না। গুরুজনের স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগ মুক্ত করবে।

 
মিথুন

jemini

শরীর স্বাস্থ্যের দিকে নজরদানের প্রয়োজন। উচ্চ রক্তচাপের সমস্যায় ক্লেশভোগের যোগ। নতুন কোনও ব্যবসায়িক প্রস্তাব সামনে আসতে পারে। কলাকুশলীদের উন্নতি ও আয়ের একাধিক যোগাযোগ উৎসাহিত করবে। প্রিয়জনের বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় আগ্রহ ও বিদেশে বিশেষ সুযোগ লাভের কারণে পারিবারিক আনন্দ ও গর্ব।

 

কর্কট

cancer

আর্থিক লেনদেন সংক্রান্ত এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলির সুষ্ঠু সম্পাদন আপনাকে উদ্বেগমুক্ত করবে। পারিবারিক পরিবেশ অনুকূল। আচমকা চোটাঘাতে ক্লেশভোগের যোগ। অবৈধ প্রেমের প্রস্তাব এড়িয়ে চলুন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি ও স্থানান্তরে বদলির আদেশ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ।

 

 
সিংহ

leo

কর্মক্ষেত্রে বহুব্যস্ততা আপনাকে এ সপ্তাহে ক্লান্ত করতে পারে। কারও প্ররোচনায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক পরিবেশে শান্তির অভাব দেখা যায়। কোনও সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়াই ভাল। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্য লাভের দ্বারা কার্যসিদ্ধি করতে পারেন। নিকট বন্ধুর দ্বারা উপকৃত হবেন।

 
 
কন্যা

virgo

আয়ের একাধিক সুযোগ সামনে আসলেও তার পুরো সাফল্য নাও পেতে পারেন। চলাফেরায় সতর্ক থাকুন এবং জটিল মনোভাবের ব্যক্তিদের এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ অনুকূল। পিতার শারীরিক অবস্থার উন্নতি। পিতার পরামর্শে কোনও ব্যবসায়িক সমস্যার সমাধান। বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রতি নজরদানের প্রয়োজন।

 
তুলা

libra

ব্যবসায়িক দিকে সপ্তাহটি বেশ সুফল দিতে পারে। সরকারি চাকরিজীবীদের জটিলতা আসলেও তা কেটে যাবে। চলাফেরায় সতর্ক থাকুন। যানবাহন চালকদের সতর্কতার প্রয়োজন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে আত্মীয় সমাগমে আনন্দ, বহুদিনের বকেয়া পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি সহায়তা নিতে পারেন। শারীরিক দিকে নজরদানের প্রয়োজন।

 
বৃশ্চিক

scorpio

কর্মের কারণে ব্যস্ততার বৃদ্ধি ও দূর ভ্রমণযোগ বিদ্যমান। পারিবারিক শান্তি মাতৃস্থানীয়া কারও পরামর্শের দ্বারা বৃদ্ধি পেতে পারে। এ সপ্তাহে বহু পরিশ্রমের দ্বারা সাফল্যের রাস্তা মসৃণ হতে পারে। আয়ের ক্ষেত্র ভাল হলেও বিলাসব্যসনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। কোনও জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা মানসিক বিকাশের যোগ, গবেষণামূলক কর্মে সাফল্য।

 
ধনু

saggetarius

আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ ভাল ফল দিতে পারে। তবে অসতর্কতার কারণে আর্থিক ক্ষতি অসম্ভব নয়। পারিবারিক পরিবেশ শুভ। সন্তানের লেখাপড়ায় সাফলে্যর কারণে পারিবারিক আনন্দ ও গর্ব। আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশভোগের যোগ। গঠনমূলক কাজে সাফল্য নিশ্চিত হতে পারে। দাম্পত্য সম্পর্কে মাঝেমধে্যই বোঝাপড়ার অভাব দেখা যায়। ব্যয়বাহুল্যের যোগ আছে।

 
 
মকর

capricorn

কর্মক্ষেত্রে কোনও দুরূহ কর্মের সম্পাদন করে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। পারিবারিক শান্তি অব্যাহত থাকবে। নতুন জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সপ্তাহটিতে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় নাশের যোগ দেখা যায়। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি ব্যবস্থা নিতে পারেন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দিত করবে। সন্তানের মেধার বিকাশ।

 
কুম্ভ

aquarius

আপনার প্রতিবাদী মনোভাবের কারণে সমাজে সম্মানিত হতে পারেন। পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও অতিরিক্ত রোজগারের সুযোগ আসতে পারে। গুরুজনস্থানীয় কারও সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মানসিক কষ্ট। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠলেও বিশেষ কোনও ক্ষতি করতে সক্ষম হবে না।

 
মীন

pisces

পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত ভাবপ্রবণ মনোভাব ক্ষতি করতে পারে। পুরনো কোনও পারিবারিক সমস্যা গুরুজনের হস্তক্ষেপে মিটে যেতে পারে। সন্তানের চলাফেরার পরিবর্তনে উদ্বিগ্ন থাকতে পারেন। অংশীদারের সঙ্গে মনোমালিন্যের কারণে ব্যবসায়ে মন্দাভাব আসতে পারে। শারীরিক দিক থেকে রক্তচাপের হেরফেরে ক্লেশ বৃদ্ধি।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement