প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্ম ও মৃত্যু কেউ বলতে পারেন না। তবে তা অবধারিত। তবে অনেকেরই প্রশ্ন থাকে কবে হবে বিয়ে? এদিকে শেষ হতে চলেছে ২০২৪। হাতে মাত্র কয়েকদিন। বিয়ের মরশুমও প্রায় শেষের মুখে। অনেকেই অপেক্ষায় রয়েছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরে কয়েকটি রাশির জাতকরা নিজেদের জীবনসাথী খুঁজে পাবেন। সাতপাকে বাঁধা পড়বেন তারা। কারা সেই ভাগ্যবান জাতক- জাতিকা। দেখে নিন কোন কোন রাশির জাতিক-জাতিকারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
বৃষরাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতিকাদের বিয়ের যোগ রয়েছে। আগামীবছর বৃহস্পতি এই রাশিতে বিরাজমান থাকবে। ফেব্রুয়ারি থেকে মে মাস এই রাশির জাতিকাদের বিয়ের জন্য সেরা সময় বলে মনে করা হচ্ছে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির অবিবাহিত জাতক-জাতিকাদেরও বিয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে। বিয়ের জন্য ফেব্রুয়ারি থেকে এই রাশির শুভ সময় আসতে চলেছে। এমনকী বছরের শেষেও বিয়ের সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি: বিয়ে হতে পারে মিথুন রাশির যুবক-যুবতীরও। মে মাসে এই রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। তারপর পরের মাসের পর থেকে বিয়ের যোগ তৈরি হচ্ছে।
কর্কট রাশি: জ্যোতিষশাস্ত্রের মতে, কর্কট রাশির জাতিকাদের বিয়ের যোগ প্রবল। জীবনে রঙিন সময় শুরু হওয়ার অপেক্ষা। শুধু বিয়ে নয় জীবনে আসতে পারে প্রেমও।
কন্যা রাশি: সুখের সময় আসতে চলছে কন্যা রাশির জাতক-জাতিকার জীবনে। সাতপাকে বাঁধা পড়তে পারেন কন্যা রাশির জাতিকারাও। বিপত্তি কেটে গিয়ে চারহাত এক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি: বছরের মাঝামাঝি সময় থেকে বিয়ের যোগ তৈরি হবে মেষ রাশির জাতিকাদের জীবনেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.