Advertisement
Advertisement

Breaking News

Horoscope 2023

Horoscope 2023: কেরিয়ার-স্বাস্থ্য-প্রেম, সব মিলিয়ে কেমন কাটবে ২০২৩? জেনে নিন রাশিফল

তাড়াতাড়ি জেনে নিন কেমন কাটবে আগামী বছর।

Horoscope 2023: New Year predictions for all zodiac signs । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 25, 2022 5:10 pm
  • Updated:December 25, 2022 5:10 pm  

ফের চোখ রাঙাচ্ছে করোনা। আবারও কি বিরাটাকার ধারণ করবে ভাইরাস? কেমনই বা যাবে কেরিয়ার? মনের মানুষের সঙ্গে সময় ভাল কাটবে তো?  নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সবমিলিয়ে কেমন কাটবে আগামী বছর। আপনার জন্য রইল গোটা বছরভিত্তিক রাশিফল (Horoscope 2023)। জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।

মেষ (Aries)

Advertisement

aries1মেষ রাশির জাতক-জাতিকারা উদ্দীপনায় পরিপূর্ণ। নিজের মতামত সকলের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। আর এই দু’টি স্বভাবের জন্য নতুন বছরে বিপদে পড়তে পারেন জাতক-জাতিকারা। এই বছরটা অত্যন্ত কঠিন। একাধিক ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হবে। এই রাশির জাতক-জাতিকারা নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আয়ও ভালই হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তেমন চড়াই উতরাইয়ের কোনও সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে যাঁরা অসুস্থ তাঁদের শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।

বৃষ (Taurus)

taurus

বছরের শুরুতেই লক্ষ্য স্থির করে এগোতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। নতুন বছরে তেমন চড়াই উতরাই পেরিয়ে এগোতে হবে তা নয়। তবে ভুল সিদ্ধান্তের জন্য বড়সড় বিপদ হতে পারে। তাই খুব ভেবেচিন্তে প্রত্যেক সিদ্ধান্ত নিতে হবে। এ বছর অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। নববিবাহিতদের সম্পর্ক আরও মধুর হবে। ব্যবসায়ীদের আয় বাড়ার সম্ভাবনা। এই রাশির জাতক-জাতিকারা নতুন ব্যবসায়
বিনিয়োগ করতে পারেন। চাকুরিরতদের জন্য বছরটি শুভ। বেসরকারি সংস্থায় কর্মরতদের বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কের সমীকরণ বদলাতে পারে। সম্পত্তিগত বিবাদে ভাইবোনের সম্পর্কের অবনতির সম্ভাবনা।

মিথুন (Gemini)

jemini

নতুন বছর মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে স্বপ্নের মতো হতে পারে। তবে ওই রাশির জাতক জাতিকাদের আরও অনেক বেশি সাবধান হতে হবে। কারণ, এই রাশির জাতক জাতিকাদের অনেক বেশি দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত। তাঁদের ভেবেচিন্তে কাজ করতে হবে। নতুন বছরে ভালবাসার মানুষের প্রতি আরও যত্নশীল হোন। অবিবাহিতরা এই সময়ে নতুন সম্পর্কে জড়াবেন না। পুরনো বিনিয়োগগুলির দিকে নজর রাখুন। নতুন করে এ বছর কোনও ব্যবসা কিংবা বিনিয়োগ শুরু করবেন না। আয় এবং ব্যয়ের সমতা বজায় রেখে দিনযাপনের চেষ্টা করুন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হতে পারেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য বছরটি অত্যন্ত শুভ। নতুন সুযোগ পেতে পারেন। যা আপনার জীবন বদলে দিতে পারে।

কর্কট (Cancer)

cancer

সাধারণত নিজের বৃত্তের মধ্যেই থাকতে পছন্দ করেন কর্কট রাশির জাতক জাতিকারা। সুযোগ পেলেও খুব একটা এগোতে চান না তাঁরা। আগামী বছর একইরকম আচরণ করলে পরে আফশোস করতে হবে। তাই নতুন বছরে নতুন সুযোগ আসলে ঝাঁপিয়ে পড়ুন। চ্যালেঞ্জ নিলে উন্নতি অবশ্যম্ভাবী। নতুন বছরে প্রেমের সম্পর্কের উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের যোগ স্পষ্ট। নতুন বছরে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাঁরা ভ্রমণ সংক্রান্ত চাকরির জন্য যুক্ত তাঁদের আয় ভালই হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। নতুন বছরে এই রাশির জাতক জাতিকারা পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই বাইরের খাবার খাওয়া বন্ধ করুন।

সিংহ (Leo)

leo

নতুন বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ প্রতিকূল। নানা চড়াই উতরাইয়ের মুখোমুখি হতে পারে তাঁদের। তবে সামান্য চেষ্টা করলে পরিস্থিতি জাতক জাতিকাদের উপযোগী হয়ে উঠবে। বিবাহিতদের সম্পর্কের উন্নতির সম্ভাবনা। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। সরকারি চাকরির পরীক্ষা যাঁরা দিচ্ছেন তাঁরা সাফল্য পেতে পারেন। কর্পোরেট জগতের কর্মীদের অন্য পেশা বেছে নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে তেমন পরিবর্তন হবে না। আয় এবং ব্যয়ের সমতা বজায় রেখে চলুন। নইলে বিপদে পড়তে পারেন। নতুন বছরে সিংহ রাশির জাতক জাতিকারা চোখ এবং স্থূলতার সমস্যায় ভুগতে পারেন।

কন্যা (Virgo)

virgo

ভাবনাচিন্তা ছাড়া সিদ্ধান্ত নেওয়া কন্যা রাশির জাতক জাতিকাদের বদভ্যাস। নতুন বছরে এই অভ্যাস পরিবর্তন করাই ভাল। নইলে বিপদে পড়তে পারেন। এই রাশির জাতক জাতিকাদের নতুন বছরে বিশেষ কিছু বদলের সম্ভাবনা নেই। মোটের উপর একইরকম চলবে জীবন। অবিবাহিতদের বিবাহের কোনও যোগ নেই। দাম্পত্য জীবনে ঝগড়াঝাটির সম্ভাবনা। ব্যবসায় আয় বাড়বে। না ভেবে সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। তা আপনার চাকরিতে বড়সড় প্রভাব ফেলতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা ত্বকের সমস্যায় ভুগতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন।

তুলা (Libra)

libra

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছতে পারেন তাঁরা। সরকারি চাকরিপ্রার্থীদের আরও পরিশ্রম করতে হবে। পেশা বদলের চিন্তাভাবনা থাকলে নতুন বছরে ঝুঁকি নিতে পারেন। প্রথম দফায় সামান্য টালমাটাল হলেও সাফল্য আপনি পাবেনই। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভ হবে যথেষ্ট। এই সময়ে আয় যেহেতু ভাল হবে তাই সঞ্চয় করুন। সোনা কিংবা হিরের গয়নাগাটি কিনতে পারেন। প্রেমের সম্পর্কের উন্নতি হবে। দাম্পত্য সম্পর্কও আরও মধুর হবে। অবিবাহিতদের বিয়ের যোগও রয়েছে। বছরের শেষে তুলা রাশির জাতক জাতিকারা মানসিক অবসাদে ভুগতে পারেন। হজমের সমস্যা এবং স্নায়ুর রোগও হতে পারে।

বৃশ্চিক (Scorpio)

scorpio

নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশি তাড়াহুড়ো করবেন না। ধীর গতিতে এগিয়ে চলুন। সাফল্য আসবেই। কর্মক্ষেত্রে নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হবে আপনাকে। তবে ভেঙে পড়লে হবে না। এগিয়ে যেতে হবে। কেরিয়ারে টালমাটাল চললেও প্রেমের সম্পর্কে উন্নতি হবে। বিবাহিতরা দাম্পত্য জীবন নিয়ে আইনি সমস্যাতেও জড়াতে পারেন। আর্থিক দিয়ে নতুন বছর বেশ শুভ। তাই এই সময়ে সঞ্চয় করতে ভুলবেন না। যাঁরা দীর্ঘদিন ধরে রোগভোগ করেন, তাঁদের আরও সাবধানে চলতে হবে। নইলে সমস্যায় পড়তে পারেন।

