Advertisement
Advertisement

Breaking News

Horoscope

২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত Horoscope: বছরের প্রথম সপ্তাহটি কেমন যাবে? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 29th December 2024 to 4th January 2025
Published by: Biswadip Dey
  • Posted:December 29, 2024 12:51 pm
  • Updated:December 29, 2024 1:15 pm  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন‌্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বক্রী বুধ, মকরে শুক্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। ১৫ ডিসেম্বর রাত্রি ২.৪৩ মিঃ বুধ মার্গী হবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1শিল্পীদের জন্য সপ্তাহটি শুভ। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। উচ্চশিক্ষার জন্য সন্তানের বিদেশযাত্রার যোগ। পরিবারের একাকিত্ব দূর করার জন্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। শ্বশুরকুল থেকে সম্পতি পাওয়ার যোগ লক্ষ করা যায়। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ায়ে আনতে পারবেন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ করা যায়। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন।

Advertisement

বৃষ

taurusএই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ। জমিজায়গা কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ্যমান। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে ন। ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ ভয় থেকে বিরত থাকুন। পরিবারের কারও চিকিৎসার জন্য বায় বৃদ্ধি হতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে। নেবেন না। নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। ঘরে বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। ভাইবোনদের প্রতি কর্তব্য করলেও তাদের স্বার্থপরতা ও বড় আচরণ আপনার মানসিক শান্তির ব্যাঘাতের কারণ হবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। আপনার অত্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন্য কিছু সময় ব্যয় করুন।

কর্কট

cancerএই রাশির এই সপ্তাহ অতিশয় শুভ। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন । গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ লক্ষ করা যায়। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায়। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাঁদের সাফল্য ধরে রাখতে পারবেন। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে।

সিংহ

leoআর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। বহুদিন ধরে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহ যোগ এই সময় লক্ষ করা যায়। পরিবারে কারও শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। বয়ঃসন্ধির সন্তানদের আচার আচরণের জন্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিতা-মাতার উপস্থিতিতে ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধির যোগ আছে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। পরিবারে সুযোগ সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না।

কন্যা

virgoসন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। প্রতিবেশীদের সঙ্গে কখনওই তর্ক বিতর্কে যাবেন না। বয়স্ক জাতক জাতিকারা খাওয়া-দাওয়ার অনিয়মের জন্য গেটের সমস্যায় পড়তে পারেন। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। অযাচিতভাবে কারও উপকার করতে যাবেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হতে পারে।

তুলা

leoনিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। নববিবাহিতরা একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। সন্তানদের অকারণে বকাবকি করবেন না। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য স্বাস্থ‌্যহানি হতে পারে। ব‌্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। নিকট আত্মীয়ের সহযোগিতায় নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদে‌্যাগী হতে হবে। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ।

বৃশ্চিক

scorpioআর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। সংসারে বড় কোনও পদক্ষেপ করার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। ভবিষ্যতের উন্নতির জন্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি। নিজের উদারতার দ্বারা সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে।

ধনু

saggetariusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের আর্থিক দিক ভালো যাবে। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। রাজনীতিবিদরা এই সময় নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ্য করতে পারবেন। ছোট ব্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন্য লোকসান দেখা দিতে পার। পরিবারে গুরুজনের- প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি। বন্ধু- বান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের কাউকে পাশে পাবেন না।

মকর

capricornখরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাবা ও মায়ের একাকীত্বে তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভালোই হবে। সন্তানের- বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে। নতুন কর্মস্থলে সকলকে মানিয়ে চলার চেষ্টা করুন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। সংগীত জগতের সঙ্গে জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তাদের প্রতিভা দেখানোর সুযোগ আসবে।

কুম্ভ

aquariusসপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন‌্য শুভ সময়। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। ছোট সন্তানদের পরীক্ষার ফল মোটামুটি ভালোই হবে। নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। জাতকের বন্ধুভাব তেমন ভালো নয়। সন্তানের দাম্পত্য কলহের জন্য আপনাকে দুশ্চিন্তায় থাকতে হতে পারে। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ঠিকাদারি ব্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের ফল আশা করা যায়। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ্য করা যায়।

মীন

piscesসপ্তাহটি পেশাদারদের জন্য খুবই শুভ। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য- জাতকের স্বাস্থ্যহানি হতে পারে। পারিবারিক কারণে মানসিক অস্থিরতা কাজের বড় ক্ষতি করতে পারে। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। নিজের ব্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। পিতার সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। বহুদিন ধরে চলা দাম্পত্য সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement