Advertisement
Advertisement
Horoscope

ধনু রাশিতে সূর্যের গমন! ধনু সংক্রান্তিতে আধাঁর ঘুচবে তিন রাশির জাতক-জাতিকার

চলতি মাসের ১৫ তারিখ সূর্যদেব ধনু রাশিতে যাবেন।

Horoscope: Sun transit in dhanu, 3 zodiac signs will get profit
Published by: Subhankar Patra
  • Posted:December 11, 2024 7:40 pm
  • Updated:December 11, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ হতে বাকি মাত্র কয়েকদিন। চলতি বছরে শেষবার রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য দেবতা। নবগ্রহের মধ্যে সূর্যের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চলতি মাসের ১৫ তারিখ সূর্য ধনু রাশিতে যাবেন। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সেখানেই থাকবেন। এই যোগ ধনু সংক্রান্তি বলে পরিচিত। সূর্যের রাশি পরিবর্তন সব রাশির জীবনেই প্রভাব ফেলে। তবে তিন রাশির জাতকের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বছরের শেষটা।

কবে ধনু সংক্রান্তি? ১৫ ডিসেম্বর রাত ৯টা ৫৬ মিনিটে ধনু রাশিতে গোচর করবেন সূর্য। ২০২৫ সালের  ৪ জানুয়ারি পর্যন্ত সেখানেই বিরাজ করবেন সূর্যদেব।  ফলে উপকৃত হবেন বৃশ্চিক, সিংহ, মেষ রাশির জাকতরা।

Advertisement

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সবসময় উত্থান-পতন থেকেই থাকে। সংগ্রামের জীবন তাঁদের। এমনটাই মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তবে ধনু রাশিতে সূর্যদেবের গোচরের ফলে এই রাশির জাতকরা পরিশ্রমের ফল পাবেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে ভালো সময় যাবে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা লাভ পাবেন। মাসজুড়ে আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। যে সকল জাতক-জাতিকা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের জন্যও ভালো সময় বলে মনে করা হচ্ছে।

সিংহ রাশি: এই সময়ে আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতকরা ভালো উন্নতি করবে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। অফিসে কাজের বোঝা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। ঘুরতে যাওয়ার যোগ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

মেষ রাশি: ধনু সংক্রান্তিতে কেরিয়ারে ব্যাপক উন্নতি লাভ করবেন মেষ রাশির জাতক-জাতিকারা। আয়ের উৎস বাড়বে। একঘেয়েমি কাটাতে দূরে ঘুরতে যাওয়ার যোগ তৈরি হয়েছে। স্বাস্থ্যের কোনও সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement