Advertisement
Advertisement

Breaking News

Horoscope

মার্চের শেষ অমাবস্যায় মীন রাশিতে শনির গোচর! জীবনে আসছে বড়সড় পরিবর্তন

২৯ তারিখ অমাবস্যার দিন কী করবেন?

Horoscope: Saturn transit in pisces on 29 march know Astrological Significance
Published by: Subhankar Patra
  • Posted:March 27, 2025 5:35 pm
  • Updated:March 27, 2025 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। সবচেয়ে ধীর গতিতে রাশি পালটায় গ্রহরাজ শনি। এবার রাশি পরিবর্তন করতে চলেছে শনি। ২৯ মার্চ, শনিবার রাশি পরিবর্তন করে মীনরাশিতে প্রবেশ করছেন শনিদেব। একই সঙ্গে চন্দ্রও প্রবেশ করছে কালপুরুষের রাশিফলের দ্বাদশ রাশি মীনে। যার ফলে বিস্তর পরিবর্তন ঘটতে চলেছে এই রাশির জাতক-জাতিকার জীবনে। শনি ও চন্দ্র চারিত্রিকভাবে বিপরীতধর্মী। চন্দ্র খুব চঞ্চল ও শনি ধীরগতির। এর ফল খুব একটা শুভ, তা নয়। তবে কিছু নিয়ম মেনে চললে শনির প্রভাব থেকে বাঁচা যাবে বলে মনে করা হয়।

মীন রাশিতে শনি গ্রহের প্রভাব: শনিদেব কর্ম, দায়িত্ব, শৃঙ্খলার প্রতীক। স্বপ্নময়, আত্মধিক জগতের দিকে ঝুঁকে থাকা মীনরাশির জাতক-জাতিকার জীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এর ফলে বিভ্রম, উদ্বেগ তৈরি হবে। যা এই রাশির জাতক-জাতিকার শারীরিক, মানসিক ও আবেগগত পরিবর্তন নিয়ে আসবে। যে কোনও কাজ করার আগে খুব সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আপনার রাশিতে কর্ম ও ন্যায়বিচারের গ্রহ বিরাজ করছেন। ফলে কর্মফল সঙ্গে সঙ্গে পাবেন।

Advertisement

অমাবস্যার সময় পরিবর্তনে মীন রাশির উপর প্রভাব: চন্দ্র ও শনির ধর্ম সম্পূর্ণ বিপরীত। তাই মীন রাশির ক্ষেত্রে যেমন পুরনো জিনিসের অবসান ঘটিয়ে নতুনের সূচনা করবে, ঠিক তেমন ভাবেই মানসিকভাব, অন্তর্দৃষ্টির ক্ষেত্রেও পরিবর্তন আনবে। অন্যদিকে, এই রাশি পরিবর্তনে যারা চন্দ্র দ্বারা প্রভাবিত, তাদের দীর্ঘ লক্ষ্য নির্ধারণের জন্য আর্দশ সময় বলে মনে করা হচ্ছে।

এই পরিবর্তনের জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য:

১. অমাবস্যায় শনি ও চন্দ্র মীন রাশিতে প্রবেশের ফলে জাতক-জাতিকার জীবনে আবেগগত পরিবর্তন আসবে। কর্মচক্র, মানসিক বোঝা, একাধিক পুরনো আঘাত বারবার ফিরে আসতে পারে। যাঁদের অতীত জীবনের কর্মফল বা পারিবারিক বংশগত সমস্যা অমীমাংসিত রয়েছে, তাঁরা আঘাত পেতে পারেন। ডায়রি লেখা, ধ্যান ও মন্ত্রজপ এই নেতিবাচক দিকগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে।

২. শনিদেবের প্রভাব কোনও ব্যক্তির উপর পড়লে বলা হয় খারাপ সময় আসছে। আসলে বিষয়টি তা নয়! শনি কর্মের দেবতা হওয়ায় জাতক-জাতিকার ১০০ শতাংশ নিংড়ে নেন। যার প্রভাব পরে ক্যারিয়ার ও রিলেশনে। এই সময় মীন রাশির জাতক-জাতিকারা আরও ফলপ্রসূ ফল পেতে কর্মক্ষেত্র বা ক্যারিয়ার পরিবর্তন করতে পারে। দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অমাবস্যার শক্তি কিছু অপরিহার্য সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। কিন্তু হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধৈর্য ধরতে হবে। সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবেন শনিদেব। খারাপ প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তবে ভালো, সুষ্ঠু সম্পর্কের ক্ষেত্রেও খারাপ প্রভাব বিস্তার করবে। রিলেশন ভেঙে যেতে পারে। যাঁরা নতুন সম্পর্কে জড়িয়েছেন, তাঁদের সাবধনতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিতদের বিবাহবিচ্ছেদ পযর্ন্ত হতে পারে।

৩. শনির উপস্থিতি স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে থাকে। তবে প্রত্যেকের ক্ষেত্রে নয়। এই যাঁরা নিজেদের রাগের উপর ধৈর্য্য রাখতে পারবে তাঁরাই উন্নতির শিখরে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময়কালে কাজ, আয়, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বপরি ধৈর্য্য ধরতে হবে।

২৯ তারিখ অমাবস্যার দিন কী করবেন?
১. অমাবস্যার দিনে আত্মাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হন।
২. ধ্যান করুন।
৩. তুলসী তলায় প্রদীপ জ্বালান।

মনে রাখবেন শনিদেব জাতক-জাতিকার কর্মের উপর নির্ভর করে তাঁদের শাস্তি বা পুরস্কার দেন। ফলে নিজের কর্ম সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement