সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের দিকে নজর দিন কন্যা রাশির জাতকরা। ব্যবসায় সফল হতে পারেন মেষ রাশির জাতকরা। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
নতুন কোনও ব্যবসায়িক প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক শান্তি সন্তানের কারণে ব্যাহত হওয়ার আশঙ্কা, গুরুজনস্থানীয় কারও অসুস্থতায় ব্যয়বৃদ্ধির যোগ। আর্থিক দিক শুভ হলেও ব্যয়াধিক্যের কারণে চিন্তায় থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। নিজের শরীরের দিকে নজর রাখুন। আচমকা শারীরিক ক্লেশভোগের সম্ভাবনা।
কর্মক্ষেত্রের জটিলতা মিটে যাওয়ার কারণে মানসিক স্বস্তি ফিরে আসবে। এ সপ্তাহে কাউকে টাকাপয়সা ধার দেওয়া উচিত হবে না। নতুন কোনও বাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতা থেকে মুক্তি আপনাকে উদ্বেগমুক্ত করবে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যে পারিবারিক আনন্দ ও গর্ব।
নীতিগত ব্যাপারে আপস না করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। আমদানি রপ্তানি ব্যবসায়ে এ সপ্তাহে একাধিক সুযোগ মিলতে পারে। বহুদিনের কোনও বকেয়া পাওনা হাতে আসতে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দ দেবে। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যলাভের সুযোগ আসতে পারে। আয়ের ক্ষেত্র শুভ এবং সঞ্চয়যোগও দেখা যায়।
পারিবারিক কারণে মানসিক শান্তির অভাব দেখা যায়। পারিবারিক দায়িত্ব পালনে কোনও ত্রুটি না রাখলেও সমালোচনা আপনার পিছু ছাড়বে না। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার কারণে প্রশংসিত হবেন এবং আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন। কাউকে উপকার করে প্রতিদানের আশা না করাই ভাল। দাম্পত্য সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝি এলেও তা বড় আকার নেবে না।
অংশীদারি ব্যবসায়ে বোঝাপড়ার উন্নতি ও নতুন বিনিয়োগের যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের দূরে বদলির আদেশ আসতে পারে। পারিবারিক দিক অনুকূল তবে সঙ্গীর শারীরিক দিকে নজর রাখুন। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতা আবশ্যক। কাছের মানুষের মধ্যে কারও সাফল্যে আনন্দিত হবেন। চলাফেরায় সতর্ক থাকুন, বেকারদের এ সপ্তাহে শুভ কোনও খবর উৎসাহিত করবে।
অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে বিশেষ কোনও সুযোগ হারাতে পারেন। তৃতীয় কোনও ব্যক্তির ইন্ধনে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। গুরুজনস্থানীয় কারও পরামর্শে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কোনওরকম প্ররোচনা থেকে দূরে সরে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। হৃদরোগীদের সতর্কতা আবশ্যক। ছোট কোনও ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে।
শারীরিক দিক থেকে মস্তিষ্কের কোনও সমস্যায় ভুগতে হতে পারে। পিতার পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। গঠনমূলক কর্মে উন্নতি। নতুন কোনও ব্যবসায়ে লগ্নি করতে পারেন। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাবে। সন্তানের চলাফেরার পরিবর্তনে উদ্বিগ্ন হবেন। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়ার অভাব দেখা যায়। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ও বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।
আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ ফল দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রের কোনও জটিলতা আপনার মানসিক অস্থিরতার কারণ হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে ও স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হবেন। অতিরিক্ত খরচের কারণে চিন্তা। বিদ্যার্থীদের পরিশ্রম বৃদ্ধি পাবে।
কর্মক্ষেত্রের জটিলতা কেটে যেতে পারে। অংশীদারি ব্যবসায়ে লাভের বৃদ্ধি ও নতুন বিনিয়োগের পরিকল্পনা। চলাফেরায় সতর্কতার প্রয়োজন। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি আপনাকে মানসিক কষ্টে রাখবে। সামাজিক কাজকর্মে ব্যস্ততার বৃদ্ধি ও সুনাম অর্জনের যোগ। দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। পিতৃ সম্পত্তি রক্ষণাবেক্ষণে নজরদানের প্রয়োজন।
কর্মক্ষেত্র পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। পারিবারিক দায়-দায়িত্বের বৃদ্ধি ও ব্যয়বাহুল্যের যোগ আছে। গুরুজনের শরীর নিয়ে উদ্বেগে থাকতে পারেন। ব্যবসা সম্প্রসারণের কারণে ঋণ নেওয়ার পরিকল্পনা সফল হতে পারে। অতিরিক্ত ভাবপ্রবণতা ক্ষতি করতে পারে। অপ্রিয় সত্য কথা বলে বিড়ম্বনার বৃদ্ধি। সন্তানের লেখাপড়ায় সাফলে্যর কারণে পারিবারিক আনন্দ ও গর্ব।
নিজের বুদ্ধির দোষে কাজে কোনও ক্ষতি হতে পারে। পারিবারিক শান্তির দিকে খেয়াল রাখুন। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও রোজগারের একাধিক উপায় সামনে আসবে। সম্পত্তি নিয়ে ভাইবোনেদের সঙ্গে আলোচনা সফল হবে। লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতা আবশ্যক। শেয়ার অথবা ফাটকা ব্যবসায়ে লগ্নি না করাই ভাল।
পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। গুরুজনের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। চাকরিজীবীদের উন্নতি। সন্তানের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব আপনাকে চিন্তায় রাখবে। কোনও মহিলার দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন। বেকারদের এ সপ্তাহে শুভ খবর আসতে পারে। আইনি কোনও কাজের জন্যে খরচ বৃদ্ধি।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.