সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার জগতে নিজেকে প্রবেশ করাতে পারলে জীবন ধন্য বলে মনে করেন অনেকে। কিন্তু সবাই তা পারেন না। বা পারতেই হবে তার কোনও মানে নেই। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মগতভাবে আধ্যাত্মিকতার প্রতি ৫টি রাশির জাতক-জাতিকার প্রবল আর্কষণ থাকে। সেই রাশিগুল হল কর্কট, বৃশ্চিক, ধনু, কুম্ভ, ও মীন।
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা সংবেদনশীল ও বোধশক্তিসম্পন্ন হয়ে থাকেন। যার জেরে আধ্যাত্মিক জগত তাঁদের আকর্ষণ করে। এবং এরা খুব সহজেই সেই স্থানে নিজেদের নিয়ে যেতে পারে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকার যদি চরিত্র বিশ্লেষণ করা হয় তাহলে সবার প্রথমে উঠে আসবে তা হল এরা মহাবিশ্বের গোপন বিষয়গুলির প্রতি খুব বেশি আকৃষ্ট। আর চরিত্রের এই গুণাবলিই তাঁদের এই জগতে খুব সহজে নিয়ে যেতে পারে।
ধনুরাশি: এই রাশির জাতক-জাতিকারা জন্মগতভাবে দুঃসাহসিক ও দার্শনিক প্রকৃতির হয়ে থাকেন। বিশ্বের তথা মহাজাগতিক গোপন রহস্যের উন্মোচনে এদের প্রবল আগ্রহ থাকে। ফলে এরা আধ্যাত্মিক জগতের সঙ্গে প্রবল ভাবে আর্কষণ বোধ করেন।
কুম্ভরাশি: কুম্ভরাশির জাতক-জাতিকারা খুবই মানবিক প্রকৃতির হয়ে থাকে। যার ফলে তাঁদের গভীর সংযোগ রয়েছে। এই ধরনের কাজের প্রতি তারা প্রায়শই আকৃষ্ট হয়।
মীনরাশি: এই রাশির জাতক-জাতিকারা সহানুভূতির জন্য পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকারা মহাবিশ্বের বিভিন্ন শক্তির সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.