সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভালো, খারাপ মিলিয়েই পথ চলা। তবে জীবনের ঘূর্ণিপাকে মাঝে, মাঝে এমন সময় আসে ভেঙে পড়েন প্রায় সবাই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বেশ কিছু রাশির জাতক-জাতিকারা আবেগ প্রবণ হয়ে থাকেন। কন্যা, বৃশ্চিক, মীন, মকর, কর্কট রাশির জাতিকারা অবসাদে ভোগেন বলে মনে করা হয়।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে সবসময় নিঁখুত হওয়ার তারনা রয়েছে। সেই ইচ্ছাপূরণ না হলে হতাশার মধ্যে ডুবে যান তাঁরা। এই রাশি জাতিকারা বই পড়ার ও অন্যান্য কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে নিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বৃশ্চিক রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির ব্যক্তিরা নিজেদের পুরনো আঘাত ভোলেন না। এই অতিরিক্ত বোঝা তাঁদের বিষ্ণণ্ণ করে তোলে। যা ক্রমে অবসাদের দিকেস ঠেলে দেয়। নিজের পুরনো আঘাত ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে।
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাববশত আবেগ তাড়িত হয়ে পড়েন। অল্পতেই আঘাত পান। যা তাঁদের অবসাদের দিকে ঠেলে দেয়। সব কিছুকে খুব গুরুত্ব দিয়ে ভাবার দরকার নেই। জীবনে কিছুটা হালকাভাবে নিতে শিখুন।
মকর রাশি: জীবনে পরিকল্পনা মাফিক কিছু না হলে বা কোনও কাজে এই রাশির জাতিকারা সাফল্য না পেলে সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। নিজেদের প্রতি বিশ্বাস হারাতে থাকে। কাজ ও দায়িত্বে আরও বেশি মন দিলে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা প্রবলভাবে আবেগতাড়িত হয়ে থাকেন। অন্য ও নিজের অতিরিক্ত দায়িত্বের ভারে তারা নুইয়ে পড়েন। জাতক-জাতিকারা যে কাজে আনন্দ পান সেই কাজে যুক্ত থাকার পরামর্শ দেন জ্যোতিষবিদরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.