Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত Horoscope: কর্মজীবনে সাফল্য না হতাশা? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 4th January to 11th January 2025
Published by: Suparna Majumder
  • Posted:January 5, 2025 9:42 am
  • Updated:January 5, 2025 9:42 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন‌্যায় কেতু, ধনুতে রবি ও বুধ, কুম্ভে শনি, শুক্র ও চন্দ্র এবং মীনে রাহু। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই সময় এই রাশির জাতক-জাতিকাদের অর্থ উপার্জন ভালোই হবে। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। কর্মচারীর আচার-আচরণের জন‌্য সংসারে অশান্তি। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে।  পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বয়স্ক বাবা-মায়ের একাকীত্ব ঘোচানোর জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় দিন। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়। নিজের উদারতার দ্বারা সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী-সংস্থায় সুযোগ আসবে।

Advertisement

বৃষ

taurusবহুদিন ধরে চলা কোনও অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না। বন্ধু-বান্ধবের কাছে নিজের টাকা-পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। এই সময় দৈনন্দিন সমস‌্যা অনেকাংশে লাঘব হবে। বিভিন্ন কারণে অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিতে হতে পারে। সব জায়গায় অপ্রিয় সত‌্যকথা বলতে যাবেন না এতে অনেকেরই বিরাগভাজন হবেন। ব‌্যবসাদারদের পাওনা টাকা আদায়ে ভোগান্তি হতে পারে। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অত‌্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে।

মিথুন

jeminiকর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। পরিবারে রূঢ় ব‌্যবহার থেকে বিরত থাকুন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। সৃষ্টিশীল কাজে সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। দীর্ঘদিনের কোনও সমস‌্যা এই সময় মিটে যেতে পারে। দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালান। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না।

কর্কট

cancerব‌্যবসাদারদের সপ্তাহের শুরুতে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত‌্যন্ত পারদর্শী হয়। তাদের হাতের কাজ কোনও মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে। কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। পরিবারে আপনার গোপন শত্রু খারাপ করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দিন। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে। পত্নীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। পরিবারে ভ্রাতা, ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে।

সিংহ

leoগত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে। ব‌্যবসায় বিনিয়োগের আগে আয়-ব‌্যয়ের হিসাব ভালো করে বুঝে নেবেন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্টি আচরণ করুন। চাকরিক্ষেত্রে সমস‌্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সম‌স‌্যার সমাধান করতে পারবেন। সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। বাবার শরীর সামান‌্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। অত‌্যধিক লোভ সম্বরণ করার চেষ্টা করুন। নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ, সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন। বয়স্ক জাতক-জাতিকারা কাছেপিঠে ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন।

কন্যা

virgoকর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্য়োগী হতে হবে। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য স্বাস্থ‌্যহানি হতে পারে। মা, বাবা ও ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সন্তানের নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। ছোট ভাইবোনদের প্রতি কর্তব‌্য পালন করলেও তাদের কাছ থেকে ভালো ব‌্যবহার পাবেন না। কতিপয় ব‌্যবসায়ীর শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। বন্ধুকে অর্থসাহায‌্য করতে গিয়ে সংসারে অশান্তি।

তুলা

leoএই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। অতিরিক্ত বন্ধু-বান্ধবের সঙ্গে বিলাসিতার খরচের জন‌্য অর্থের টান পড়তে পারে, শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন।

বৃশ্চিক

scorpioকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ক্ষুদ্র ব‌্যবসায়ীদের ব‌্যবসায় উন্নতি। ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝবার চেষ্টা করুন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। অন‌াবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা এই সময় সাবধানে থাকবেন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীদের জন‌্য এই সপ্তাহটি অত‌্যন্ত শুভ। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। সপ্তাহের মধ‌্যভাগে পতঙ্গবাহিত রোগ থেকে সাবধানে থাকুন।

ধনু

saggetariusসপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন‌্য বিনিয়োগ করা যেতে পারে। অতিরিক্ত উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করবার চেষ্টা করুন। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে প্রলোভন বা প্ররোচনায় পা দেবেন না। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব‌্যঞ্জক হবে। পরিবারে কারও চিকিৎসার জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। বহুদিন ধরে চলা কোনও মামলা মোকদ্দমার ফল আপনার অনুকূলে আসতে পারে।

মকর

capricornবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। এই সময় পিতৃকূল থেকে স্থাবর সম্পত্তি পেতে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। সৃষ্টিশীল কাজ দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি। কর্মপ্রার্থীরা ছোটখাটো ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। উচ্চ-রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। ব‌্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেবার কথা ভাববেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন।

কুম্ভ

aquariusকর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। স্কুলপড়ুয়া সন্তানদের জন‌্য অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। কর্মপ্রার্থীদের এই সপ্তাহে কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক দিনের কোনও সুপ্ত বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে। পৈত্রিক ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। নববিবাহিতরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস‌্যা হলে অবশ‌্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন।

মীন

piscesএই সপ্তাহ চাকরির পক্ষে শুভদায়ক হলেও ব‌্যবসার ক্ষেত্রে একাধিক সংকট দেখা দেওয়ার সম্ভাবনা। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ও পরিবারের খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্ট করুন। ছোটখাটো শারীরিক সমস‌্যায়ও অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement