Advertisement
Advertisement

কেন রেগে যান আপনি? বলবে রাশিফলই!

রাশিফল অনুযায়ী এক এক ব্যক্তির রেগে যাওয়ার ধরন এক এক রকমের হয়।

How You Express Anger, According To Your Zodiac Sign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 2:22 pm
  • Updated:September 8, 2023 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিফল অনুযায়ী এক এক ব্যক্তির রেগে যাওয়ার ধরন এক এক রকমের হয়। কেউ যদি অপমান করলে রেগে যান তো অন্য কেউ রাগেন মিথ্যে বললে।

রাশিফল অনুযায়ী জেনে নিন, কোন রাশির জাতক-জাতিকারা ঠিক কী কারণে রেগে যান!

Advertisement

ariesএরিস: তাঁদের প্রচেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তাঁরা খুবই রেগে যান।

taurusটরাস: কাজের জন্য টরাসকে তাড়া দেওয়া হলে তাঁরা খুবই রেগে যান।

geminiজেমিনি: এই রাশির জাতক-জাতিকারা খুবই নরম মনের হন। তাই তাঁদের প্রত্যাশা অল্পের জন্য পূরণ না হলেও তাঁরা দুঃখ পান।

cancerক্যানসার: এই রাশির জাতক-জাতিকারা নিজেদের আত্মসম্মান নিয়ে খুব সচেতন হন। কখনই তাই অপমান বরদাস্ত করতে পারেন না।

leoলিও: এই রাশির জাতক-জাতিকারা প্রাধান্য পেতে খুবই পছন্দ করেন। তাই তাঁদের যদি প্রাধান্য না দেওয়া হয়, তবে তাঁরা বিরক্ত হন।

virgoভার্গো: এই রাশির জাতক-জাতিকারা খুবই মুডি হন। তাই কোন সময় এঁরা রেগে যাবেন, তা বোঝা বেশ কঠিন।

libraলিব্রা: নিজেদের কাজ নিয়ে খুব সচেতন হন এই রাশির জাতক-জাতিকারা। তাই তাঁদের কর্মক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নিতে না দেওয়া হলে তাঁরা খুব বিরক্ত হন।

scorpioস্করপিও: মিথ্যা সহ্য করতে পারেন না এই রাশির জাতক-জাতিকারা। তাই মিথ্যা বললে এঁদের রোষের মুখে পড়তে হতে পারে।

capricornক্যাপ্রিকর্ন: এই রাশির জাতক-জাতিকারা মজায় থাকতে বেশ পছন্দ করেন। তাই কোনওভাবে যদি তাঁদের বোর করা হয়, তাঁরা খুবই বিরক্ত হন।

sagitariousস্যাজিটেরিয়াস: কাজের বোঝা জোর করে এই রাশির জাতক-জাতিকাদের উপর চাপিয়ে দেওয়া হলে তাঁরা বেশ বিরক্ত হন।

aquariousঅ্যাকোয়ারিয়াস: সৎভাবে বন্ধুত্ব না রাখতে পারলে এই রাশির জাতক-জাতিকাদের কাছাকাছি যাবেন না। কেন না সেক্ষেত্রে তাঁরা খুবই বিরক্ত হন।

piscesপাইসেস: এই রাশির জাতক-জাতিকারা মেকি বন্ধুত্ব পছন্দ করেন না। তাই তাঁদের সঙ্গে মিথ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা হলে তাঁরা খুবই বিরক্ত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement