Advertisement
Advertisement

Breaking News

২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত Horoscope: উৎসবের সপ্তাহ কাটবে কেমন? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 22th December to 28th December 2024
Published by: Suparna Majumder
  • Posted:December 22, 2024 10:27 am
  • Updated:December 22, 2024 10:27 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন‌্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বক্রী বুধ, মকরে শুক্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। ১৫ ডিসেম্বর রাত্রি ২.৪৩ মিঃ বুধ মার্গী হবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। জলবাহিত রোগের থেকে এই সময় সাবধানে থাকুন। পিতা-মাতার সঙ্গে সম্ভাব বজায় থাকবে। এই সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখাতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নতুন ব্যবসা করার সুযোগ আসবে, তবে বুঝেশুনে ব্যবসা শুরু করবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার ভালোমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

Advertisement

বৃষ

taurusএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনভাব শুভ। বয়ঃসন্ধির সন্তানদের আচার-আচরণের জন্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।

মিথুন

jeminiএই সপ্তাহে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। লৌহ, কাগজ ও ওষুধ ব্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জাতকের প্রেম-পরিণয়ের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকবে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপর করবেন না।

কর্কট

cancerনববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। কর্মজীবনে অত্যধিক ব্যস্ততার জন্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। কলকারখানায় কর্মরত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ ও কর্মপ্রাপ্তি। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, কফ ও ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের এই সময় বকেয়া টাকা আদায়ের যোগ লক্ষ্য করা যায়। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না।

সিংহ

leoএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। ছোট-ব্যবসায়ীরা ব্যবসা- পরিচালনার ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করবেন না। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য আপনার মুখ উজ্জ্বল করবে। বয়স্করা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। কর্মপ্রার্থীদের নতুন আয়ের পথ খুলে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পারিবারিক কোনও সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। দুজন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিরোধ বহুদূর অবধি পড়াতে পার।

কন্যা

virgoবহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। সন্তানের কর্মপ্রাপ্তির জন্য মানসিক প্রশান্তি। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ব্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও বন্ধুবান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় করা বলবেন না। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। ষাটোর্ধ্ব জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য তীর্থ-ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময় অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। বাবা-মার একাকীত্ব দূর করবার জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।

তুলা

leoসংসারে বেহিসাবি খরচের ফলে পরিবারে অশান্তি। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকবে, তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। ব্যবসায়ীবৃন্দের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন্য অর্থে টান পড়তে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। বন্ধুবান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থলাভ অনেক বেশি হবে।

বৃশ্চিক

scorpioকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। ভাই- বোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে, তাই বলে হাল ছাড়বেন না। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলুন।

ধনু

saggetariusচাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। বড় আর্থিক লেনদেন করার আগে সব দিক বিবেচনা করে নেবেন। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। নতুন ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে যোগ‌্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। পারিবারিক বিবাদ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবেন না। সাহিত্য-সংস্কৃতি দুর্গতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে এবং সমাজে নাম করতে পারবেন। আর্তকে সেবা করে মানসিক শান্তি লাভ করতে পারবেন।

মকর

capricornখেলাধুলার সঙ্গে যুক্ত জাতক/জাতিকারা বিশেষ কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতিলাভ ও আর্থিক উন্নতির যোগ। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা করবেন না। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। যাঁরা সমাজ-জীবনে পরিচিত, তাঁরা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়।

কুম্ভ

aquariusএই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। ব্যবসায় সফলতা না পেলেও ভেঙে পড়বেন না। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে। আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। যানবাহনে ওঠা-নামার সময় সতর্ক থাকুন। দীর্ঘদিনের কোনও স্বপ্ন এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। নতুন সম্পত্তি কেনার ব্যাপার প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল।

মীন

piscesএই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। এই সময় নতুন ব্যবসারও যোগাযোগের সম্ভাবনা আছে। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্রে আর্থিক অবনতির জন্য চাকরি অনিশ্চিত হওয়ার সম্ভাবনা। এই সময় পেটের গোলমাল ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। ঔষধ ব‌্যবসায়ী কাগজের ব‌্যবসায়ীদের সপ্তাহটিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের অন‌্যায় আচরণ কখনই মেনে নেবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement