সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ জুলাই রবিবারে গুরুপূর্ণিমা। এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়। মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মদিনকে গুরুপূর্ণিমা বলা হয়। এই দিনটি হিন্দুদের কাছে অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এই দিনেই তৈরি হচ্ছে তিনটি বিশেষ যোগ।
রবিবারেই প্রীতি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ, এবং বিশকুম্ভ যোগ তৈরি হবে। এছাড়াও কর্কট রাশিতে সূর্য ও শুক্রের মিলনে শুক্রাদিত্য যোগের তৈরি করছে। অন্যদিকে, বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির যোগ রয়েছে। সব মিলিয়ে জোত্যিষশাস্ত্র অনুযায়ী, সৌভাগ্য ফিরে পেতে চলেছেন সিংহ, বৃষ ও কুম্ভ রাশির জাতকরা।
সিংহ রাশি (Lio): গুরু পূর্ণিমার দিনে তৈরি হওয়া যোগগুলির প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতির যোগ রয়েছে। যে কাজে হাত লাগাবেন সেই কাজে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের অগ্রগতি হবে। বিনিয়োগকারীরা পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন।
বৃষ রাশি (Taurus): গুরু পূর্ণিমার দিনে তৈরি হওয়া যোগগুলির প্রভাবে বৃষরাশির জাতকদের পারিবারির সম্পর্কের উন্নতি হবে। বাবা-মার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের চাকরির সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন তারা পদোন্নতি পেতে পারেন। আর্থিক লাভের যোগ রয়েছে।
কুম্ভ রাশি (Aquarius): কুম্ভরাশি জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কর্তাদের কাছে সুনাম বৃদ্ধি পাবে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। মানসিক চাপ মুক্তি পাবে এই রাশির জাতকরা। অর্থকষ্ট কেটে যাবে। উপার্জনের নতুন রাস্তা খুলবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি বৃদ্ধি বজায় থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.