Advertisement
Advertisement

আর্থিক উন্নতির যোগ রয়েছে একাধিক রাশির, জেনে নিন আপনার ভাগ্য

কী বলছে রাশিফল?

Know your astrology
Published by: Bishakha Pal
  • Posted:November 4, 2018 8:38 am
  • Updated:November 4, 2018 8:38 am  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কোনও রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বুঝে খরচ করুন কয়েকটি রাশির জাতকরা। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

কর্মক্ষেত্রে বহুদিনের কোনও বাসনা পূরণের যোগ রয়েছে। নিজের কর্মদক্ষতার কারণে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করবেন। পারিবারিক দায়িত্বের বৃদ্ধি ও স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যে পারিবারিক গর্ব ও আনন্দ। এ সপ্তাহে বহুদিনের বকেয়া পাওনা উদ্ধার হতে পারে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতি ও তার পরামর্শে লাভবান হবেন। আর্থিক দিক শুভ।

 
বৃষ
taurus

একাধিক যোগাযোগের দ্বারা আপনার পেশাদার জীবনে ব্যস্ততার বৃদ্ধি। আর্থিক দিক থেকেও সপ্তাহটি বেশ ভাল ফল দিতে পারে। পারিবারিক কোনও সমস্যা ফের মাথাচাড়া দিতে পারে। নিকটজনের মন্দ ব্যবহার আপনাকে মানসিক দিক থেকে ব্যথিত করবে। মানসিক শান্তিলাভের উদ্দেশে নিকট ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

 
মিথুন

jemini

চলাফেরায় সতর্কতার প্রয়োজন। অজানা কোনও ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহটিতে কর্মক্ষেত্রে বহু ব্যস্ততার যোগ থাকলেও আর্থিক দিক থেকে ততখানি সুবিধাভোগ নাও পেতে পারেন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে ও স্ত্রীর পরামর্শে লাভবান হতে পারেন।

 

কর্কট

cancer

শারীরিক দিকে নজরদানের প্রয়োজন। হৃদরোগীদের বিশেষ সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে চাপে থাকতে পারেন। আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সঠিক পথে এগনোই ভাল। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বজায় থাকতে পারে। সন্তানের বহুমুখী প্রতিভার বিকাশ ও স্বীকৃতিলাভের যোগ আছে।

 

 
সিংহ

leo

নতুন কোনও কর্মপ্রকল্পকে ঘিরে কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও স্বাস্থ্যহানির কারণে উদ্বেগে থাকবেন। নিকট কোনও বন্ধুর বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। ছোট ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে ও ব্যবসায়ে বিনিয়োগ বৃদ্ধি করতে পারেন। যানবাহন চালকদের সতর্কতার প্রয়োজন, বিদ্যার্থীদের জন্যে সপ্তাহটি শুভ।

 
 
কন্যা

virgo

কাউকে যেচে উপকার করার ইচ্ছে দমন করাই ভাল। কারিগরি কুশলতার বৃদ্ধি ও রোজগারের একাধিক উপায় খুঁজে পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল। স্ত্রীর নামে নতুন কোনও ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। বিলাসব্যসনে ব্যয়বৃদ্ধির কারণে সঞ্চয় নাশের সম্ভাবনা। সন্তানের চলাফেরার দিকে নজর রাখুন।

 
তুলা

libra

সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি ও আচমকা দূর বদলির আদেশ আসতে পারে। পিতৃ সম্পত্তি রক্ষণাবেক্ষণে নজরদানের প্রয়োজন দেখা যায়। নিকটজনের বিবাহের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনার সফল রূপায়ণে মানসিক আনন্দ। শারীরিক দিক শুভ।

 
বৃশ্চিক

scorpio

রক্তচাপের সমস্যায় শারীরিক ক্লেশভোগের যোগ দেখা যায়। শারীরিক কারণে কোনও কর্মপরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। অংশীদারদের মধ্যে মতানৈক্যের কারণে ব্যবসায়ে অচলাবস্থা আসতে পারে। পারিবারিক শান্তি অব্যাহত থাকবে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে, অধিক ব্যয়ের কারণে সঞ্চয়ে হাত পড়তে পারে।

 
ধনু

saggetarius

আটকে থাকা কোনও কর্মপ্রকল্পকে ঘিরে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। গৃহ নির্মাণকে ঘিরে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে আনন্দিত করবে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে তবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। সপরিবারে দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। দামী দ্রব্য উপহার পেতে পারেন।

 
 
মকর

capricorn

প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। চাকরীজীবীদের জন্যে সপ্তাহটিতে তেমন কোনও পরিবর্তন যোগ নেই বললেই চলে। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। স্বজনদের কারও জন্য চিন্তা বাড়তে পারে। সন্তানের লেখাপড়ায় সাফল্য আপনাকে আনন্দ দেবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজরদানের প্রয়োজন।

 
কুম্ভ

aquarius

আপনার আত্মবিশ্বাসের কারণে যে কোনও কর্মেই সাফল্যের রাস্তা মসৃণ করতে সক্ষম হতে পারেন। পারিবারিক শান্তি কোনও সদস্যের কারণে ব্যাহত হওয়ার আশঙ্কা। আর্থিক দিক থেকে একাধিক উপায়ে অর্থাগমের যোগ আছে তবে ব্যয়ের যোগও যথেষ্ট দেখা যায়। সংগীত কলায় রসাস্বাদন ও গৃহে অতিথি সমাগমে আনন্দ। দেবদ্বিজে ভক্তিবৃদ্ধির যোগ।

 
মীন

pisces

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ। ভ্রাতা অথবা ভগিনীর কোনও শুভ খবর আপনাকে বিশেষভাবে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলির সঠিক সম্পাদন আপনাকে উদ্বেগমুক্ত করবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি পদক্ষেপ নিতে হতে পারে। নতুন প্রেমজ যোগাযোগ সাফল্য পেতে পারে। দানধ্যানে আগ্রহ বৃদ্ধি ও সামাজিক কল্যাণে ব্যয় করতে পারেন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement