সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজগারের একাধিক সুযোগ সামনে আসবে বৃষ রাশির জাতকদের। সিংহ রাশির জাতকরা স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে নজর দিন। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
গঠনমূলক কাজে উন্নতির যোগ দেখা যায়। সরকারি কর্মচারীদের ব্যস্ততার বৃদ্ধি। বহুদিনের কোনও পারিবারিক জটিল অবসান আপনাকে উদ্বেগমুক্ত করবে, তৃতীয় কোনও ব্যক্তির ছলচাতুরি ধরে ফেলে দাম্পত্য সম্পর্কের উন্নতি, সন্তানের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। বিদ্যার্থীদের পরিশ্রমের দ্বারা সাফল্য নিশ্চিত হবে।
পেশাদারদের ব্যাস্ততার বৃদ্ধি ও রোজগারের একাধিক সুযোগ সামনে আসবে। ছোটো ও মাঝারী ব্যবসায়ীদের লাভ বাড়বে। পারিবারিক পরিবেশে শান্তির অভাব দেখা যায়। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। নিকট কোনও বন্ধুর পরামর্শে লাভবান হতে পারেন। শারীরিক দিক শুভ। তবে পারিবারিক দায়িত্ব পালনে অত্যাধিক ব্যয়ের কারণে চিন্তা।
অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব ক্ষতি করতে পারে। এ সপ্তাহে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন। গৃহনির্মাণ নিয়ে প্রতিবেশীর সঙ্গে আলোচনা সফল হতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনাকে আনন্দ দেবে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। বহুদিনের বকেয়া পাওনা উদ্ধার হতে পারে।
কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকার প্রয়োজন। সহকর্মীদের কারও উস্কানিতে পা না দেওয়াই ভাল, আমদানি-রফতানি ব্যবসায়ে নতুন যোগাযোগ উৎসাহ বৃদ্ধি করতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি আপনার উদ্বেগ কমাবে। আর্থিক দিক চলনসই তবে অতিরিক্ত খরচে জেরবার থাকবেন। স্ত্রীর নামে কোনও ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে।
কর্মক্ষেত্রের অতিরিক্ত ব্যস্ততা আপনাকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত করতে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে যত্নবান হওয়ার প্রয়োজন। সন্তানের চঞ্চল মনোভাব আপনাকে দুশ্চিন্তায় রাখবে। দূর ভ্রমণের পরিকল্পনার বাস্তবায়ন। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক কোনও সমস্যার সমাধান আপনাকে খুশি করবে। ফাটকা ব্যবসায়ে আয়ের যোগ।
সপ্তাহটিতে শরীর নিয়ে বিড়ম্বনায় থাকতে পারেন, পুরনো কোনও শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রের কোনও পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। সামান্য কারণে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। সন্তানের নতুন চাকরি লাভের যোগ দেখা যায়। আর্থিক পাওনা আদায়ে বিলম্বের কারণে চিন্তা বাড়বে। বিদ্যার্থীদের শুভ সময়।
বহুজনের মাঝে নিজের সুস্পষ্ট বক্তব্য পেশ করে জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। সপ্তাহের প্রথমে কর্মক্ষেত্রে সামান্য জটিলতা থাকলেও তার দ্রুত নিষ্পত্তি হবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ শুভ হতে পারে। প্রিয়জনের শুভ কোনও খবর আপনার আনন্দ বৃদ্ধি করবে। অপরিচিত কোনও ব্যক্তির প্ররোচনা এড়িয়ে চলুন, দেবদ্বিজে ভক্তি বৃদ্ধির যোগ।
কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও পাওনা আদায়ে বিলম্ব আপনাকে দুশ্চিন্তায় রাখতে পারে। নতুন জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। নীতিগত ব্যাপারে আপস না করাই ভাল। পারিবারিক পরিবেশ অনুকূল এবং স্ত্রীর দ্বারা কোনওভাবে উপকৃত হবেন। স্বজনদের কারও ব্যবহার অসঙ্গতি আপনাকে ব্যথিত করবে। শারীরিক দিক চলনসই।
একাধিক ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। আর্থিক কোনও সমস্যা এ সপ্তাহে কেটে যেতে পারে। শারীরিক দিকে যত্নবান হওয়ার প্রয়োজন, কোনও পরিচিত ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা, মাতার স্বাস্থে্যর উন্নতি আপনার উদ্বেগ দূর করবে। দীর্ঘদিনের কোনও বন্ধুর দ্বারা উপকার লাভের যোগ।
পারিপার্শ্বিক কারণে মানসিক দুশ্চিন্তা বজায় থাকতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও কিছু সমস্যা নিয়ে উদ্বেগ বাড়তে পারে, পারিবারিক পরিবেশে মাঝেমধ্যেই শান্তির অভাব পরিলক্ষিত হয়। শারীরিক দিক থেকে পুরনো কোনও চোটাঘাত ক্লেশ দিতে পারে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় নাশের যোগ। সন্তানের মেধার বিকাশে গর্বিত হবেন।
বহুদিনের আইনি কোনও সমস্যা থেকে মুক্তিলাভের যোগ। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। পেশাদারদের, রোজগারের একাধিক সুযোগ মিলতে পারে। দাম্পত্য সম্পর্কের উন্নতি ও স্ত্রীর বৈষয়িক উন্নতি। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তাবৃদ্ধি পেতে পারে। প্রেমজ ব্যাপারে নতুন যোগাযোগে উৎসাহিত হবেন। নিকট ভ্রমণে আনন্দের বৃদ্ধি।
শারীরিক দিক থেকে সমস্যার বৃদ্ধি। সর্দি জ্বর ও পেটের কোনও সমস্যায় ক্লেশভোগ। পড়ে থাকা কিছু কাজ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। পরিবারে কোনও সদস্যের মতিগতির পরিবর্তন আপনাকে দুশ্চিন্তায় রাখবে। কারিগরি কুশলতার বৃদ্ধি ও রোজগারের একাধিক সুযোগ সামনে আসতে পারে। ভ্রাতা অথবা ভগিনীর কোনও সুখবরে আনন্দিত হবেন।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.