ধনু (Sagittarius)

saggetarius

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি বেশ ইতিবাচক। ঝড়ঝাপটা আসলেও তাকে সহজে মোকাবিলা করার চেষ্টা করুন। কোনও কিছুতে অযথা জেদ করবেন না। পরিবর্তে আপস করতে শিখুন। নইলে সমস্যা আরও বাড়বে। কেরিয়ারের দিকে বিশেষ নজর দিন। পরিশ্রম ছাড়া কর্মক্ষেত্রে কেউ কখনও যে সাফল্য পেতে পারেন না, সেকথা মাথায় রাখুন। তাই পরিশ্র করতে পিছপা হবেন না। তাহলেই দেখবেন চাকরি কিংবা ব্যবসায় চমকপ্রদ ফলাফল পাচ্ছেন। কর্মক্ষেত্রে উন্নতি হলে স্বাভাবিকভাবেই পদোন্নতি হবে। বাড়বে আয়। নতুন ব্যবসা কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। লাভবান হবেন। বিবাহিতদের জন্য অবশ্য বছরটি তেমন ভাল নয়। কারণ, এই সময় আপনার সঙ্গী অথবা সঙ্গিণীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝগড়াঝাটি করবেন না। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নতুন সম্পর্কেও মন দিতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

মকর (Capricorn)

capricorn

মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর যথেষ্ট ঘাত প্রতিঘাতের। তাই কার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সেদিকে বিশেষ খেয়াল রাখুন। সহজে কোনও কিছু লাভ করার চেষ্টা করবেন না। পরিবর্তে পরিশ্রম করে কোনও কিছু অর্জন করার চেষ্টা করুন। তা চাকরিক্ষেত্রে হোক কিংবা ব্যবসায়িক জগতে। এই সময়ে নতুন করে বিনিয়োগের পথে না হাঁটাই ভাল। দীর্ঘদিনের সম্পর্ক পূর্ণতা পেতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে। মকর রাশির জাতক জাতিকাদের খাওয়াদাওয়ায় অনিয়ম করলে বিপদে পড়তে হতে পারে। এছাড়া যাঁরা দীর্ঘদিন রোগভোগ করছেন, তাঁদের শারীরিক সমস্যা আর বাড়তে পারে।

কুম্ভ (Aquarius)

aquarius

কুম্ভ রাশির জাতক জাতিকারা কেরিয়ারের পিছনে দৌড়বেন না। বেসরকারি সংস্থায় কর্মরতদের নতুন বছরে কাজের চাপ আরও বাড়বে। পদোন্নতির সম্ভাবনা প্রবল। নিজের জন্য সময় বের করুন। ব্যক্তিগত জীবনে উত্থান পতনের মুখোমুখি হতে পারেন আপনি। বাড়বে আয়। ব্যবসায় লাভ বাড়বে। সঞ্চয় করার সুযোগ হাতছাড়া করবেন না। অবিবাহিতদের বিয়ের যোগাযোগের সম্ভাবনা। তবে এই রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধানে চলাফেরা করুন।

মীন (Pisces)

pisces

মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর সমস্ত বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার। নতুন বছরে চাকরি বদলের কথা ভাবতে পারেন। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নতুন ব্যবসা এবং শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আয়ব্যয়ের সমতা বজায় রাখুন। তবে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। তবে ভাইবোনের সম্পর্কের অবনতির সম্ভাবনা। একাধিক শারীরিক সমস্যায় নতুন বছরে আপনি ভুগতে পারেন। পেট এবং চোখের সমস্যা আপনাকে ভোগাতে পারে। বয়স্কদের ক্ষেত্রে গাঁটের ব্যথায় ভোগার সম্ভাবনা। বাইরের খাবার খাওয়ার বদভ্যাস ত্যাগ করুন। নইলে বিপদ আরও বাড়তে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে  ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement