Advertisement
Advertisement

Breaking News

Horoscope

১৩ এপ্রিল- ১৯ এপ্রিল Horoscope: কর্মলাভের প্রবল সম্ভাবনা কুম্ভ রাশির, অন্যদের ভাগ্যে কী রয়েছে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 13th April to 19th April 2025
Published by: Biswadip Dey
  • Posted:April 13, 2025 11:56 am
  • Updated:April 13, 2025 11:56 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন‌্যায় চন্দ্র ও কেতু, মীনে বক্রী শুক্র, রবি, রাহু, বুধ এবং শনি। ১৩ এপ্রিল সকাল ৬.৩৬ মিঃ শুক্র মার্গী হবে। রাত্রি ৩.২১ মিঃ ওই দিনই রবি মেষে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ‌্য সহায় থাকবে। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য গর্বিত হওয়ার যোগ। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের আচার-আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ঠিকাদারি ব‌্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন।

Advertisement

বৃষ

taurusপারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারওর সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। এই সময় সর্দি-কাশি, জ্বরজারিতে কষ্ট পেতে পারেন।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কন‌্যাসন্তানের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারবেন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কর্কট

cancerকর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বন্ধুবান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। কন‌্যা-সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন।

সিংহ

leoসপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। পরিবারে ছোটখাটো ভুল-ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটানোর চেষ্টা করুন। কারও প্ররোচনায় না জেনেশুনে কোনও বিনিয়োগ করবেন না। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকেই সঞ্চয়ের ব‌্যবস্থা করুন। পারিবারিক সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে। স্ত্রীর কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকারা নিজের শরীরের ব্যাপারে যত্নবান হোন। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। গৃহশান্তি ও পারস্পারিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্বাস্থ‌্যহানি হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল‌্য আসবেই। বিদ‌্যার্থীদের বিদ‌্যালাভে কিছু বাধা-বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের উপর ভালোই হবে। গৃহ সংস্কারের জন‌্য বাড়তি ব‌্যয় হবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পাবেন। তবে এই সময় ব‌্যবসা করলেও নিশ্চিন্তরূপে সাফল‌্য আসবে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব‌্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন।

তুলা

leoঘটনাবহুল সপ্তাহ। এই সময় বহু উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলতে হতে পারে। ছাত্র-ছাত্রীদের বিদ‌্যালাভের জন‌্য বাড়তি পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন‌্য কর্মোন্নতি সম্ভব। বন্ধুবান্ধবকে অর্থ ধার দিয়ে সমস‌্যা ডেকে আনবেন না। সন্তানের ব‌্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। এই সময় দ্বিমুখী উপার্জনের পথ খুলে যেতে পারে। পারিবারিক অনুষ্ঠানে অপ্রিয় সত‌্য কথা বলে অপরের বিরাগভাজন হবেন না। মা-বাবার শরীর মোটের উপর ভালোই যাবে তবে তঁারা কোনও কারণে মানসিক দুশ্চিন্তায় থাকতে পারেন। ছোট ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। আপনার চোখের সমস‌্যার জন‌্য সু-চিকিৎসকের পরামর্শ নিন।

বৃশ্চিক

scorpio

আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন‌্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। সন্তানদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য বিদেশে কাজের সুযোগ। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। আপনার ভালোমানুষি অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। বিদ‌্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফলে‌্যর জন‌্য একাধিক কাজের সুযোগ আসবে। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। গৃহে এই সময় মূল‌্যবান বৈদু‌্যতিক পণ‌্য অাসার সম্ভাবনা। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। কর্মচারীর আচার আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মরশুমি রোগ থেকে সাবধানে থাকুন।

ধনু

saggetariusপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। ব‌্যবসায় সাফলে‌্যর জন‌্য প্রচুর পরিশ্রম করতে হবে। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। আমোদ-প্রমোদে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। অনেকদিনের সুপ্ত বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে।

মকর

capricorn

কর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। বিদ‌্যার্থীদের জন‌্য শুভ সময় আসছে। বাবার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। সন্তানের ব‌্যবহারে আপনার মানসিক কষ্ট হতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। টাকাপয়সার ব‌্যাপারে সতর্ক থাকুন। অন‌্যায় উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন।

 

কুম্ভ

aquariusজীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো নাও হতে পারে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। অর্থের প্রাচুর্য‌ থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন‌্য সময়টি শুভ। সাংসারিক অশান্তি মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নিন। বিদ‌্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। এই সময় খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। কর্মপ্রার্থীদের এই সপ্তাহে কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

মীন

piscesসম্পত্তি কেনাবেচার জন‌্য সপ্তাহটি শুভ। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয়বৃদ্ধি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে। আমদানি-রফতানি ব‌্যবসায় উন্নতির যোগ। ছোট ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। পরিবারে সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের মাঝেমধে‌্য উপার্জনে বিঘ্ন ঘটতে পারে। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ‌্যই করে নেবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement