আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় কেতু, ধনুতে চন্দ্র, কুম্ভে শনি, মীনে বক্রী শুক্র, বক্রী বুধ, রাহু এবং রবি। ২৯ মার্চ রাত্রি ৯.৪৪ মিঃ শনি মীনে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে। উচ্চশিক্ষায় পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সময়টি শুভ। শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে। পিতার স্বাস্থ্যের ক্রমাবনতির জন্য মানসিক উদ্বেগ বাড়বে। বয়স্ক জাতক-জাতিকারা ধর্মাচরণে মনঃসংযোগ করলে মানসিক চঞ্চলতা অনেকাংশে লাঘব হবে। পারিবারিক পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের ভালো কাজের-যোগাযোগ এই সময়ে আসতে পারে। ছোটখাটো ভ্রমণের জন্য সপ্তাহটি শুভ। কতিপয় জাতক-জাতিকার এই সপ্তাহে কর্মস্থানে কিছু সমস্যা দেখা দিতে পারে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য সময়টি শুভ।
সপ্তাহের শুরুতে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। বয়স্ক বাবা-মার দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের ভাই-বোনদের সঙ্গে আলোচনা করুন। ব্যবসায়ীরা কর-সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। কতিপয় জাতক-জাতিকার এই সপ্তাহে কর্মস্থানে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানের সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য আসবে। শেয়ার বা লটারিতে হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। গৃহে মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা খুব সাবধানে রাখুন। সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের জন্য অাগামিদিনে ভালো সময় আসছে। হঠাৎ করে গুরুজনস্থানীয় কারও স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফলে্যর জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
সপ্তাহের প্রারম্ভে বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। স্ত্রীর কর্মক্ষেত্রেও আর্থিক উন্নতি লক্ষ করা যায়। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সময় আয় বৃদ্ধি ও উন্নতির যোগ। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ধরে রাখতে পারবে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। পৈতৃক সম্পত্তিতে বেঅাইনি দখলদারদের জন্য আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। বয়ঃসন্ধির কন্যাসন্তানের আচার-আচরণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সপ্তাহের শেষান্তে প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা।
আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পাবেন। এই সময় মানসিক দিক থেকে শক্ত থাকার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। এই সময় ঋণের বোঝা কমাবার চেষ্টা করুন। বিদু্যৎ ও আগুন থেকে সাবধান। বন্ধু-বান্ধবের সঙ্গে আমোদ-প্রমোদে খরচা করার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে।
কর্মস্থলে নিজের উদাসীনতার জন্য কাজের পরিস্থিতি খারাপ হতে পারে। প্রতিবেশীর বাধায় গৃহ সংস্কার আটকে যেতে পারে। এই সময় মাথা গরম না করে বিশিষ্টজনদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবার চেষ্টা করুন। সন্তানের বিদেশ যাত্রার সুযোগ আসবে। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রেও বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের চোট-আঘাতের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়।
এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য ও আর্থিক উন্নতি। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সাহিতি্যক, অধ্যাপক ও শিক্ষকদের জন্য সপ্তাহের শেষের দিকটি অত্যন্ত শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে্যর জন্য বিকল্প কর্ম-সংস্থানের সুযোগ আসবে। ব্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন্য অর্থে টান পড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে।
সপ্তাহের শুরুতে কর্মব্যস্ততা থাকবে। সন্তানের স্বাস্থে্যর ব্যাপারে সতর্ক থাকুন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। এই সময় চাকরিপ্রার্থীদের চাকরি লাভের যোগ লক্ষ করা যায়। উচ্চ-বিদ্যালাভে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা থাকবে। শেয়ার বা লটারিতে কিছু অর্থ হাতে এলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। বন্ধুকে উপকার করতে গিয়ে তার পরিবারের কাছ থেকে অপমানিত হতে পারেন।
এই সপ্তাহে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। বয়ঃসন্ধির সন্তানের আচার আচরণ মনোবেদনার কারণ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। গণ-পরিবহণের চালকরা অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। পারিবারিক সমস্যায় কতিপয় বন্ধু সাহাযে্যর হাত বাড়িয়ে দেবে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। পরিবারের জন্য নিজের জীবনে আত্মত্যাগ করলেও পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে তার সঠিক মূল্য পাবেন না। পিতামাতার মধে্য কারও স্বাস্থে্যর অবনতি হতে পারে। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আবেগের বশে তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। গুরুজনদের স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ব্যবসায়ীদের ব্যবসা ভালো চললেও সঞ্চয়ের ভাগ্য খুব একটা ভালো নয়। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল্য। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। বাড়িতে মূল্যবান সামগ্রী ও দরকারি কাগজপত্র সঠিক যত্নে রাখুন। ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুর সাহায্য নিন। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে বদলি হবার যোগ।
সপ্তাহের প্রারম্ভে উপার্জনে মাঝে মধে্য বিঘ্ন ঘটতে পারে। অত্যধিক কাজের চাপের জন্য ক্লান্তিভাব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। স্ত্রীর সঙ্গে বনিবনা না হলেও সন্তানের কথা ভেবে মানিয়ে চলার চেষ্টা করুন। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত হোন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজের সূত্রে আপনার বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। উচ্চশিক্ষায় সন্তানের সাফলে্যর জন্য আপনার মুখ উজ্জ্বল হবে ও সুনাম বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। সৃজনশীল কাজে উন্নতির জন্য ভালো কাজের বরাত মিলতে পারে।
শারীরিক দিক থেকে সপ্তাহটি আপনাকে উদ্বেগে রাখবে। বন্ধুর সহায়তায় ব্যবসায় অভূতপূর্ব উন্নতি। অর্থের প্রাচুর্য থাকার জন্য বহুদিনের কোনও মনোবাসনা এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় উন্নতির যোগ। এই সময় শেয়ার বা ফাটকায় বিনিয়োগ করলে বাড়তি মুনাফা হাতে আসতে পারে। ভাইয়ের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। এই সময় ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ।
কর্মপ্রার্থীদের জন্য সময়টি শুভ। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। সন্তানের অন্যায় আচরণকে সমর্থন করবেন না। যানবাহনে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন। বন্ধু-বান্ধবদের বিপদে অাপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের অনেককেই পাশে পাবেন না। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ করা যায়। আত্মীয়ের থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষান্তে পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.