Advertisement
Advertisement

Breaking News

Horoscope

চন্দ্র-বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ, সাফল্যের চূড়া ছুঁতে পারেন ৪ রাশির জাতক-জাতিকা!

কী বলছে জ্যোতিষশাস্ত্র? কাদের ভাগ্যে উন্নতির যোগ?

Horoscope: Chandra Jupiter make Gajakesari yoga 4 zodiac will get success
Published by: Subhankar Patra
  • Posted:November 14, 2024 9:47 pm
  • Updated:November 14, 2024 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরের ১৬ তারিখ চন্দ্র ও বৃহস্পতি একসঙ্গে তৈরি করবে গজকেশরী যোগ! বিকাল ০৩টে ১৭ মিনিটে চাঁদ প্রবেশ করবে বৃষ রাশিতে। ১৮ তারিখ ভোর পর্যন্ত এই রাশিতেই থাকবে চন্দ্র। এই সময়ে বৃষ রাশিতে থাকছে গ্রহরাজ বৃহস্পতি। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে বিশেষ যোগ। যা সরাসরি প্রভাব ফেলবে ৪ রাশির জাতক-জাতিকার জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে, কর্কট, মীন, বৃষ, ধনু রাশির জাতক-জাতিকার জীবনে আসতে চলেছে শুভ সময়!

কর্কট রাশি: এই সময়ে কর্কট রাশির জাতক-জাতিকা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। চাকরিজীবীরা পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বড় কাজ পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও সময়টা শুভ বলে মনে করা হচ্ছে।

Advertisement

মীন রাশি: চন্দ্র ও বৃহস্পতির সৃষ্ট যোগের ফলে মীন রাশির জাতকদের অনেক বাধাবিপত্তি কেটে যাবে। পারিবারিক জীবনের সমস্যা মিটে গিয়ে সম্পর্ক দৃঢ় হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পাশে পাবেন। বিনিয়োগের জন্য ভালো সময়।

বৃষ রাশি: গজকেশরী যোগের ফলে ব্যবসার সঙ্গে যুক্ত বৃষ রাশির জাতকরা উন্নতি করতে পারবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে মজবুত হবে। স্বাস্থ্যও ভালো থাকবে।

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকার জীবনে নতুন সুযোগ পাবেন। যে সমস্ত পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁরা বেকার তাঁদের সামনে নতুন কাজের সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement