আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় চন্দ্র ও কেতু, কুম্ভে শনি, মীনে রবি, শুক্র, রাহু এবং বক্রী বুধ। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহটিতে কিছু পরিবর্তন লক্ষ করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে শ্বশুরকুল থেকে কিছু অস্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে কর সংক্রান্ত সমস্যার জন্য মুনাফা আশানুরূপ হবে না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। নতুন গৃহ নির্মাণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চ-শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অতিশয় শুভ, বয়স্ক জাতক-জাতিকারা শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত স্বাস্থ্যের পরীক্ষা করান। বেহিসাবি খরচ আটকানোর চেষ্টা করুন। পরিবারে কারও স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকার সম্ভাবনা। খুচরো ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের মুখ এই সময় দেখতে পাবেন। বিদেশে কর্মরত পরিবারের কোনও সদস্যর খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে।
বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। রাজনীতিবিদরা কথাবার্তায় সংযম বজায় রাখুন। বাড়ির বড়দের স্বাস্থে্যর দিকে নজর দিন। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়ীদের বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। কাজের সূত্রে সন্তানকে ভিন রাজে্য যেতে হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য আরও মনোযোগী হতে হবে। এই সময় বিভিন্ন সূত্র থেকে অতিরিক্ত টাকা হাতে আসতে পারে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ছোট ব্যবসায় এখনই বড় বিনিয়োগ করবেন না। এই সময় ব্যবসা ও চাকরি ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন।
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সংগীত ও নৃত্যশিল্পীদের নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসবে। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। এই সময় ভাগ্য আপনার সহায় থাকবে। কাজের জন্য বিদেশে-যাওয়ার সম্ভাবনা। ব্যবসায় ওঠাপড়া থাকলেও এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফলের জন্য আরও পরিশ্রম করতে হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু বাধা-বিঘ্ন আসবে। পত্নীভাব অশুভ না হলেও পত্নীর শারীরিক অসুস্থতার কারণে-মানসিক চিন্তা বাড়তে পারে। এই সময় ব্যবসা ও চাকরি ক্ষেত্রে ভালো ফল আশা করতে-পারেন।
এই রাশির ধনভাব শুভ। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ ও কারও কারও ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। সন্তানদের চঞ্চল মনোভাবের জন্য পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন সুখের হলেও সংসারে উদাসীনতার জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের মধ্যভাগে ভোগবিলাসে ব্যয়বৃদ্ধি ঘটবে। এই সময় পিতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পেতে পারেন। ঠিকাদার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। জাতকের অর্থকরী দিক ভালো হবে।
কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন। স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকে বাড়তি অর্থ ও সম্পত্তি হাতে আসতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। নিজের ও পরিবারের স্বাস্থে্যর দিকে নজর দিন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অহেতুক তর্ক-বিতর্কে নিজেকে জড়াবেন না। কর্মজীবন এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের মুন্সিয়ানার জন্য বিদেশ থেকে কাজের বরাত পেতে পারেন। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। এই সপ্তাহে অত্যধিক খরচের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি।
সপ্তাহের শুরুতে ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে কিছু সমস্যায় পড়তে পারে। ঘরে-বাইরে গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। এই সময় সন্তান-সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মপ্রার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা ঠান্ডা রেখে কাজ করুন। সপ্তাহের শেষের দিকে আয়-ব্যয়ের দিকে সামঞ্জস্য রেখে চলবেন। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক উন্নতি লক্ষ্য করা যায়। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে।
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত বোধ করবেন। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সৃজনশীল কাজে স্বীকৃতিলাভ ও সন্তোষজনক উন্নতি। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা। স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। লৌহ, কাগজ ও ওষুধ ব্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ।
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। মহিলাদের চাকরির সুযোগ আসতে পারে। ছেলেমেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। অংশীদারী ব্যবসায় অংশীদারের অসততায় ব্যবসায় অধোগতি। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে অালোচনা করুন। সন্তানের ভিনরাজে্য বদলি হওয়ার সম্ভাবনা। নিজের উদাসীনতার জন্য ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। আমোদ-প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধুবান্ধবের কাছে প্রকাশ করবেন না।
সৃষ্টিশীল কাজে সাফলে্যর জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। সমাজে উচ্চপদস্থ ব্যক্তির বদান্যতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের চোখের সমস্যার জন্য পড়শোনায় বিঘ্ন ঘটতে পারে। অপরের উপকার করবার সময় ভাল-মন্দ বিচার করে নিন। স্ত্রীর প্রচেষ্টায় ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। নতুন যানবাহন কেনার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন। অবিবাহিতদের বিবাহ যোগ বিদ্যমান। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারওর উপর করবেন না। আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ।
প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সপ্তাহটি চলবে। সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। মা, বাবা ও ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে। নিজের স্বাস্থে্যর প্রতি যত্নবান হোন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য সময়টি শুভ। ছোট ভাইবোনদের প্রতি কর্তব্য পালন করলেও তঁাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে। পরিবারে ভ্রাতা-ভগিনী ও নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ্যমান। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। ব্যবসায় বিনিয়োগের আগে আয়-ব্যয়ের হিসাব ভালো করে বুঝে নেবেন। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। চাকরিক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান করতে পারবেন। সন্তানের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। বাবার শরীর সামান্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। সপ্তাহের মধ্যভাগে পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসবে।
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী উপায়ে আয়ের পথ খুলবে। কর্মক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসায় মন্দাভাব। পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। নব-বিবাহিতদের দাম্পত্য সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.